ঢাকা   শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ | ১ অগ্রহায়ণ ১৪৩১

বড় নোট-ছোট নোটের সমস্যা

Daily Inqilab আফতাব চৌধুরী

০৩ মে ২০২৩, ০৭:২২ পিএম | আপডেট: ০৪ মে ২০২৩, ১২:০১ এএম

বেশিরভাগ শহরে এটিএম বুথ রয়েছে। টাকা তোলার ঝামেলা এখন আর আগের মতো নেই। যখন ইচ্ছা তখনই টাকা তোলা যায়। তা একদিন জনৈক ভদ্রলোক এটিএম বুথে এলেন টাকা তুলতে। কার্ড পাঞ্চ করে, সিক্রেট কোড নম্বর টাইপ করে দশ হাজার টাকার উইথড্রল দিলেন। খানিক বাদে মেশিন থেকে দশ হাজার টাকা বের হলো। টাকা হাতে নিয়ে দেখেন ৫০০ টাকার নোট উনিশটি ও ১০০ টাকার নোট পাঁচটি। বেতন তুলতে গিয়ে এমন অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। ছোট-বড় সব উইথড্রলে বড় নোটের আধিক্য বেশি থাকে। যে পরিমাণ টাকাই উঠানো হোক না কেন, নব্বই শতাংশ থাকবে এক হাজার বা পাঁচশ টাকার মতো বড় নোট। অবশিষ্ট ১০ শতাংশ হয়তো মিলবে একশ টাকার নোট।

প্রতিষ্ঠিত নামিদামি একটি ব্যাংকের জমা তহবিল থেকে তুলতে ব্যাংকের ব্রাঞ্চে প্রতিমাসেই আসেন আব্দুল মালিক। এ মাসের পাঁচ তারিখেও আসলেন। ১৫,০০০ টাকা তুলবেন। কাউন্টারের পেমেন্ট ক্লার্ক পনেরোটি এক হাজার টাকার নোট দিলেন। বার কয়েক অনুরোধ করেও ১০০ টাকার একটি নোট পাননি। খুব চেনা জানা না থাকলে আজকাল ব্যাংক থেকে একশ বা পঞ্চাশ টাকার নোট পাওয়া যায় না।

অফিসে যাতায়াত, বাজার করা থেকে শুরু করে হরেক রকম কাজে হামেশাই ছোট নোটের দরকার পড়ে। একটি এক হাজার টাকার নোট নিয়ে এক ব্যাংকে ভাঙাতে গিয়েছিলেন এক প্রবীণ শিক্ষক। ‘নেই’ বলে হাসিমুখে তাকে ফিরিয়ে দিলেন কাউন্টারে থাকা ব্যাংককর্মী। ২, ৫, ১০ টাকার নোটের জোগান ব্যাংকেও কম বলে জানিয়ে শিক্ষককে বিদায় দিলেন।

দিন কয়ক আগের কথা। পেশায় বিমাকর্মী এক ভদ্রলোক এসেছেন স্কুটারে পেট্রোল কিনতে। লাইনে দাঁড়িয়ে তিন লিটার পেট্রোলের জন্য কাউন্টারের লোকটার হাতে তিনি ৫০০ টাকার একটা নোট দিলেন। টাকাটা হাতে নিয়ে পাল্টে দিতে বললেন কাউন্টারের মাঝবয়সী লোকটা। কেন পাল্টাতে হবে, জানতে চাইলে কর্কশ স্বরে উত্তর এল-এটা জাল নোট। কেন এটাকে জাল বলা হলো, জানতে চাইলেন বিমাকর্মী। বাদানুবাদ শুনতে পেয়ে পাশের রুম থেকে বেরিয়ে এসে টাকাটা হতে নিয়ে দেখলেন পাম্প-মালিক। এরপর ধমকের সুরে কর্মচারীকে নোটটা রেখে বাকি টাকা ফেরত দিতে বললেন।

সুলতান উদ্দীন বাজারে এসেছেন বাজার করতে, বাজেট ৮০ টাকা। অল্প শাকসবজি নিয়েছেন। ১৫ টাকার আলু চেয়ে শেষ সম্বল ২০ টাকার নোটটা দোকানির দিকে বাড়িয়ে দিলেন। দোকানি ২০ টাকার আলু দেবার প্রস্তাব দিলেন। এ প্রস্তাবে রাজি না হয়ে পাশের দোকানে এসে হাজির হলেন সুলতান উদ্দিন। পাঁচ টাকা নেই, একই উত্তর শুনতে হলো। পরে বাধ্য হয়ে ২০ টাকার আলু নিলেন।

টাকা নিয়ে টানাপোড়নের এ ঘটনাগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। ছোট নোটের আকালের কারণে এখন বাজার করা কঠিন হয়ে পড়েছে। ফাপড়ে পড়ছে ক্রেতা ও বিক্রেতা। অপরদিকে বড় নোট নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটা সন্দেহের বাতাবরণও সৃষ্টি হয়েছে। আর এর মূল হচ্ছে বাজারে জাল নোটের ছড়াছড়ি। বিক্রেতারা স্বভাবতই অতিরিক্ত সতর্ক। একশ শতাংশ নিশ্চিত না হয়ে কোনো বড় নোট কেউ নিতে রাজি হচ্ছে না। কিন্তু ছোট নোটগুলোর ক্ষেত্রে এ ধরনের সমস্যা নেই বললেই চলে। স্বভাবতই প্রশ্ন উঠে, ছোট নোটের এত সুবিধা স্বত্ত্বেও বাজারে এগুলোর ঘাটতি কেন?

বর্তমান বাংলাদেশের অর্থনীতি কমবেশি বাড়ছে। বাড়ছে মাথাপিছু গড় আয়। ফলে দ্রব্য ও সেবার চাহিদাও বাড়ন্ত। বৃদ্ধির এ উচ্চহারের সাথে সঙ্গতি রেখেই অর্থের বাজারে ১০০০ বা ৫০০ টাকার মতো বড় নোটের চাহিদা বাড়ছে। অপরদিকে এদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে আগুন।

আয় বণ্টনেও বৈষম্য বাড়ছে তাই দারিদ্রের প্রকোপও ক্রমবর্ধমান। বাংলাদেশিরা নগদ টাকার বিনিময়েই বাজারে কেনাকাটা করে। তাঁরা ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহার এখনো খুব বেশি করে না। এ কারণেই দেশের অর্থনীতিতে নগদের প্রাধান্য পুরোমাত্রায় রয়ে গেছে। এ ধরনের নগদ প্রাধান্য অর্থনীতিতে বড় বড় নোটের বাড়াবাড়ি রকমের উপস্থিতি সাধারণ মানুষকে সমস্যায় ফেলে দিচ্ছে। সমস্যা আরো জটিল হচ্ছে টাকার অবমূল্যায়নের কারণে।

ইদানীং এ কথাটা প্রায়ই শোনা যায়, দশ টাকায় এখন কিছুই মেলে না। সাত আট বছর আগে এক টাকার ক্ষেত্রে কথাটা প্রযোজ্য ছিল। এর অর্থ হলো টাকার মূল্যে ধস নামছে।

বাজারে বড় নোটের আধিক্য অর্থের বাজারের আর একটি দুর্বলতাকে প্রকাশ করে। এটি দুর্বল আর্থিক সংযুক্তিকরণকে ইঙ্গিত করে। এর থেকে বুঝা যায় লেনদেনের বিকল্প চ্যানেলগুলোর উপস্থিতির ঘাটতি রয়েছে। বিকল্প চ্যানেলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড। উন্নত দেশগুলোতে ভোক্তারা বড় বড় কেনাকাটার জন্য কার্ড ব্যবহার করে থাকে। আর ছোট ছোট লেনদেনের জন্য ছোট নোটগুলো ব্যবহার করে। তাই উন্নত দেশগুলোতে বড় নোটের চাহিদা তলানিতে এসে ঠেকেছে।

উন্নত দেশগুলোতে ছোট ছোট নোটগুলোকে বাজারে বেশি বেশি করে ছাড়া হচ্ছে। বড় নোটগুলোকে ক্রমেই বাজার থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। বাজারে বড় নোটের দাপট বেশি থাকলে সমাজে অপরাধ, দুর্নীতির প্রকোপ বাড়ে। জাল নোট বাজারে ছাড়ার সুযোগ বাড়ে। কিছুদিন আগে ব্রিটেনে পাঁচশত পাউন্ডের নোট বাজার থেকে তুলে নেয়া হয়েছে। বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে, অপরাধ জগতের সাথে বড় নোটের সংযোগ বেশি হয়। এ সব কারণেই আমেরিকাতে ১০০ ডলারের চাইতে বড় নোট বাজারে ছাড়া হয় না।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র
মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?
অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়
মূল্যস্ফীতি রোধে জরুরি পদক্ষেপ নিতে হবে
যৌথবাহিনীর অভিযান জোরদার করতে হবে
আরও

আরও পড়ুন

জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ

জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ

বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান

বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান

গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর

গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর

ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি

ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি

ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬

ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬

জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি

জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি

দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড

গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড

যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা

যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা

আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান

আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান

প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ

প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ

অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি

অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী

ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র

পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র

মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?

মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়

অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়

নাট্যকার হুমায়ূন আহমেদ

নাট্যকার হুমায়ূন আহমেদ