র‌্যাব-পুলিশের বাড়াবাড়ি

Daily Inqilab ইনকিলাব

১৯ মার্চ ২০২৩, ০৮:৩৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪১ এএম

র‌্যাব, পুলিশ প্রভৃতি আইনশৃংখলা বাহিনীর এক শ্রেণির কর্মকর্তা ও সদস্যের বেপরোয়া আচরণ ও কর্মকা- ওইসব প্রতিষ্ঠানের ভাবমর্যাদাই নষ্ট করছে না, দেশের ভাবমর্যাদারও ক্ষতিসাধন করছে। বিষয়টি সকলেরই জানা; তারপরও তাদের অপকর্ম ও দৌরাত্ম্য নিরোধ করা সম্ভব হচ্ছে না। আইনশৃংখলা বাহিনীসমূহের বিরুদ্ধে সাধারণ অভিযোগ, তাদের এক শ্রেণির সদস্য বিচারবহির্ভূত হত্যাকা-, হেফাজতে হত্যা, অপহরণ, ঘুষ, চাঁদাবাজিসহ এমন কোনো অপরাধ নেই, যা করছে না। এজন্য তাদের বিচার-সাজা কিছুই হচ্ছে না। না হওয়ার কারণে তাদের অপরাধের সংখ্যা দিনকে দিন বাড়ছে। গতকালই দেশের বিভিন্ন পত্রিকায় খবর আছে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র‌্যাবের অভিযানের সময় একজন বৃদ্ধ গুলিবিদ্ধ হয়ে নিহত ও অপর একজন আহত হয়েছে। র‌্যাবের তরফে বলা হয়েছে, আত্মরক্ষার জন্য র‌্যাব গুলি চালাতে বাধ্য হয়, যাতে ওই হতাহতের ঘটনা ঘটেছে। খবরে উল্লেখ করা হয়েছে, র‌্যাবের দলটি সাধারণ মানুষের পোশাকে হত্যা মামলার আসামি ধরতে সেখানে গিয়েছিল। এনিয়ে গ্রামবাসী ও র‌্যাব সদস্যদের তর্ক-বির্তকও হয়। নিহতের স্ত্রীর দাবি, তার স্বামীকে মারধর করার পর গুলি করা হয়। পর্যবেক্ষকদের মতে, র‌্যাবের সদস্যদের সাধারণ মানুষের পোশাকে যাওয়ার কথা নয়। এ কারণে গ্রামবাসীর মধ্যে ভুলবুঝাবুঝি সৃষ্টি হয়। ডাকাত ভেবে ৯৯৯ নম্বরে ফোনও করে একজন গ্রামবাসী। নিহত ব্যক্তি টুকরি বোনার কাজ করতো। তার পরিবার অপরিসীম শোকের পাশাপাশি গভীর অনিশ্চয়তায় পড়লো। বিচারবহির্ভূত হত্যাকা-সহ বিভিন্ন অভিযোগে যুক্তরাষ্ট্র র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও অনুরূপ নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রচেষ্টার জবাবে যুক্তরাষ্ট্রের তরফে বলা হয়েছে, তারা পর্যবেক্ষণ করছে। এমতাবস্থায়, র‌্যাবের হাতে যদি হত্যাকা- হতে থাকে কিংবা তার আচরণ ও কর্মের মধ্যে কোনো ইতিবাচক পরিবর্তন না আসে, তবে কীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা করা যায়?

পুলিশের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। হত্যা-নির্যাতন থেকে শুরু করে ছিনতাই-রাহাজানি পর্যন্ত সব কিছুর অভিযোগই রয়েছে। গতকালেরই খবর, মাহিয়া মাহি নামের একজন চিত্র নায়িকাকে পুলিশের ভাবমূর্তি ক্ষুণœ করার অভিযোগে দুপুরে গ্রেফতার করে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। কয়েক ঘণ্টা পরে আদালত তার জামিন মঞ্জুর করলে তিনি মুক্ত হন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হয়েছে। তিনি ওইদিন সউদী আরব থেকে দেশে আসেন এবং বিমানবন্দরেই তাকে পুলিশ গ্রেফতার করে। জানা গেছে, মাহিয়া মাহি অন্তসত্তা। একজন অন্তসত্তা মহিলা, যিনি সেলিব্রোটিও বটেন, তার গ্রেফতারে এত ‘দায়িত্ববোধের পরিচয়’ থেকে বলতে হয়, এরূপ দায়িত্ববোধ তো অনেকক্ষেত্রেই দেখা যায় না। পর্যবেক্ষকদের মতে, এখানে এক ধরনের বাড়াবাড়ির নজির স্থাপন করা হয়েছে। অনেকে বলেন, পুলিশের একাংশ নিজেদের দেশের রাজা মনে করেন। কোনো কিছু তোয়াক্কা করার প্রয়োজন তারা দেখান না। ক’দিন আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশ যে চন্ড আচরণ ও তা-ব প্রদর্শন করেছে, তা মানুষকে বিস্মিত ও হতবাক করেছে। নির্বাচনকেন্দ্র থেকে একটি বিশেষ দলের ভোটার আইনজীবীদের জোর করে বের করে দিয়েছে। ঠেলা-ধাক্কা তো দিয়েছেই। আর সাংবাদিকদের বেধড়ক পিটিয়েছে। তাদের ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম কেড়ে নিয়েছে। দেশটা কি মগের মুল্লুক হয়ে গেছে যে, পুলিশ যখন তখন যা-ইচ্ছা তাই করতে পারবে? স্মরণ করা যেতে পারে, সরকারি দলের সমর্থক কিছু আইনজীবী ও পুলিশ একজোট হয়ে আদালত অঙ্গনকে কলুষিত করেছে এবং নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে দিয়েছে। এতে সার্বিক বিবেচনায় যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।

একটা দেশের আইনশৃংখলা, শান্তি-নিরাপত্তা, শাসন-বিচার নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের প্রয়োজনীয়তা, গুরুত্ব ও ভূমিকা বলার অপেক্ষা রাখে না। যে কোনো দেশ অনেক কিছু না হলেও চলতে পারে। কিন্তু পুলিশ ছাড়া চলতে পারে না। পুলিশের এই অপরিহার্যতা স্বীকার করেও অনেকে মনে করেন, ‘শূন্য গোয়াল ভালো, দুষ্ট ষাঁড়ের চেয়ে’। এটা অবশ্য ক্ষোভের কথা; আসল কথা নয়। আসল কথা, পুলিশ আমাদের জীবনেরই অংশ। অবশ্যই তা ‘জেন্টেলম্যান পুলিশ’, ‘জনবান্ধব পুলিশ’। অন্যায়-অত্যাচার, আতংক-ভীতি, জোর-জবরদস্তি সব সমাজেই আছে কমবেশি। এসব থেকে সমাজকে মুক্ত রাখা, মানুষের জীবন যাপন স্বচ্ছন্দ্য, স্বাভাবিক ও নিরাপদ রাখা পুলিশের দায়িত্ব ও কর্তব্য। এজন্য পুলিশকে হিতৈষি ও সহৃদয় হতে হবে। হতে হবে ন্যায়পরায়ণ, সৎ, কর্তব্যনিষ্ঠ, নির্মোহ ও নিরপেক্ষ। এই সব গুণাবলী আমাদের পুলিশের সবার মধ্যে নেই। অনেকেরই মধ্যেই দলান্ধতা, লোভ, হিংসা, নিষ্ঠুরতা, ক্ষমতাপ্রিয়তা এবং কোনো কিছু বেতোয়াক্কা করার প্রবণতা লক্ষ করা যায়। এদের জন্যই প্রতিষ্ঠান হিসেবে পুলিশের এত অখ্যাতি। অথচ, ব্যক্তির অপরাধের দায় প্রতিষ্ঠানের ওপর পড়তে পারে না। ব্যক্তির অপরাধের যথাযথ বিচার দ্রুত হলে প্রতিষ্ঠান নিস্কলুষ থাকতে পারে। দুর্ভাগ্য যে, আমাদের দেশের অপরাধী র‌্যাব-পুলিশ সদস্যের উপযুক্ত বিচার ও শাস্তি হয় না। বলার অপেক্ষা রাখে না, অর্থনৈতিক উন্নতি, ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি, উন্নয়ন, বিনিয়োগ ইত্যাদি শান্তি ও সুষ্ঠু আইনশৃংখলার অভাবে ব্যহত ও বাধাগ্রস্ত হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রফতানিপণ্য বছরের পর বছর ধরে চুরি ও লুট হচ্ছে। অথচ, পুলিশ চোর-লুটেরাদের দমন করতে পারছে না। অভিযোগ রয়েছে, এর সঙ্গে পুলিশের একশ্রেণির সদস্যের হাত রয়েছে। এরকম অভিযোগ রাস্তাঘাট, মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদির ক্ষেত্রেও রয়েছে। চাঁদাবাজি, কমিশনবাজি, তোলাবাজি সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। সার্বিক পরিস্থিতির এই প্রেক্ষাপটে আইনশৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীগুলোকে নিয়ন্ত্রণ ও দায়িত্বশীল করার বিকল্প নেই।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জুসের নামে আমরা কী খাচ্ছি?
দ্বৈত নাগরিকত্বের সুযোগে অর্থপাচার
দক্ষ জনশক্তি রফতানিতে অগ্রাধিকার দিতে হবে
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের প্রচেষ্টা
পারিবারিক বন্ধন জোরদার করুন
আরও
X

আরও পড়ুন

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

রাউজানে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা

রাউজানে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা

দৌলতখানে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

দৌলতখানে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল

এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, নিহত ১০

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, নিহত ১০

সিরিয়ার লাতাকিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

সিরিয়ার লাতাকিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

ট্রাম্পের নির্বাহী আদেশে ৭টি সরকারি সংস্থা বিলুপ্তির পথে

ট্রাম্পের নির্বাহী আদেশে ৭টি সরকারি সংস্থা বিলুপ্তির পথে

দুইবার লিড নিলেও আত্মঘাতী গোলে ম্যানসিটির ড্রয়ের হতাশা

দুইবার লিড নিলেও আত্মঘাতী গোলে ম্যানসিটির ড্রয়ের হতাশা

ব্যাংককে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে ধসে নিহত ৫

ব্যাংককে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে ধসে নিহত ৫

কুরস্ক মুক্ত করছে রাশিয়া

কুরস্ক মুক্ত করছে রাশিয়া

সংসদে যান সেখানেই হবে মূল সংস্কার : নাহিদকে ফারুক

সংসদে যান সেখানেই হবে মূল সংস্কার : নাহিদকে ফারুক

ইতিমধ্যে বাজারে ছেড়েছে ৪০ লাখ টাকা

ইতিমধ্যে বাজারে ছেড়েছে ৪০ লাখ টাকা

ইউরোপে অবৈধ অভিবাসী প্রবেশ কমেছে ২৫ ভাগ

ইউরোপে অবৈধ অভিবাসী প্রবেশ কমেছে ২৫ ভাগ

আইন শৃঙ্খলার উন্নতিতে আরো কঠোর হতে হবে খেলাফত মজলিস

আইন শৃঙ্খলার উন্নতিতে আরো কঠোর হতে হবে খেলাফত মজলিস

আড়াইহাজারে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

আড়াইহাজারে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবিতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা

ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবিতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা

ধর্মীয় ও নৈতিক শিক্ষাই সমাজকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে

ধর্মীয় ও নৈতিক শিক্ষাই সমাজকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে

গণমিছিল স্থগিত করেছে বামপন্থী সংগঠনগুলো

গণমিছিল স্থগিত করেছে বামপন্থী সংগঠনগুলো

‘রমজান আসে কুপ্রবৃত্তিকে দমন করে মানুষকে পরিশীলিত করতে’

‘রমজান আসে কুপ্রবৃত্তিকে দমন করে মানুষকে পরিশীলিত করতে’

বন্দরে গার্মেন্টসে ডাকাতির ঘটনায় বিএনপি নেতার গাড়ি চালক গ্রেফতার

বন্দরে গার্মেন্টসে ডাকাতির ঘটনায় বিএনপি নেতার গাড়ি চালক গ্রেফতার