ময়মনসিংহের নদ-নদী
১৯ আগস্ট ২০২৩, ০৮:৩৪ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
নদ-নদীকে কেন্দ্র করে সভ্যতার বিকাশ ঘটেছে। বাংলাদেশসহ পৃথিবীর বড় বড় নগরী গড়ে উঠেছে নদীর তীরে। স্থল ও আকাশ পথে যানবাহনকেন্দ্রিক নগরায়নের আধুনিক যুগেও জীবন-জীবিকায় নদ-নদীর প্রভাব অপরিসীম। উপরন্তু নদীর সঙ্গে মানুষের সুখ-দুঃখ, আবেগ, ভালোবাসা জড়িত রয়েছে। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পৃথিবীতে ১৬৫টি বড় বা প্রধান নদী আছে। পৃথিবীর মোট আয়তন (৫১,০১,০০,৫০০ বর্গ কিলোমিটার) এর ৭১ শতাংশ পানি। আর মাত্র ২৯ শতাংশ স্থল। বাংলাদেশে প্রায় ৭০০টি নদ-নদী বিপুল পানিরাশি নিয়ে (উপনদী ও শাখা নদীসহ) ২২,১৫৫ বর্গ কি.মি. জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহমান। আরও আগে এ দেশে নদীর সংখ্যা ছিল ১,২০০টি। অপরিকল্পিত ইন্টারভেনশনসহ বিভিন্ন কারণে দেশের প্রায় ২৩০টি নদী এখন মৃতপ্রায়। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও নদীপথ অতীব গুরুত্বপূর্ণ। যানজট নিরসনের উপায় হিসেবে নৌপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। নদীকেন্দ্রিক সাহিত্য-সংস্কৃতিতেও বাংলাদেশের সমৃদ্ধি, সুখ্যাতি আছে।
সড়ক ও রেলপথের চেয়ে পণ্য পরিবহন খরচ নৌপথে অনেক কম। এক পরিসংখ্যানে জানা গেছে, দেশে প্রতি টন কার্গো পরিবহনে প্রতি কিলোমিটারে যেখানে সড়কপথে ব্যয় সাড়ে চার টাকা, রেলপথে এই খরচ আড়াই টাকা। বিপরীতে নৌপথে খরচ মাত্র এক টাকা।
১৭৯১ সালে সেহড়া মৌজায় নাসিরাবাদ নাম দিয়ে ময়মনসিংহ জেলা শহরের পত্তন হয়। আর ১৮৬৯ সালে নাসিরাবাদ পরে ১৯০৫ সালে নাসিরাবাদ পাল্টে ময়মনসিংহ রাখা হয়। মিউনিসিপ্যালিটি নামে পৌরসভা গঠিত হয়। এটি বঙ্গদেশে প্রথম এবং উপমহাদেশে ছিল দ্বিতীয় পৌরসভা। অতি প্রাচীন ও ইতিহাস সমৃদ্ধ ময়মনসিংহ শহর তার উত্তর বরাবর প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরেই অবস্থিত। উইকিপিডিয়ার তথ্যানুযায়ী ৪২টি নদ-নদী দ্বারা ময়মনসিংহ একসময় পরিবেষ্টিত ছিল। এর মধ্যে ময়মনসিংহে বর্তমানে নদী রয়েছে মাত্র ২৪টি। বর্তমান মানুষের অতি বুঝ-ব্যবস্থা আর অতি আধুনিক হওয়ার প্রবণতায় হারিয়ে যেতে বসেছে সেসব নদ-নদী। বিশেষ করে পুরাতন ব্রহ্মপুত্র, ধনু, ধলেশ্বরী, বংশী ও কংস নদীসহ অন্যান্য নদী এ অঞ্চলকে দিয়েছে বিশেষ স্বাতন্ত্র্য।
১। মগড়া নদী: ময়মনসিংহের নেত্রকোনাকে দুই ভাগে বিভক্ত করে প্রবাহিত নদীর নাম মগড়া নদী, যা ‘ধলাই’ নদী নামেও পরিচিত। নেত্রকোনার দুই অংশের যোগাযোগের জন্য ৭টি সেতু আছে। এটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার অন্যতম নদী। নদীটির দৈর্ঘ্য ১২০ কি.মি., গড় প্রস্থ ৭৭ মিটার।
২। কংস নদী: ফুলপুর, নালিতাবাড়ি, হালুয়াঘাট, ধোবাউড়া, পূর্বধলা, দূর্গাপুর, নেত্রকোনা সদর, বারহাট্টা, মোহনগঞ্জ ও ধর্মপাশা উপজেলার ওপর দিয়ে প্রবাহিত নদী হলো কংস। এ নদীটি বাউলাই বা ভোগাই-কংস নদী নামেও পরিচিত। নদীটির দৈর্ঘ্য ২২৮ কি.মি ও গড় প্রস্থ ৯৫ মিটার।
৩। নিতাই নদী: ময়মনসিংহ ও নেত্রকোনার একটি নদী। নিতাই নদীর উৎস খাসিয়া জৈন্তিয়া পাহাড়। ভোগাই-কংস নদী এর মোহনা। নদীটির দৈর্ঘ্য ৩৬ কি.মি. ও গড় প্রস্থ ৭৪ মিটার।
৪। চেল্লাখালি নদী: চেল্লাখালি নদী শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সীমান্ত দিয়ে পার্শ¦বর্তী উপজেলা নালিতাবাড়ির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভোগাই নদীতে মিলেছে। নদীটির দৈর্ঘ্য ২৫ কি.মি, গড় প্রস্থ ৫২ মিটার। উৎস মেঘালয়।
৫। সোমেশ্বরী নদী: নেত্রকোনার দূর্গাপুর উপজেলা দিয়ে প্রাবাহিত সোমেশ্বরী নদী। নদীটির দৈর্ঘ্য ৫০ কি.মি., গড় প্রস্থ ১১৪ মিটার। গারো পাহাড় এর উৎস এবং ভোগাই নদী তার মোহনা।
৬। আইমন নদী: আয়মন বা আইমন নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের জামালপুর ও ময়মনসিংহ জেলার একটি নদী। দৈর্ঘ্য ২০ কি.মি. ও গড় প্রস্থ ৫২ মিটার।
৭। ঝিনাই নদী: ঝিনাই নদী দেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের শেরপুর, জামালপুর ও টাঙ্গাইল জেলার একটি নদী। দৈর্ঘ্য ১৩০ কি.মি. ও গড় প্রস্থ ৭৬ মিটার।
৮। জিঞ্জিরাম নদী: জিঞ্জিরাম নদী রাজীবপুর হয়ে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন বাহাদুরাবাদ ইউনিয়নের বাছেতপুরে (পশ্চিম) প্রবাহিত। এটিকে বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদীও বলে। দৈর্ঘ্য ৫৫ কি.মি. এবং গড় প্রস্থ ১০৭ মিটার। নদীটির উৎস মেঘালয় ও মোহনা পুরাতন ব্রহ্মপুত্র।
৯। নরসুন্দা নদী: নরসুন্দা বা নাগচিনি নদী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার একটি নদী। কিশোরগঞ্জ জেলা শহর এবং নান্দাইল ও ঈশ্বরগ্রাম উপজেলার শহর এ নদীর তীরে অবস্থিত। দৈর্ঘ্য ৫৭ কি.মি., গড় প্রস্থ ৮০ মিটার।
১০। সুতিয়া নদী: সুতিয়া নদী ময়মনসিংহ জেলার সদর উপজেলা ত্রিশাল ও গফরগাঁও উপজেলার একটি নদী। দৈর্ঘ্য ৯৮ কি.মি. গড় প্রস্থ ৬১ মিটার।
১১। গুনাই নদী: গুনাই বা গোমাই বা গুমাই নদী (এঁহধর জরাবৎ) নেত্রকোনা জেলার দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলার একটি নদী। দৈর্ঘ্য ৪৪ কি.মি. ও গড় প্রস্থ ২০ মিটার।
১২। কাঁচামাটিয়া নদী: কাঁচামাটিয়া নদীটি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ও সরিষা বিল এবং পার্শ্ববর্তী নিচু এলাকা থেকে উৎপন্ন হয়ে নান্দাইল উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে পতিত হয়েছে। দৈর্ঘ্য ৪৬.৭৫ কি.মি এবং গড় প্রস্থ ১১৭ মিটার।
১৩। মাহারি নদী: মাহারি নদী ময়মনসিংহ জেলার সদর ও ত্রিশাল উপজেলার একটি নদী। দৈর্ঘ্য ৩৭ কি.মি. ও গড় প্রস্থ ৬০ মিটার।
১৪। বানার নদী: বানার নদীটি জামালপুর সদর উপজেলার বানার ফুলবাড়িয়া উপজেলায় কলমদারী এবং ত্রিশাল উপজেলার বানার নামে পরিচিত। দৈর্ঘ্য ৬৯ কি.মি., গড় প্রস্থ ৪৩ মিটার। নদীটির মোহনা খিরো নদী এবং উৎস্য পুরাতন ব্রহ্মপুত্র।
১৫। খিরো নদী: উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ময়মনসিংহ জেলার একটি নদী খিরো নদী। দৈর্ঘ্য ৪৫ কি.মি., গড় প্রস্থ ৫৪ মিটার। ময়মনসিংহের ফুলবাড়িয়া বাকতা ইউনিয়ন, ত্রিশাল উপজেলার আমিরবাড়ি ও গফরগাঁও উপজেলা যশোরা ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত।
১৬। নাগেশ্বরী নদী: ময়মনসিংহের সদর উপজেলা, ফুলবাড়িয়া ও ত্রিশাল উপজেলার একটি নদী নাগেশ্বরী নদী। ১৭। পুরাতন ধলেশ্বরী নদী: ময়মনসিংহ জেলার একটি নদী। উৎস যমুনা নদী ও মোহনা কালিগঙ্গা নদী। দৈর্ঘ্য ৬৩ কি.মি.। গড় প্রস্থ ৭৬ মিটার।
১৮। পুরাতন ব্রহ্মপুত্র: ব্রহ্মপুত্র জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ জেলার একটি নদী। দৈর্ঘ্য ২৮৩ কি.মি। গড় প্রস্থ ২০০ মিটার। উৎস ব্রহ্মপুত্র নদ। মোহনা মেঘনা নদী। ১৭৬২ সালের আসাম ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তিত হয়ে যমুনা নদী দিয়ে চলে যায়। আগে পুরাতন ব্রহ্মপুত্র নদ দিয়েই এই নদের পানি প্রবাহিত হতো। এটি কেবল ময়মনসিংহ নয় এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী। ধর্মীয়, রাজনৈতিক ও সংস্কৃতিগত দিক থেকে ময়মনসিংহ অঞ্চলের জন্য এ নদের গুরুত্ব অপরিসীম। দৈর্ঘ্যরে হিসাবে ১৫৩তম বৃহত্তম এই নদ এবং পানি নিষ্কাশনের দিক থেকে নবম। অঞ্চলগত পার্থক্যের দরুন একেক অঞ্চলে একেক নামে ডাকা হয় নই নদকে। তিব্বত দেশে সাংপো, চীনে ইয়ারলুং, জাংবো, আসামে লৌহিত্য বা দিহাং এবং বাংলাদেশে পুরাতন ব্রহ্মপুত্র নামে অভিহিত। এটি বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক ও ভৌগোলিক দিক থেকেও অতি গুরুত্বপূর্ণ। এ নদের সৃষ্ট মাজুলি দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদী-দ্বীপ। এক জরিপে দেখা গেছে. প্রায় ৭০ প্রজাতির মাছ আছে এ নদে।
১৯। বংশী নদী: বংশী নদী জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার মধ্য দিয়ে প্রবাহিত। এটি দেশের মধ্যাঞ্চল দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী। নদীটির দৈর্ঘ্য ২৩৮ কি.মি. ও গড় প্রস্থ ৪৯ মিটার। নদীটি ৫টি জেলা, ১১টি উপজেলা এবং ৩২১টি মৌজার ওপর দিয়ে প্রবাহিত। মধুপুর গড়াঞ্চলসহ অনেকাংশ টিকে রয়েছে এ নদীকে কেন্দ্র করে। মসলিন কাপড় তৈরির এলাকা ঢাকার ধামরাই, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এই নদীর তীরেই অবস্থিত।
২০। ধনু নদী: ধনু নদী উত্তর পূর্বাঞ্চলের সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলার একটি নদী। দৈর্ঘ্য ৯০ কি.মি., গড় প্রস্থ ২২৮ মিটার। উৎস বাউলাই নদী, মোহনা ঘোড়াউত্রা নদী। নদীতীরে উল্লেখযোগ্য হচ্ছে খালিয়াজুড়ি, ইটনা, মিঠামইন শহর। নদীটি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় প্রবাহিত বাউলাই বা বালু নদী হতে উৎপন্ন হয়ে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় মেঘনা নদীতে মিশেছে।
২১। ভোগাই নদী: এটি বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের শেরপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৫ কি.মি, গড় প্রস্থ ৫৭ মি.।
উইকিপিডিয়ার তথ্যানুযায়ী, ময়মনসিংহে ৪০টির ওপরে নদী ছিল। এগুলো যথাক্রমে: পুরাতন ব্রহ্মপুত্র, ধলেশ্বরী, বানার, বাইলান, দইনা, পাগারিয়া, সুতিয়া, কাত্তরাইদ, সুরিয়া, মগড়া, রাথাইল, নরসুন্দা, নিতাই, খরিয়া, দেয়ার, ভোগাই, বান্দসা, মালিঝি, ধলাই, কাকুড়িয়া, দেওর, বাঙ্গাল, নাগেশ্বরী, ঘিরু, বাজুয়া, লালতি, চোরখাই, বাড়েরা, হিংরাজানি, আয়মন, দেওয়া, থাডোকুড়া, মেদুয়ারি, জলগভা, মাহারী।ময়মনসিংহের বিভিন্ন প্রাচীন জনপদ ও অঞ্চলসমূহ গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা তথা কর্ম, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ইত্যাদি সবই আবহমানকাল থেকে নদ-নদী দ্বারা বিশেষভাবে প্রভাবিত। নদীর গতি-প্রকৃতির দ্বারা এ অঞ্চলের মানুষের ভাগ্য অনেকাংশেই নির্ভর করে, নিয়ন্ত্রিত হয়। বর্তমানে এ সকল অঞ্চলের বেশিরভাগ নদ-নদী মৃতপ্রায়, যা নদী বিস্মৃতি ময়মনসিংহবাসীর গতিশীল জীবন প্রবাহের জন্য বিরাট হুমকিস্বরূপ।
লেখক: কবি ও সাহিত্যিক
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
আরাফাত রহমান কোকো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে উদ্দীপন যুব সংঘ চ্যাম্পিয়ন
সাতক্ষীরার নলতায় চার দফা দাবিতে ছাত্র -ছাত্রীদের আন্দোলন, ক্যাম্পাসের নাম বদল
অর্থনৈতিক সংকটে আফগান রুটি, ঐতিহ্য ও জীবনের অংশ
আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা
উত্তরপ্রদেশে ৩ খলিস্তানি বিদ্রোহীকে গুলি করে হত্যা পুলিশের
শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন হুমকিতে বৈদ্যুতিক টাওয়ার
হিলিতে কমেছে আলু পেঁয়াজের দাম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১,১০০ হতাহতের শিকার : সিউল
ঢাকা - মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘণ কুয়াশায় আবারো দূর্ঘটনা , নিহত ১ আহত ৪
ড্রোন হামলার জবাবে ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
রাহাত ফতেহ আলী খানের সম্মানে পাকিস্তান হাইকমিশনারের নৈশভোজ আয়োজন
‘চা পান স্বাস্থ্যের জন্য উপকারী’, স্বীকৃতি যুক্তরাষ্ট্রের
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কাপ্তাই ভূমিকা রেখেছিলো, আগামীতেও রাখবে : ঢাবি শিবির সেক্রেটারি
মার্কিন টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অর্জনের পথে ফিলিপাইন
সুন্দরবনকেন্দ্রিক দস্যুতা বন্ধে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হচ্ছে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মায়োতে সাইক্লোন চিডোর ধ্বংসযজ্ঞে ফ্রান্সে জাতীয় শোক
সাড়ে ৪মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাঈমের লাশ কবর থেকে উত্তোলন
কলাপাড়ায় অগ্নিকান্ডে দু'টি দোকান পুড়ে ছাই
গাছ আর জিও ব্যাগ পেয়ে খুশি খুলনার ছাদবাগানীরা
খুলনায় একাধিক মামলার আসামী সন্ত্রাসী রকি গ্রেপ্তার