ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

উন্নয়ন ভারসাম্যপূর্ণ নয়

Daily Inqilab মো. মাঈন উদ্দীন

০৪ নভেম্বর ২০২৩, ১২:০৭ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩, ১২:০৭ এএম

অর্থনৈতিক উন্নয়ন হলো মানুষের কল্যাণের লক্ষ্যে একটি নীতিগত হস্তক্ষেপ। অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ার একটি দিক। সম্প্রতি উন্নয়ন শব্দটির সাথে টেকসই শব্দটি যুক্ত হয়েছে, যার অর্থ হলো বৈষম্যহীন ও খুঁতবিহীন উন্নয়ন। সমাজ ও পরিবেশ ব্যবস্থায় সবচেয়ে কম ক্ষতি স্বীকার করে যে উন্নয়ন, সেটাই টেকসই উন্নয়ন। সুশাসন ও জবাবদিহি টেকসই উন্নয়নের পূর্বশর্ত। প্রাতিষ্ঠানিক জবাবদিহি ছাড়া উন্নয়ন টেকসই হয় না। জবাবদিহি ও দায়বদ্ধতার নীতি প্রতিষ্ঠার পাশাপাশি স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা প্রয়োজন। বাংলাদেশ উচ্চহারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেও প্রাতিষ্ঠানিক জবাবদিহির ঘাটতির কারণে জনগণ বঞ্চিত হচ্ছে। এর অন্যতম সূচক হলো আয় ও সম্পদের বৈষম্য বাড়ছে। জবাবদিহির ঘাটতির কারণে দেশের আর্থিক খাত থেকে শুরু করে বাজার ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাজে ক্রটি দেখা যাচ্ছে। প্রাতিষ্ঠানিক জবাবদিহি না থাকলে উন্নয়নের পথ মসৃণ হয় না। মাথাপিছু আয় যদি দ্বিগুণও হয় আর দারিদ্র, বেকারত্ব, আয় অসমতা যদি সামাজিকভাবে বেড়ে যায় তাহলে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে বলা যাবে না। আধুনিক অর্থনীতিবিদ মাইকেল টোডারের মতে, অর্থনৈতিক উন্নয়ন হলো একটি বহুমুখী প্রক্রিয়া, যার মাধ্যমে সামাজিক কাঠামো ও দৃষ্টিভঙ্গি এবং প্রতিষ্ঠানসমূহের পরিবর্তন ঘটে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়। সামাজিক বৈষম্য ও দারিদ্র দূর হয় এবং কর্মসংস্থান বৃদ্ধি পায়। অর্থনৈতিক উন্নয়নের ফলে মানুষের মৌলিক চাহিদা মেটে এবং সামাজিক, রাজনৈতিক মূল্যবোধের পরিবর্তন ঘটে।

বাংলাদেশ স্বাধীনতার ৫২ বছর অতিক্রম করছে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে বিশাল জনসংখ্যার দেশ একটি সন্তোষজনক অবস্থায় পৌঁছেছে। অভ্যান্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিশে^র অন্যান্য দেশের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পেরেছি। কিন্তু প্রবৃদ্ধির সঙ্গে সামাজিক ও সার্বিক উন্নয়ন অর্জন করতে এখনো সক্ষম হইনি। এতো বছরে আমরা যতটুকু প্রবৃদ্ধি অর্জন করেছি তার চেয়ে সামাজিক বৈষম্য বেশি তৈরি হয়েছে। শুধু আয় বা সম্পদে নয় ভোগ ও সামাজিক সুযোগের ক্ষেত্রেও বৈষম্য প্রতিফলিত হচ্ছে। এই বৈষম্য আমাদের জাতিকে বিশেষ করে যুব সমাজকে মূলধারা থেকে অনেক বিচ্ছিন্ন করে ফেলছে। রাষ্ট্রের মাধ্যমে যেসব সেবা, বিনিয়োগ ও সুবিধা বণ্টন করা হয়েছে, তা সবার কাছে পৌঁছেনি। জাতীয় উন্নয়নের সুবিধা গরিব ও দরিদ্র সম্প্রদায় কম পাচ্ছে। আমাদের অর্থনীতি বিকাশমান ও সম্প্রসারণশীল। কিন্তু তা অন্যায্য ও বৈষম্যমূলক। প্রবৃদ্ধির সুফল মধ্যবিত্ত, দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে আপেক্ষিকভাবে কম পৌঁছাচ্ছে। আয় ও সম্পদের বৈষম্য দিন দিন বেড়ে যাচ্ছে। আমাদের আর্থিক খাতে শৃঙ্খলাহীনতা পরিলক্ষিত হচ্ছে। এই খাতে খেলাপী ঋণ বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে নানা অনিয়ম, মুদ্রা পাচার ও দুর্নীতি। ব্যাংকে রয়েছে সুশাসনের অভাব ও কেন্দ্রীয় ব্যাংকে নজরদারীর ঘাটতি। রপ্তানি বাণিজ্যও চ্যালেঞ্জের মুখে রয়েছে। রেমিটেন্সেও ভাটার টান। আমাদের শ্রমিকদের অদক্ষতা ও দিক নির্দেশনার অভাবে কাক্সিক্ষত হারে রেমিটেন্স আসছে না। মূল্যস্ফীতি দিন দিন বেড়ে যাচ্ছে। চলতি বছরে (২০২৩) আগস্ট-সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২ শতাংশেরও বেশি। পাশাপাশি সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে সর্বোচ্চ সাড়ে নয় শতাংশ। মূল্যস্ফীতির বিপরীতে গড় মজুরির হার বাড়েনি। গত ১ বছরের মজুরি বৃদ্ধির গড় হার সাড়ে সাত শতাংশ, যা মূল্যস্ফীতির হারের চেয়ে কম। চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) প্রথম তিন মাসে মূল্যস্ফীতি, প্রবাসী আয়, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, খেলাপী ঋণ ও রাজস্ব আয় ইত্যাদি সব সূচকের অবস্থান নিম্নমুখী। অর্থনীতিতে এ সকল সংকট কেন তৈরি হয়েছে? এর বেশকিছু কারণ রয়েছে। আমাদের ২০টি মেগা প্রকল্পের ক্ষেত্রে গড়ে বছরে জিডিপির ১ শতাংশ করে ব্যয় করা হয়েছে। ২০ মেগা প্রকল্পে বড় ধরনের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এক দশক ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাকে বঞ্চিত করে মেগাপ্রকল্প করা হয়েছে এ প্রত্যাশায় যে, এগুলো অর্থনীতিতে অবদান রাখবে। কিন্তু এসব প্রকল্পের অনেকগুলোই অর্থনৈতিকভাবে কার্যকর বা যৌক্তিক নয় বলে প্রকাশ পাচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট কিংবা মাতারবাড়ী প্রকল্পও অপ্রয়োজনীয় প্রকল্পের উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। রূপপুর পারমাণবিক কেন্দ্রও খুব একটা লাভজনক হবে বলে মনে করা হচ্ছে না। গত দশকে মানব সম্পদ লাভের বিপরীতে ভৌত অবকাঠামোকে প্রাধান্য দিয়ে সবচেয়ে বড় সামাজিক ছাড় দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর ফল পরবর্তী ১০ বছর ধরে ভোগ করতে হবে।

এসব প্রকল্পের অবদানকে যদি প্রবৃদ্ধি বলা হয় তাহলে ধরতে হবে এখান থেকে আয় এসেছে। আয় হলে কর আসার কথা। কিন্তু কর হলো আমাদের জিডিপির মাত্র ৯ শতাংশ। জিডিপির প্রায় ১৫ শতাংশ সরকারি ব্যয়, যার মধ্যে ৯ শতাংশ মতো কর থেকে আসে বাকি ৫-৬ শতাংশ থাকে ঘাটতি। সরকার এই ঘাটতির প্রায় ৪০ শতাংশ বৈদেশিক ঋণ দিয়ে পূরণ করে, যার ২ শতাংশ অনুদান। বাকি ৬০ শতাংশ অভ্যন্তরীণ উৎস তথা ব্যাংক থেকে ঋণ নেয়া। কিন্তু এটাতো সরকারকে ফেরত দিতে হয় সুদসহ। রাজস্ব ব্যয়ের প্রায় ১৮-২০ শতাংশ ব্যয় হয় সুদ পরিশোধ বাবদ। এটা হলো আমাদের দৃশ্যমান উন্নয়ন ধারার অন্যতম সমস্যা। এ দৃশ্যমান উন্নয়ন থেকে সরকার এখনও আয় করতে পারেছ না। বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে যে সংকট চলছে তার অন্যতম কারণ হলো, স্বল্প মেয়াদি আমানতের টাকায় দীর্ঘ মেয়াদি প্রকল্পে হাত নেওয়া হয়েছে। বড় প্রকল্পগুলোর কাঁচামাল বিদেশ থেকে আনতে হয়েছে। ফলে ডলারের উপর চাপ সৃষ্টি হয়েছে। এটা দেশের প্রবদ্ধির সঙ্গে সম্পর্কিত, প্রবৃদ্ধি অর্জন করতে গিয়ে এই অসামঞ্জস্য তৈরি হয়েছে। অর্থনীতির বর্তমান সংকট একদিনে তৈরি হয়নি। এ সংকটের পিছনে রয়েছে আমাদের পরিকল্পনার দুর্বলতা, স্বচ্ছতা ও জবাবদিহির অভাব, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত দুর্বলতাও কিছু উদ্যোক্তর শ্রেণী স্বার্থ ভুলে গিয়ে রাজনৈতিক সংশ্লেষের মধ্যে ঢুকে যাওয়া, ভর্তুকি ও বিভিন্ন ভাতা বণ্টনে স্থানীয় জনগণের আকাক্সক্ষার প্রতিফলন না ঘটানো।

অর্থনৈতিক উন্নয়নের পথে আমাদের বড় অন্তরায় দুর্নীতি ও জবাবদিহির ঘাটতি। দুর্নীতির কারণে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হাজার হাজার কোটি ডলার লোকশান দেয়। দুর্নীতির কারণে হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ তৈরি হয়। সরকারের ঋণ বাড়ে, সমাজের টার্গেট গ্রুপ তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়। সামাজিক বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়। জিডিপির একটি বড় অংশ নিয়ে আন্ডারগ্রাউন্ড অর্থনীতি তৈরি হয়। দেশের বাইরে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়। এই ধারা থেকে অর্থনীতিকে ফেরাতে হলে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পদক্ষেপ গ্রহণের কথা বলছেন অর্থনীতিবিদ গণ। এ পরিস্থিতিতে অর্থনীতি স্থিতিশীলতায় টেকসই উন্নয়নের জন্য স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

কেউ কেউ বলেছিলেন ‘উন্নয়ন আগে, মানবাধিকার পরে’ টেকসই উন্নয়নের জন্য এ ক্ষুদ্র মস্তিষ্কের চিন্তা থেকে দূরে থাকতে হবে। আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে তা মোকাবেলা করতে হবে। আমাদের যে ঝুঁকিগুলো আছে, তার মধ্যে প্রধানতম অর্থনৈতিক ভঙ্গুরতা। তাছাড়া আয় বৈষম্য তো আছেই। আমাদের জনসংখ্যা অনেক, কিন্তু তাদের দক্ষতা কম, এর সাথে শিক্ষা, স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত। এখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও দুর্নীতি মুক্তভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা আছে। এগুলোর মধ্যে দারিদ্র বিমোচন, নারী উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, ভূমি ব্যবহারে দূষণ দূর করা। এগুলো যদি ঠিকভাবে পূরণ না হয় তাহলে অর্থনৈতিক ভঙ্গুরতা আমরা কাটিয়ে উঠতে পারবো না।

দেশের উন্নয়নের সবচেয়ে বড় ঘাটতি হলো প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত না করা। যে কোনো মূল্যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন প্রতিহত করতে হবে। এর সঙ্গে সমাজের সর্বোস্তরে আইনের শাসন নিশ্চিত করতে হবে। দুর্নীতি প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা থাকা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সামনে যে উন্নয়ন বিচ্যুতি ছিল, চ্যালেঞ্জগুলো ছিল তা আগের চেয়ে অনেক বেশি তীব্র হয়ে উঠেছে। এই জন্য আমাদের প্রধান দায়িত্ব হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা। প্রয়োজনে গুরুত্বপূর্ণ খাতে ভর্তুকি দিতে হবে। এই ক্ষেত্রে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত। প্রবৃদ্ধির গতিকে সুসংহত ও ত্বরান্বিত করতে হলে স্থিতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ ও পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম চালিয়ে যেতে হবে। অপর্যাপ্ত কর্মসংস্থান সমস্যা মোকাবেলায় উচ্চ হারে প্রবৃদ্ধি অর্জনই হবে প্রধান হাতিয়ার। সাথে সাথে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বৃদ্ধিপ্রাপ্ত আয়ের সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে।

লেখক: অর্থনীতি বিশ্লেষক
[email protected]


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে