বায়ার্নের বিপক্ষে ফের হারল পিএসজি
২৭ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ এএম
বায়ার্ন মিউনিখ যেন পিএসজি কাছে এক অজেয় প্রতিদন্দ্বী হয়ে উঠছে চ্যাম্পিয়নস লীগে। ইউরোপ প্রতিযোগিতায় মঙ্গলবার মাঠে নামার আগে বায়ার্নের কাছে টানা তিন ম্যাচে হারে পিএসজি। ফরাসি জায়ান্টদের সুযোগ ছিল সেই ইতিহাস বদলানোর।তবে এবারও পারলনা তারা।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন।ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন কিম মিন-জে।
চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে টানা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে এই নিয়ে টানা চার ম্যাচে হারল পিএসজি। আর এই চার ম্যাচের মধ্যে কোনোটিতে গোলের দেখাও পায়নি তারা।
ঘরের মাঠে প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বায়ার্ন। সপ্তম মিনিটে প্রথম সুযোগ পায় দলটি। তবে কাছ থেকে নেয়া জামাল মুসিয়ালার শট ঝাঁপিয়ে রুখে দেন পিএসজির গোলরক্ষক।
২৮ মিনিটে কিংসলে কোম্যান ভীতি ছড়ান পিএসজির রক্ষণে। তবে একাধিক খেলোয়াড়কে কাটিয়ে গিয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি ফরাসি এই তারকা। পাল্টা আক্রমণে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পিএসজিও। তবে ওয়ারেন জাইরে-এমেরি বক্সে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন।
গোলের জন্য বায়ার্নের অপেক্ষার ইতি ঘটান মিন-জে। ৩৮তম মিনিটে কর্নার থেকে গোলমুখে উড়ে আসা বল লাফিয়ে ক্লিয়ার করতে ব্যর্থ হন পিএসজির গোলরক্ষক। ফাঁকায় বল পেয়ে হেডে জালে জড়ান দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পিএসজি। তবে ৫৬ মিনিটে আরও বড় ধাক্কা খায় দলটি। আলফানসো ডেভিসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন উসমান ডেম্বেলে। ১০ জনের দলে পরিণত হয়ে যায় পিএসজি।
একজন কম নিয়ে আর তেমন প্রতিরোধ করতে পারেনি পিএসজি। তবে বায়ার্নও এর ফায়দা নিতে পারেনি। কয়েকবার চাপ সৃষ্টি করলেও মেলেনি কাঙ্ক্ষিত গোলের দেখা। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি।
এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে ১১ নম্বরে উঠেছে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ২৬ নম্বরে আছে পিএসজি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চিন্ময় সম্পর্কে দিল্লির বক্তব্যকে বন্ধুত্বের চেতনার পরিপন্থী বলে অভিহিত করেছে ঢাকা
দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক
আইনজীবী হত্যার প্রতিবাদে উত্তাল ইবি
চট্টগ্রামের লালদীঘি ময়দানে ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে লাখো আশেকে রাসূলের ঢল
১৪ মিনিটের ঝড়ে শেষ ধুঁকতে থাকা সিটির জয়ের ধারায় ফেরার স্বপ্ন
লেভা-ওলমোয় বার্সার অনায়াস জয়
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, সবাইকে শান্ত থাকার আহ্বান
ঢাবিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা
মায়ামিতে মেসিদের নতুন কোচ মাশ্চেরানো
চিন্ময় সম্পর্কে দিল্লির বক্তব্যকে বন্ধুত্বের চেতনার পরিপন্থী বলে অভিহিত করেছে ঢাকা
উত্তাল ইসলামাবাদে সেনা মোতায়েন
আদানির গ্রেপ্তারের দাবিতে বিহার বিধানসভার সামনে বিক্ষোভ
র্যাবের ‘কসাই’ সাবেক এসপি ফারুকীর বিচার না হলে মানবাধিকার লঙ্ঘিত হবে
হজযাত্রী নিবন্ধন ২ মাস বাড়ানোর দাবি
সংঘাত-অস্থিরতার দায় সরকার এড়াতে পারে না : এবি পার্টি
অহিংস গণঅভ্যুত্থানের সংগঠকসহ ১৮ জন কারাগারে
হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ ড. ইউনূসের
ঐক্যের শক্তি ধ্বংস করতে ছড়ানো হচ্ছে বিভেদের বিষ: মুশফিক আনসারী
পরিবেশ কর্ম-পরিকল্পনা ২০২৪-২০৩০ চালু করেছে এডিবি