উত্তরা ইপিজেডের সাফল্য কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে দেশবন্ধু টেক্সটাইল মিলস

Daily Inqilab অর্থনৈতিক রিপোর্টার

১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম

বৃহস্পতিবার ঘড়ির কাটায় তখন সকাল সাড়ে সাতটা। ঘন কুয়াশায় ২০ গজ দূরের কিছুই স্পষ্ট করে দেখা যাচ্ছে না। একইসঙ্গে কনকনে শীত। প্রচুর ঠাণ্ডা বাতাশ। ঠাণ্ডা, শীত ও কুয়াশা উপেক্ষা করে হাজার হাজার কর্মী ঢুকছেন নিজেদের কর্মস্থলে কাজের জন্য। কেউ পায়ে হেঁটে আবার কেউ মোটরবাইকে করে।

 

আহ! কি অপরূপ দৃশ্য। হা সত্যিই তাই অসাধারণ এই দৃশ্য দেশের সবচেয়ে অবহেলিত উত্তারাঞ্চলের নীলফামারী জেলায় অবস্থিত উত্তরা ইপিজেডের। খোঁজ নিয়ে জানা গেলো, ওই দিনই প্রায় ২২ হাজারের বেশি মোটরবাইক ইপিজেডের গেট দিয়ে প্রবেশ করে। সারিবদ্ধভাবে যাওয়ার দৃশ্য সত্যি যে কাউকে আকৃষ্ট করবে। কর্মীদের পায়ে হেঁটে যাওয়ার দৃশ্যটিও খুবই মনোমুগ্ধকর। মূল ফটক থেকে একটু আগালেই হাতের বাম পাশে দেশবন্ধু টেক্সটাইল মিলসের কারখানা। সকাল ৭টা ৪০ মিনিটে কারখানার সামনে গিয়ে দেখা যায় আরো মনোমুগ্ধকর দৃশ্য।

 

কারখানায় সেন্টাললি মাইকে উচ্চস্বরে মহাগ্রন্থ আল-কোরআনের তেলওয়াত হচ্ছে। গেট দিয়ে সারিবদ্ধভাবে প্রবেশ করছেন নারী-পুরুষ কর্মীরা। প্রবেশ করেই যার যার কাজের জায়গাতে যুক্ত হচ্ছেন। সকাল ৭টা ৫৩ মিনিটের মধ্যে প্রায় আড়াই হাজার নারী-পুরুষ কর্মী প্রবেশ করেন। ঘড়িতে ৭টা ৫৫ মিনিট বাজার সঙ্গে সঙ্গেই থেমে গেলো কোরআন তেলওয়াত। বাজতে থাকে জাতীয় সংঙ্গীত। উত্তোলন করা হয় জাতীয় পতাকা। এ সময় কারখানা ভিতর-বাইরে যে যেখানে, যেভাবে ছিলেন, সবই স্টাচু হয়ে যায়। কর্মীদের মধ্যে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীতের সম্মানবোধ এতোটা হতে পারে তা যে নিজের চোখে দেখবে না তারপক্ষে বিশ্বাস করাই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানাগেলে এ দৃশ নতুন নয়, এটা প্রতিদিনের রুটিন ওয়ার্কের মতো। সকাল ৮টা থেকে শুরু হয় মূলকাজ। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

 

এরপর দেওয়া হয় নামাজ ও খাবারের বিরতি। এখানেও পরিপালন হয় স্বাস্থ্যবিধি। কারখানার নিজস্ব ক্যান্টিনে একসঙ্গে ৫০০ থেকে ৬০০ কর্মী লাইন করে বসে সবাই দুপুরের খাবার গ্রহণ করেন। ২০ মিনিট পর আসে আরেক গ্রুপ। এভাবে ২ হাজার ৫০০ জন কর্মী দুপুরের খাবার গ্রহণ শেষ করেন। আসা-যাওয়ার ক্ষেত্রেও নিদিষ্ট দূরত্ব বজায় রেখে ও সারিবদ্ধ ভাবে চলাচল করে শ্রমিক-কর্মচারীরা। কারখানায় কর্মরত কর্মীর ৯৫ শতাংশ স্থানীয় বাসিন্দা। তাদের অনেকের সঙ্গে কথা হয়। তাদের সবাই নিজেদের কর্মে ও প্রাপ্য বেতন-ভাতায় ব্যাপক সন্তুষ্টি। ১২ হাজার ৮০০ টাকার কম কারো বেতন নেই, দক্ষতা অনুসারে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন পাচ্ছেন কর্মীরা। তবে ২৫ হাজার টাকার বেশি বেতনের কর্মী সংখ্যা অনেক কম। প্রতিষ্ঠানকে ভালোবেসে নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেন কর্মীরা। আঁখি নামে এক সুয়িংয়ের কর্মী বলেন, আগে ঢাকার সাভারে কাজ করতেন। সেখানে অভার টাইমসহ মোট ১৮ হাজার ৫০০ টাকা বেতন পেতেন, তা দিয়ে ঘরভাড়া ও খাওয়া-দাওয়ার পর হাতে বেশি টাকা থাকতো না। কিন্তু এখানে অভার টাইম ছাড়াই ১৪ হাজার ৩০০ টাকা বেতন পান। পাশেই বাড়ি হওয়ায় বাড়তি কোনো খরচ নেই বললেই চলে। ফলে পুরো টাকাই হাতে থাকে। তার চেয়ে বড় কথা নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে একসঙ্গে থাকতে পারছেন তিনি।

 

এর চেয়ে বড় কথা আর কি হতে পারে বলে মন্তব্য করেন আঁখি। সাইফুল নামে ফিনিসিংয়ের কর্মী বলেন, তিন বছর ধরে দেশবন্ধু টেক্সটাইল মিলসে কাজ করছেন। কাজের পরিবেশ ও কর্মকর্তাদের ব্যবহার এককথায় অমায়িক। তিনি এর আগে গাজীপুরের একটি কারখানায় কাজ করতেন। এ ধরনের পরিবেশ তিনি সেখানে পাননি। তাছাড়া করোনার সময় কারখানা বন্ধ হওয়াতে এলাকায় চলে যান তিনি। বাড়িতে গিয়েই দেশবন্ধু টেক্সটাইল মিলসের খবর পান, যথাযথ নিয়ম মেনেই চাকরিতে যোগ দেন তিনি। বর্তমানে তার বেতন ১৯ হাজারের একটু বেশি। নিজের এলাকায় নিজের পেশার কাজে ভালো বেতনে কাজ পাওয়ায় মহাখুশি সাইফুল। মা-বাবা, ভাইবোন ও স্ত্রী-সন্তান সবাইকে নিয়ে ভালোভাবে দিন কাটাচ্ছেন তিনি। দেশবন্ধু টেক্সটাইল মিলসের জেনারেল ম্যানেজার (প্রডাকশন) ইসুরু উমেশ জানান, উত্তরবঙ্গে দেশবন্ধু টেক্সটাইল মিলসের যাত্রা শুরু হয় ২০১৯ সালে। এটিই বর্তমানে উত্তরবঙ্গের সবচেয়ে বড় পোশাক কারখানা।

 

এখানে উৎপাদিত পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চায়না-বাংলা যৌথ ব্যবস্থাপনায় কারখানার উৎপাদন ও বিপণন হচ্ছে। তবে এখানকার উৎপাদিত পণ্যের ভোক্তা শতভাগ বিদেশি। উত্তরা ইপিজেডের ২৩টি কোম্পানি বিনিয়োগ করে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে দেশবন্ধু টেক্সটাইল মিলসের মালিক-শ্রমিক ও কর্মচারীদের সম্পর্ক যেকোনো কারখানার চেয়ে অনেক ভালো। এক কথায় আদর্শ ও শান্তিপূর্ণ প্রতিষ্ঠান বলতে যা বুঝায় দেশবন্ধু টেক্সটাইল মিলস তার বাস্তব উদাহরণ। তিনি বলেন, গামের্ন্টস ব্যবসায় একটি বড় সমস্য শিপমেন্ট বাতিল। তবে দেশবন্ধু টেক্সটাইল মিলস চালুর পর থেকে এখনো পর্যন্ত কোনো শিপমেন্ট বাতিল হয়নি। ইপিজেড ও কাস্টম নীতিমালা মেনে সঠিক প্রক্রিয়ায় শিপমেন্টের মাধ্যমে রপ্তানি করা হচ্ছে উৎপাদিত পণ্য। রপ্তানি কাজকে আরো সহজ করতে ইপিজেডের পাশে একটি রেল স্টেশন স্থাপনের দাবি জানান তিনি। এতে পণ্য পরিবহনের কাজ ব্যাপক সহজতর হবে।

 

দেশবন্ধু টেক্সটাইল মিলসের জেনারেল ম্যানেজার (উৎপাদন) মো. ইব্রাহিম আকন জানান, দেশবন্ধু টেক্সটাইল মিলসের উৎপাদিত পণ্য শতভাগ রপ্তানি হয়। বর্তমানে উইরোপের বড় দুটি দেশ এখানকার উৎপাদিত পণ্যের ভোক্তা। এর একটি হচ্ছে ইউএসএর জি-থ্রি, কসকো ও ডিকনি। অন্যটি হলো স্পেনের ম্যাঙ্গো কোম্পানি। নতুন করে আরো কয়েকটি দেশ ও কোম্পানিকে যুক্ত করার জোর চেষ্টা চলছে। এর মধ্যে ইউকের প্রাইমার্ক কোম্পানিটি মোটামুটি আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, বর্তমানে যে কয়টি কোম্পানির অর্ডার রয়েছে তা ডেলিভারি দিতে হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, কারখানায় বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। অটো সেটআপ মেশিন স্থান পেয়েছে দেশবন্ধু টেক্সটাইল মিলে; যা দেশের হাতে গোনা কয়েকটি কারখানায় ব্যবহৃত হয় বলে মন্তব্য করেন তিনি। সবমিলে অনেক শ্রমিকের কাজ অনেক কম সময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। তারপরেও দেশবন্ধু টেক্সটাইল মিলের নতুন আমদানিকারক যুক্ত হলে কারখানার পরিধি ও দক্ষ কর্মী আরো বাড়াতে হবে। সে লক্ষ্যে নতুন আরো একটি প্লটে নতুন একটি শেড স্থাপনের কাজ চলছে। এই কাজকে আরো দ্রুত এগিয়ে নিতে মোটা অঙ্কের টাকার প্রয়োজন। সহজ শর্তে ব্যাংক লোন পেলে উত্তরা ইপিজেডের এই কারখানাকে বিশ্বের অন্যতম কারাখানায় রূপান্তর করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

 

দেশবন্ধু টেক্সটাইল মিলসের হেড অব এইচ আর, এডমিন অ্যান্ড কমপ্লাইন্স মো. আশরাফ উল্লাহ বলেন, দেশবন্ধু টেক্সটাইল মিলস বিদেশে পোশাক রপ্তানি করার মাধ্যমে দেশের অর্থনীতিতে যেমন অবদান রাখছে, তেমনই মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে উত্তরবঙ্গের কর্মসংস্থান ব্যাপকহারে সৃষ্টি হয়েছে। এক কথায় দেশবন্ধু গ্রুপের মতো কোম্পানির কারণে অতি দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, উত্তবঙ্গের দরিদ্র দূর করতে ব্যাপক ভূমিকা রেখেছে উত্তরা ইপিজেড। বর্তমানে ২৬০ একর জায়গাজুড়ে গড়ে উঠেছে ইপিজেডটি। এই ইপিজেডের ব্যাপক চাহিদার কারণে এর আকার আরো বেড়ে প্রায় ৩০০ একর হচ্ছে। বর্তমানে ২৩টি কারখানায় প্রায় ৪০ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করছে। সমগ্র উত্তরা ইপিজেডের কাজ তরানিত্ব করতে ও রপ্তানি কার্যক্রম দ্রুতগতিতে সম্পন্ন করতে উত্তরবঙ্গের অবকাঠামো আরো সংস্কার ও উন্নয়ন দরকার।

 

তিনি বলেন, এলাকায় পোশাক শ্রমিক অহরহ থাকলেও দক্ষ কর্মীর বড় অভাব রয়েছে। কারণ গার্মেন্টে অনেক সুক্ষ কাজ রয়েছে যা বাস্তবায়ন করতে দক্ষ কর্মীর বিকল্প নেই। কিন্তু সমস্যা হচ্ছে এ এলাকায় সে ধরনের সুযোগ কম উল্লেখ করে তিনি বলেন, ঢাকা, গাজীপুর, সাভার ও আশুলিয়া এলাকায় শত শত কারখানা থাকায় চাহিদা মতো কর্মী যখন তখন পাওয়া যায়, কিন্তু এখানে সে সুযোগ নেই। কিছু কিছু কর্মীকে বাছাই করে প্রশিক্ষণের মাধ্যমে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। তবে তা পর্যাপ্ত না। এ কারণে এখানে আরো কয়েকটি কারখানা প্রতিষ্ঠিত হলে উত্তরবঙ্গের চেহারা পাল্টে যাবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, এই ইপিজেডে দেশবন্ধু টেক্সটাইলসহ মাত্র তিনটি গার্মেন্টস কারখানা রয়েছে। এখানো আরো কয়েকটি কারখানা চালু হলে গার্মেন্টস হাব হবে উত্তরা ইপিজেড। দেশবন্ধু টেক্সটাইল মিলের মার্সেনডাইজিং ম্যানেজার এফ এম শফিউল আজম জানান, দেশবন্ধু টেক্সটাইল মিলস বর্তমানে উত্তরবঙ্গের সবচেয়ে বড় পোশাক কারখানা। এখানে উৎপাদিত পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মূদ্রা অর্জন করে দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নীলফামারীর উত্তরা ইপিজেডে দেশবন্ধু টেক্সটাইল মিলসকে পরিবেশবান্ধব হিসেবে নির্মাণ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে প্রায় আট হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। তবে বর্তমানে আড়াই হাজার কর্মী কাজ করছেন। তিনি বলেন, দেশবন্ধু টেক্সটাইল কারখানায় দুই ভবনে মোট ৫৬টি লাইনের মধ্যে বর্তমানে ২৪টি লাইনে পুরোদমে উৎপাদন চলছে।

 

এখানে ব্যবহৃত কাঁচামাল বেশিরভাগই অভ্যন্তরীণ থেকে নেওয়া হয়। তবে কিছু কিছু ভারত ও চীন থেকে আমদানি করা হয়। তিনি আরো জানান, বিশ্ব মহামারি করোনায় সারাদেশের সিংহভাগ কারখার বন্ধ ছিলো। তখনো কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়নি। বরং দেশের অর্থনীতিকে বাঁচাতে স্বাস্থ্যবিধি ও সরকারি সব আইন-কানুন পরিপালন করেই উৎপাদন প্রক্রিয়া ঠিক রাখা হয়েছিল। কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দেশবন্ধু টেক্সটাইল মিলস শতভাগ রপ্তানিবান্ধব প্রতিষ্ঠান। যাতে এমব্রয়ডারি, ডেনিম গার্মেন্টস, ওয়াশিং ইউনিট এবং প্রিন্ট সুবিধা রয়েছে। প্রতিবছর এখান থেকে এক কোটি ৭৪ লাখ ৭২ হাজার পিস ডেনিম /চিনো/কার্গো প্যান্ট, আউটওয়্যার, ফেন্সি অ্যাপারেলস উৎপাদনে সক্ষমতা রয়েছে।

 

তবে বর্তমানে সব কয়টি লাইন চালু না হওয়া তে বার্ষিক উৎপাদন হচ্ছে ৬০ লাখ পিস। সর্বমোট আয়তন দুই লাখ ৭১ হাজার ২৭২ বর্গফুট। এতে ইটিপি প্ল্যান্ট ও ওয়াশিং প্ল্যান্ট সুবিধাও বাস্তবায়ন হয়েছে। দেশবন্ধু টেক্সটাইলস তার পরিবেশবান্ধব গ্রিন ফ্যাক্টরির মাvধ্যমে মনোনিবেশ করেছে যা পরিবেশ গত সমস্যা নিরসন ও জ্বালানি উৎকর্ষ বৃদ্ধি করছে।


বিভাগ : অর্থনীতি


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান আয়োজিত
রেমিট্যান্স এওয়ার্ড ২০২৪ অর্জন করেছে জনতা ব্যাংক
সাংবাদিকদের জন্য বাংলাদেশ ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালার আয়োজন
‘এনাবলার অব এক্সিলেন্স’ পুরস্কার পেয়েছে মাস্টারকার্ড
এবি ব্যাংক-অ্যাকজেনটেক চুক্তি স্বাক্ষর
আরও

আরও পড়ুন

জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান আয়োজিত

জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান আয়োজিত

সাইবার নিরাপত্তা বিষয়ে দেশের প্রথম বিশ্বমানের ব্যাচেলর’স ডিগ্রির সুযোগ নিয়ে এলো ইউসিবি

সাইবার নিরাপত্তা বিষয়ে দেশের প্রথম বিশ্বমানের ব্যাচেলর’স ডিগ্রির সুযোগ নিয়ে এলো ইউসিবি

রেমিট্যান্স এওয়ার্ড ২০২৪ অর্জন করেছে জনতা ব্যাংক

রেমিট্যান্স এওয়ার্ড ২০২৪ অর্জন করেছে জনতা ব্যাংক

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিএটিবি’র জন্য জেনারেটর সরবরাহ করবে এনার্জিপ্যাক

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিএটিবি’র জন্য জেনারেটর সরবরাহ করবে এনার্জিপ্যাক

প্রয়োজন পরিবেশ দূষণের টেকসই সমাধান : ব্যারিস্টার ফুয়াদ

প্রয়োজন পরিবেশ দূষণের টেকসই সমাধান : ব্যারিস্টার ফুয়াদ

সাংবাদিকদের জন্য বাংলাদেশ ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালার আয়োজন

সাংবাদিকদের জন্য বাংলাদেশ ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালার আয়োজন

‘এনাবলার অব এক্সিলেন্স’ পুরস্কার পেয়েছে মাস্টারকার্ড

‘এনাবলার অব এক্সিলেন্স’ পুরস্কার পেয়েছে মাস্টারকার্ড

দেশে এখনো নির্বাচনের পরিবেশ আসেনি- সিলেটে উপদেষ্টা সাখাওয়াত

দেশে এখনো নির্বাচনের পরিবেশ আসেনি- সিলেটে উপদেষ্টা সাখাওয়াত

পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তে ‘জাতীয় তদন্ত কমিশন’ গঠনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গণঅধিকার পরিষদের স্মারকলিপি

পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তে ‘জাতীয় তদন্ত কমিশন’ গঠনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গণঅধিকার পরিষদের স্মারকলিপি

এবি ব্যাংক-অ্যাকজেনটেক চুক্তি স্বাক্ষর

এবি ব্যাংক-অ্যাকজেনটেক চুক্তি স্বাক্ষর

নকলায় মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নকলায় মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেডের মহিলা কর্মী নিহত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেডের মহিলা কর্মী নিহত

টঙ্গির ইজতেমার  মাঠে সংঘর্ষে নিহত তিনজনের মধ্যে নিহত বিল্লালের বাড়ী ফরিদপুরে

টঙ্গির ইজতেমার  মাঠে সংঘর্ষে নিহত তিনজনের মধ্যে নিহত বিল্লালের বাড়ী ফরিদপুরে

হাসিনা ভোটে আস্থা রাখেননি, টিকে ছিলেন প্রশাসনে ভর করে: সারজিস আলম

হাসিনা ভোটে আস্থা রাখেননি, টিকে ছিলেন প্রশাসনে ভর করে: সারজিস আলম

রূপায়ণ প্রপার্টি এক্সপো-২০২৪ এর উদ্বোধন

রূপায়ণ প্রপার্টি এক্সপো-২০২৪ এর উদ্বোধন

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি আব্দুস সালাম খান

ইসলামিক ফাউন্ডেশনের নতুন ডিজি আব্দুস সালাম খান

দীর্ঘ ১৬ বছর পর আখাউড়ায় রাধামাধব মন্দিরের সম্মেলন

দীর্ঘ ১৬ বছর পর আখাউড়ায় রাধামাধব মন্দিরের সম্মেলন

মোদির বিতর্কিত পোস্ট, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল সরকার

মোদির বিতর্কিত পোস্ট, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল সরকার

পোস্টার মুছে দিতে চায় অনুভূতি, হবে কি মানুষের সুমতি?

পোস্টার মুছে দিতে চায় অনুভূতি, হবে কি মানুষের সুমতি?

নোবিপ্রবিতে ট্রেজারার’স রিসেপশন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে ট্রেজারার’স রিসেপশন অনুষ্ঠিত