ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠনের দাবি গ্রাহকদের
২৫ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম
দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক। এবার ব্যাংকটির গ্রাহকরা দাবি জানিয়ে বলেছেন, ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হোক। পাশাপাশি ২০১৭ সালের পরে নতুন করে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সরানো হলে গ্রাহকের আস্থা ফিরে আসবে।
শনিবার (২৪ আগস্ট) রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বানীতে শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা অবৈধ প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে আয়োজিত ‘গ্রাহক সমাবেশে’ এসব দাবি জানান ব্যাংকটির গ্রাহকরা।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর আবু আহমেদ বলেন, ইসলামী ব্যাংক চালাতে হলে অবশ্যই ইসলাম লাগবে। ব্যাংকটি যারা প্রতিষ্ঠা করেছিলেন, ইসলামের খেদমত করতে চেয়েছিলেন তারা। তাদের দেখাদেখি বিদেশি যেসব বিনিয়োগকারী এসেছিলেন তারাও ইসলামের খেদমত করার জন্য এসেছিলেন। তারা যখন দেখেছেন ব্যাংকটি অন্যায়ভাবে দখল হয়েছে, এরপর ব্যাংক থেকে ইসলাম বিদায় নিলো। তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরকে অনুরোধ করবো, ২০১৭ সালের আগে যারা বোর্ডে ছিলেন অথবা যাদের মধ্যে ইসলাম রয়েছে, এমন যোগ্য ব্যক্তিদের দিয়ে ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন করুন।
তিনি বলেন, ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা কর্মীদের কম বেতন দিতেন, কম খরচ করতেন। এভাবে তারা অনেক সম্পদ জমা করেছিরেন যাতে অর্থনীতির শক্ত ভিত্তি গড়ে ওঠে। আর এটিই ইসলামী ব্যাংকের জন্য কাল হয়েছিল। লুটেরা গোষ্ঠী যখন দেখলো এখানে অনেক সম্পদ জমা আছে, তখন তারা একে একে সবগুলো ইসলামী ব্যাংক দখল করে নিলো।
প্রাতিষ্ঠানিক গ্রাকদের নিয়ে আয়োজিত ‘গ্রাহক সমাবেশে’ বক্তৃতা রাখেন ইসলামী ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এসময় এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ’র সদস্যসহ বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ সময় গ্রাহকরা বলেন, ইসলামী মূল্যবোধসম্পন্ন লোক দিয়ে এটি পরিচালনা করতে হবে। যাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি এস আলমের পেইড এজেন্ট। বাংলাদেশ ব্যাংক যে বোর্ড করেছে এটি দিয়ে কোনো উন্নতি হবে না। গ্রাহক সমাবেশ শেষে গভর্নর বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বোর্ড পুনর্গঠন করার দাবি জানানো হয়েছে।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
১৪ মিনিটের ঝড়ে শেষ ধুঁকতে থাকা সিটির জয়ের ধারায় ফেরার স্বপ্ন
বায়ার্নের বিপক্ষে ফের হারল পিএসজি
লেভা-ওলমোয় বার্সার অনায়াস জয়
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, সবাইকে শান্ত থাকার আহ্বান
ঢাবিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা
মায়ামিতে মেসিদের নতুন কোচ মাশ্চেরানো
চিন্ময় সম্পর্কে দিল্লির বক্তব্যকে বন্ধুত্বের চেতনার পরিপন্থী বলে অভিহিত করেছে ঢাকা
উত্তাল ইসলামাবাদে সেনা মোতায়েন
আদানির গ্রেপ্তারের দাবিতে বিহার বিধানসভার সামনে বিক্ষোভ
র্যাবের ‘কসাই’ সাবেক এসপি ফারুকীর বিচার না হলে মানবাধিকার লঙ্ঘিত হবে
হজযাত্রী নিবন্ধন ২ মাস বাড়ানোর দাবি
সংঘাত-অস্থিরতার দায় সরকার এড়াতে পারে না : এবি পার্টি
অহিংস গণঅভ্যুত্থানের সংগঠকসহ ১৮ জন কারাগারে
হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ ড. ইউনূসের
ঐক্যের শক্তি ধ্বংস করতে ছড়ানো হচ্ছে বিভেদের বিষ: মুশফিক আনসারী
পরিবেশ কর্ম-পরিকল্পনা ২০২৪-২০৩০ চালু করেছে এডিবি
লন্ডনে হাইকমিশনার সাইদা মুনার রাজত্বের অবসান হচ্ছে
ক্ষমতার দ্বন্দ্ব ও রাজনৈতিক উস্কানির ফাঁদ পাতা হচ্ছে
জাতীয় অর্জনে কৃষক ও কৃষিবিদদের অবদান অনস্বীকার্য -স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা