অনেক ব্যাংক ‘ক্লিনিক্যালি ডেথ’- সিপিডি
১২ আগস্ট ২০২৪, ০৩:২৪ পিএম | আপডেট: ১২ আগস্ট ২০২৪, ০৩:২৪ পিএম
কিছু ব্যাংক মৃতপ্রায় আর অনেক ব্যাংক ‘ক্লিনিক্যালি ডেথ’ হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে বেসরকরি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। মৃতপ্রায় ব্যাংকগুলোকে ফের একবার সচল করার চেষ্টা করা যেতে পারে বলেও সুপারিশ এসেছে সংস্থাটির কাছ থেকে। এজন্য মৃতপ্রায় ব্যাংকগুলোর বর্তমান ব্যবস্থাপনায় ও পরিচালক পর্ষদে বদল করার পরামর্শ দিয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘‘অনেক ব্যাংক ক্লিনিক্যালি ডেথ হয়ে গেছে। এসব ব্যাংক আর ঘুড়ে দাড়াতে পারবে না। স্বাভাবিকভাবে এদের মরে যেতে দেয়া দরকার। সরকার এসব ব্যাংকগুলোকে অর্থ দিয়ে, মূলধন দিয়ে পুনর্ভরণ করে চালাচেছ।’’ সোমবার (১২ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে ‘‘ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয়’’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। মৃতপ্রায় ও ক্লিনিক্যালি ডেথ হওয়া ব্যাংকের সংখ্যা না জানালেও ফাহমিদা খাতুন বলেন, ব্যাংকগুলোর ২০২১ সালের প্রতিবেদন অনুযায়ী ১১টি ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল নীতিমালা অনুযায়ী বিভিন্ন হারে প্রভিশন সংরক্ষণ করতে পারেনি। তিনি বলেন, ‘‘তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ক্লিনিক্যালি ডেথ হয়ে গেছে। এক সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ ভালো ব্যাংক ছিল। এটিকে দখলের পরে মুমুর্ষু হয়ে গেছে।’’ স্বাধীনতার পরে দেশের অর্থনীতি অনেক খারাপ ছিল। তখন দেশের ব্যাংক খাত অর্থনীতি সাজাতে এগিয়ে এসেছে, উদ্যোক্তা তৈরি, অর্থায়ন করেছে। ব্যাংক খাত শিল্পায়নে ভূমিকা রাখায় আজকে অনেক বড় বড় গ্রুপের জন্ম হয়েছে। এসব বড় বড় গ্রুপ অর্থনীতিতে ভূমিক রাখছে জানিয়ে ফাহমিদা খাতুন বলেন, ‘‘দেশের ব্যাংক খাত এখন ব্যক্তি ও গোষ্ঠীর প্রসারে কাজ করছে। গুটি কয়েক গোষ্ঠীর কারণে নিয়ম নীতি করা হচ্ছে।’’ পুরো ব্যাংক খাত এখন নিয়ম নীতির বাহিরে চলে গিয়েছে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক তার স্বাধীনতার চর্চার জায়গার পুরোটা হারিয়েছে। গত এক দশকের বেশি সময়ে ব্যাংকিং খাতে ২৪টি বড় ধরনের ‘স্ক্যাম’ হয়েছে, যাতে ৯২ হাজার কোটি টাকার বেশি ঋণের কেলেঙ্কারি হয়েছে। ব্যাংকিং খাতের সমস্যা চিহ্নিত ও সমাধানে তিন মাসের জন্য জন্য ব্যাংকিং কমিশন গঠন করার সুপারিশ করে সংস্থাটি বলেছে, ব্যাংক খাতে দ্বৈত প্রশাসন কমাতে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করতে হবে। এ বিভাগের জন্য সরকারি ব্যাংকের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে নেই। সিপিডির সম্মানিয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ব্যাংকিং খাতের দুষ্টু চক্র ভেঙে ফেলতে হলে ব্যাংক কমিশন গঠন করা প্রয়োজন। ##
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, সবাইকে শান্ত থাকার আহ্বান
ঢাবিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা
মায়ামিতে মেসিদের নতুন কোচ মাশ্চেরানো
চিন্ময় সম্পর্কে দিল্লির বক্তব্যকে বন্ধুত্বের চেতনার পরিপন্থী বলে অভিহিত করেছে ঢাকা
উত্তাল ইসলামাবাদে সেনা মোতায়েন
আদানির গ্রেপ্তারের দাবিতে বিহার বিধানসভার সামনে বিক্ষোভ
র্যাবের ‘কসাই’ সাবেক এসপি ফারুকীর বিচার না হলে মানবাধিকার লঙ্ঘিত হবে
হজযাত্রী নিবন্ধন ২ মাস বাড়ানোর দাবি
সংঘাত-অস্থিরতার দায় সরকার এড়াতে পারে না : এবি পার্টি
অহিংস গণঅভ্যুত্থানের সংগঠকসহ ১৮ জন কারাগারে
হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ ড. ইউনূসের
ঐক্যের শক্তি ধ্বংস করতে ছড়ানো হচ্ছে বিভেদের বিষ: মুশফিক আনসারী
পরিবেশ কর্ম-পরিকল্পনা ২০২৪-২০৩০ চালু করেছে এডিবি
লন্ডনে হাইকমিশনার সাইদা মুনার রাজত্বের অবসান হচ্ছে
ক্ষমতার দ্বন্দ্ব ও রাজনৈতিক উস্কানির ফাঁদ পাতা হচ্ছে
জাতীয় অর্জনে কৃষক ও কৃষিবিদদের অবদান অনস্বীকার্য -স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
বিজেপির হুমকির যথাযথ জবাব দিতে হবে
বগুড়ায় মারা গলেনে কারাবন্দী আওয়ামী লীগ নতো শাহাদত আলম ঝুনু
গাজীপুরে বন বিভাগের জমি উদ্ধারে বাধাঃ হামলায়i এসিল্যান্ড সহ আহত ১০ গাড়ি ভাঙচুর