আইএমএফ প্রতিনিধিদলকে সঠিক তথ্য দিতে হবে
২৮ এপ্রিল ২০২৩, ০৭:৪৫ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১৯ এএম
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ নিয়ে বাংলাদেশ শর্ত পূরণ করছে কিনা তা পর্যবেক্ষণ করতে ঢাকা সফর করছে সংস্থাটির একটি প্রতিনিধি দল। তারা বাংলাদেশ কী পরিমাণ বৈদেশিক ঋণ নিয়েছে তার ডাটাবেইজের তথ্য চেয়েছে। এছাড়া ডাটাবেইজে কোন পদ্ধতি ব্যবহার করা হয়, সেটিও জানতে চেয়েছে। গত বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে এক বৈঠকে এসব তথ্য জানতে চেয়েছে আইএমএফের সদস্যরা। পত্রিকান্তরে জানা যায়, ইআরডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রতিনিধি দল রাশিয়ার সঙ্গে এডজাস্টমেন্ট অ্যাকাউন্ট খুলেছে কিনা, তাও জানতে চেয়েছে। আমরা বলেছি, সেটি খোলা হয়েছে। এছাড়া সংশোধিত উন্নয়ন বাজেট নিয়ে জানতে চেয়েছে তারা। জানা গেছে, আইএমএফের ঋণ নিতে ছোট-বড় ৩৮টি শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে। শর্তগুলোর মধ্যে বেশির ভাগই আর্থিক খাতের সঙ্গে সম্পর্কযুক্ত। আর্থিক খাতের মধ্যে আবার বড় অংশ জুড়ে রয়েছে ব্যাংক খাত। যার মধ্যে উল্লেখযোগ্য অংশ রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে। প্রতিনধিদল ও ইআরডি’র মধ্যে বৈঠকে গত মার্চ পর্যন্ত অর্জন এবং আগামী জুন ও সেপ্টেম্বরের মধ্যে যেগুলো বাস্তবায়ন করতে হবে সেগুলোর বাস্তবায়ন পরিস্থিতি যাচাইসহ ২০২৪ সালের জুনের মধ্যে যেসব শর্ত বাস্তবায়নের অঙ্গীকার করেছে সরকার সেগুলো বাস্তবায়নের জন্য আগামী বাজেটে কী কী উদ্যোগ থাকছে, তা পর্যালোচনা করা হবে।
করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দা ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক মন্দাবস্থার সৃষ্টি হয়েছে তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। অর্থনৈতিক মন্দাবস্থার অবনতি ঠেকাতে সরকার আইএমএফের কাছে ঋণ চায়। আইএমএফ তাতে সাড়া দিয়ে গত ৩০ জানুয়ারি ৪৭০ কোটি ডলার ঋণ প্রস্তাব অনুমোদন করে। এর মধ্যে এক্সটেনডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ) বা বর্ধিত ঋণসুবিধা ও এক্সটেনডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএএফএফ) বা বর্ধিত তহবিল সুবিধার আওতায় ৩৩০ কোটি ডলার এবং নতুন গঠিত তহবিল রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় আরও ১৪০ কোটি ডলারের ঋণ অনুমোদন করা হয়। ঋণ প্রস্তাব অনুমোদনের তিনদিন পরই আইএমএফ প্রথম কিস্তিতে ছাড় করে ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার। সংস্থাটি ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে মোট ৭ কিস্তিতে ঋণের পুরো অর্থ দেবে। এই ঋণের শর্ত যথাযথভাবে পূরণ করা হচ্ছে কিনা, তা যাচাই করার জন্য আইএমএফের প্রতিনিধি দল নিয়মিত মনিটরিং করছে। এর অংশ হিসেবেই সংস্থাটির প্রতিনিধি দল এসেছে। পর্যবেক্ষকরা মনে করছেন, আইএমএফের শর্ত পূরণের প্রভাব জনজীবনে পড়েছে। জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি তার অন্যতম। কৃষিতে ভর্তুকি কমানোসহ সারের দাম বৃদ্ধিও তার অংশ বলে মনে করছেন তারা। বলার অপেক্ষা রাখে না, যেসব প্রতিষ্ঠান ঋণ প্রদান করে, তাদের শর্ত ঋণগ্রহীতাকে পূরণ করতে হয়। আইএমএফ বাংলাদেশের জন্য যে ঋণ অনুমোদন করেছে, তা কিস্তিতে দেয়া হবে এবং সংস্থাটির শর্ত পূরণ করছে কিনা, তা নিয়মিত মনিটরিং হবে। শর্তে গরমিল থাকলে বা সংস্থাটি সন্তুষ্ট না হলে পরবর্তী কিস্তি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিতে পারবে। এদিকে, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের ঘোষণায় বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে মদদ দেয়ায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল টিকাদার রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমকে। ফলে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র যথাসময়ে বাস্তাবয়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এতে সময় এবং ব্যয় দুটোই বাড়তে পারে।
আইএমএফের প্রতিনিধি দল ঋণ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, তা সরেজমিনে দেখতে বাংলাদেশে এসেছে। এক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সঠিক তথ্য তাদের দেয়া উচিৎ। তা নাহলে, সমস্যা সৃষ্টি হতে পারে, এমনকি ঋণ পাওয়া বাধাগ্রস্ত হতে পারে। পর্যবেক্ষকরা মনে করছেন, পরিসংখ্যান দিয়ে দেশের মানুষকে বোঝানো যাবে, তবে বেঠিক তথ্য দিয়ে আইএমএফ বা বিদেশি কোনো ঋণদাতা সংস্থাকে বোঝানো সম্ভব নয়। এজন্য সংশ্লিষ্ট সকলের সতর্ক থাকা জরুরি, যাতে আইএমএফের প্রতিনিধিদল অসন্তোষ প্রকাশ না করে। আমরা মনে করি, আইএমএফের ঋণ অব্যাহত রাখা এবং তার যথাযথ ব্যবহারে সংশ্লিষ্ট সকলে আন্তরিকতার সাথে কাজ করবে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রূপপুর বিদ্যুৎকেন্দ্র যথাসময়ে বাস্তবায়ন নিয়ে যে শঙ্কার সৃষ্টি হয়েছে, তা কাটাতে সরকারের নীতিনির্ধারকদের বিশেষভাবে চিন্তা করতে হবে। নিষেধাজ্ঞা এড়িয়ে ভারত, মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশসহ বিশ্বের অন্যান্য দেশ কিভাবে রাশিয়ার সাথে বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা পর্যবেক্ষণ করে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র
মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়
নাট্যকার হুমায়ূন আহমেদ