ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

এআই’র সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে

Daily Inqilab সরদার সিরাজ

০৯ নভেম্বর ২০২৩, ১২:০৭ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ১২:০৭ এএম

সাম্প্রতিককালে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত শব্দ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার অভিধান কলিনস ডিকশনারি এআইকে ২০২৩ সালের জন্য ‘কলিনস ওয়ার্ড অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে গত ৩১ অক্টোবর। এআই’র ব্যবহার বেড়েই চলেছে ব্যাপক হারে। মাইক্রোসফটের ওপেনএআই’র চ্যাট জিপিটি। এটি সময়ের হিসাবে সর্বাধিক ব্যবহৃত হচ্ছে সারা বিশ্বেই। তাই এটি আরো আধুনিক করে চ্যাট জিপিটি ৩ ও ৪ তৈরি করে বাজারজাত করা হয়েছে। চ্যাট জিপিটি-৪ এআইকে কাজে লাগিয়ে দ্রুত সমস্যার সমাধান ও যেকোনো প্রশ্নের প্রতিক্রিয়া দেয়। শিক্ষা ও পেশার ক্ষেত্রে একেবারে মানুষের মতোই বুদ্ধি রাখে। এছাড়া, টেক্সট ও ছবিÑ দুইই গ্রহণ এবং তথ্য ও ছবির ক্যাপশন বলে দিতে পারে। যে সমস্ত ডকুমেন্টে টেক্সটের পাশাপাশি ছবি কিংবা ডায়াগ্রাম থাকবে, তারও বিশ্লেষণে সক্ষম এটি। এতে একসাথে ২৫ হাজার শব্দ ব্যবহার করা যায়। সর্বোপরি ইউজারের লেখার ধরন নকল করতে পারে। এমনকি গানও লিখতে পারে। অন্যদিকে, চ্যাট জিপিটির প্রতিদ্বন্দ্বী চ্যাট তৈরি করার প্রচণ্ড প্রতিযোগিতা শুরু হয়েছে। এর অন্যতম হচ্ছে, অ্যালফাবেটের গুগলের ল্যামডা ও বার্ড। ল্যামডার এক ইঞ্জিনিয়ার বলেছেন, ল্যামডা অতিমাত্রায় বাস্তবানুগ এবং এর হয়তো মানুষের মতই ‘অনুভূতি’ থাকতে পারে। আর গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন, বার্ড ভাষা মডেল, বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার সঙ্গে বিশ্বের জ্ঞানকে একত্রিত করবে। বার্ড নতুন এবং উচ্চমানের প্রতিক্রিয়া প্রদান করতে ওয়েব থেকে তথ্য সংগ্রহ করে। ফলে এটি ‘আপ টু ডেট রেসপন্স’ জেনারেট করতে পারে, যা চ্যাটজিপিটি পারে না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মেটা তৈরি করেছে ব্লেন্ডার বট। মেটা ‘সেগমেন্ট এনিথিং মডেল’ নামে একটি এআই মডেল প্রকাশ করেছে গত ২৬ এপ্রিল, যাতে ছবি সম্পাদনা, নজরদারি ফুটেজ বিশ্লেষণ এবং ছবির বিভিন্ন অংশ বোঝা যায়। চীনের বাদু ও আলিবাবা চালু করেছে তোনগি কিয়ানওয়েন। আলিবাবা কর্তৃপক্ষ বলছেন, তাদের ফিচারটি প্রথমে তাদের ওয়ার্ক প্লেস মেসেজিং অ্যাপ ডিংটকে যুক্ত করা হবে। মিটিং নোট সংক্ষেপকরণ, ইমেইল লেখা ও ব্যবসায়িক প্রস্তাবনার খসড়া তৈরিতে এটি ব্যবহার করা যাবে। আলিবাবার ভয়েস অ্যাসিস্ট্যান্ট টিমল জেনিতে এটি সংযুক্ত করা হবে। এটি ইংরেজি ও চীনা ভাষায় কাজ করতে পারে। অন্যদিকে, এআই চালিত ‘নিউমি’ নামের রোবট দূর থেকেই ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ করে দেয়। নিজ থেকে পথ চলতে সক্ষম রোবটটির মাধ্যমে প্রশ্ন করার পাশাপাশি উত্তরও দেয়। স্ন্যাপচ্যাট চ্যাট বটের নিরাপত্তায় সেফটি টুল চালু করেছে। এর ফলে ওপেনএআই’র চ্যাটজিপিটি প্রযুক্তিনির্ভর চ্যাট বটটি ব্যবহারকারীদের বয়স অনুযায়ী বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। কেউ প্রশ্ন করলেই স্বয়ংক্রিয়ভাবে সেই ব্যক্তির বয়স জানতে পারবে। ফলে সহজেই বয়স অনুযায়ী উত্তর দেবে। উপরন্তু কিশোরদের সঙ্গে চ্যাট বটের আদান-প্রদান করা বার্তাও দেখার সুযোগ পাবে অভিভাবকেরা। ড্যাশ ক্যাম কম আলোতে ভালো মানের ছবি তোলার পাশাপাশি ভিডিও ধারণ করতে পারে। ৭০ এমএআই ড্যাশ ক্যামটি স্বয়ংক্রিয়ভাবে ৩৬০ ডিগ্রি ঘুরে গাড়ির চারপাশের ছবিও তুলতে পারে। ফলে পার্কিংয়ে থাকা অবস্থায় অন্য গাড়ি ধাক্কা দিলে সে দৃশ্যও স্বয়ংক্রিয়ভাবে ধারণ করতে পারে। উপরন্তু গাড়িতে কেউ না থাকলে আশপাশে থাকা অবাঞ্ছিত ব্যক্তিদের নড়াচড়া শনাক্ত করে ভিডিও ধারণের পাশাপাশি গাড়ির ইমার্জেন্সি বাতি জ্বালিয়েও সবাইকে সতর্ক করতে পারে। ক্রোয়েশিয়ার জাগ্রেবের ‘বটস অ্যান্ড পটস’ রেস্তরাঁর সব কাজ হচ্ছে কৃত্রিম মেধাযুক্ত গামাশেফ নামে রোবট চালিত কুকারে। সেখানে বসে অর্ডার করলে ১৫ মিনিটের মধ্যেই তা চলে আসে টেবিলে। স্বাদ ও সুগন্ধ মানুষের রান্নার মতোই। এরূপ আরো বহু উদাহরণ রয়েছে। যুক্তরাষ্ট্রের সাইবার গবেষণা প্রতিষ্ঠান পালো আলটো ইউনিট-৪২ বলেছে, ২০২২ সালের নভেম্বর থেকে গত মার্চ পর্যন্ত চ্যাট জিপিটি ডোমেইন-সংক্রান্ত বিভিন্ন নামের ডোমেইন নিবন্ধনের হার ৯১০% বেড়েছে। এর পর ইলন মাস্কের এক্সএআই’র কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর তৈরি ‘গ্রক’ চ্যাট বট চালু করা হয়েছে গত ৩ নভেম্বর। গ্রক এক্স প্ল্যাটফর্ম থেকে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করতে পারবে। উপরন্তু এটি ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। তাই যেকোনো বিষয়ে দ্রুত হালনাগাদ তথ্য জানা যাবে। অন্য চ্যাট বটের তুলনায় গ্রক চ্যাট বটে বাড়তি সুবিধা পাওয়া যাবে।

যা’হোক, এআইনির্ভর প্রযুক্তির ব্যবহার হচ্ছে কৃষি, শিল্প-কারখানা, আইন-আদালত, ব্যবসা-বাণিজ্য, নাটক-সিনেমা, বিজ্ঞাপন, বিনোদন, গৃহস্থালী, হোটেল, চিকিৎসা, সামরিক, শিক্ষা, প্রচার ও প্রকাশনা তথা মানুষের দৈনন্দিন কাজে এআই। এ ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতির কয়েকটি উদাহরণ হচ্ছে, গবেষকরা সম্প্রতি বলেছেন, ক্যান্সারের মাত্রা নির্ণয় করতে ল্যাবের পরীক্ষায় যেখানে ৪৪% সক্ষম, সেখানে এআই ৮২% পর্যন্ত নির্ভুলভাবে সক্ষম। যুক্তরাজ্যের রয়াল মার্সডেন হসপিটাল অ্যান্ড ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ বলেছে, এটি ক্যান্সার চিকিৎসাকে অনেক এগিয়ে নেবে এবং অসংখ্য রোগী উপকৃত হবে। এটি ল্যানসেট অনকোলজি জার্নালে প্রকাশিত হয়েছে। হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন সম্প্রতি একটি অ্যাপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। অনুমতি ছাড়াই এআই-জেনারেট করা বিজ্ঞাপনে তার ছবি, নাম ও সংলাপ ব্যবহার করার কারণে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। এছাড়া, হলিউডের অভিনেতারা কয়েক মাস ধরে ধর্মঘট করছেন এআই ব্যবহার করে ভিডিও নির্মাণ বন্ধ করার দাবিতে।

দৈনন্দিন কাজে এআই ব্যবহার করার কারণে অসংখ্য মানুষ চাকরি হারাচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম গত আগস্টে এক সমীক্ষা রিপোর্টে বলেছে, আগামী পাঁচ বছরের মধ্যে সারাবিশ্বে চাকরির বাজারে ব্যাপক বিপর্যয় ঘটবে। এ সময়ে বিশ্বের ১.৪০ কোটি মানুষ চাকরি হারাবে। গত মার্চে প্রকাশিত গোল্ডম্যান স্যাকসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিশ্বের ৩০ কোটি পূর্ণকালীন কর্মী চাকরি হারাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মোট কাজের এক-চতুর্থাংশ কাজ করে ফেলতে পারে। তবে নতুন চাকরি ও উৎপাদনশীলতাও বৃদ্ধি পেতে পারে। আর বিশ্বব্যাপী উৎপাদিত পণ্য ও পরিষেবার মোট বার্ষিক মূল্য ৭% বৃদ্ধি করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই’র প্রভাব সেক্টর ভেদে আলাদা হবে। যেমন: প্রশাসনিক কাজের ৪৬% ও আইনি পেশার ৪৪% কাজ স্বয়ংক্রিয়ভাবে হতে পারে। আর নির্মাণ খাতের ৬% ও রক্ষণাবেক্ষণ খাতের ৪% কাজ করতে পারবে। ২০২৫ সালের মধ্যেই এআই’র পেছনে বৈশ্বিক বিনিয়োগ ২০ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছবে।

তাই পন্ডিতরা এআইকে মানুষের বিকল্প হয়ে ওঠার ভবিষ্যৎবাণী করছেন। ফলে এআই বিরোধী কর্মকাণ্ড তথা বক্তৃতা-বিবৃতি ও নিষেধাজ্ঞা বৃদ্ধি পাচ্ছে, যা বড় বড় মিডিয়ায় ফলাও করে প্রচারিত হচ্ছে। এমনকি যুক্তরাজ্যে এআই বিরোধী প্রথম বিশ্ব সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে গত ১-২ নভেম্বর। ‘গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেফটি সামিট’ শীর্ষক উক্ত সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ইইউ প্রধান উরসুলা ভন ডার লেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিশ্বের বহু দেশের শীর্ষ রাজনীতিক ও প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ নেতারা অংশ নেন। সম্মেলনে সব বক্তাই এআই’র প্রভাব সম্পর্কে ক্রমবর্ধমান আশঙ্কা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশ্বের প্রধান প্রযুক্তিবিদ ও ধনকুবের ইলন মাস্ক বলেন, এআই মানব সভ্যতাকে ধ্বংস করবে! যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সৃষ্ট বিপদ থেকে মানুষকে রক্ষা করার জন্য নেতাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব রয়েছে। তিনি মার্কিন সরকারের এআই সেফটি ইন্সটিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার ভাষণে সব দেশের জন্য ‘ঝুঁকির ক্ষেত্রে পারস্পরিক সমঝোতা’ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে সকলেই এআই’র ঝুঁকির দিকটি খতিয়ে দেখতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। উপরন্তু সম্মেলনে এআই ঝুঁকি মোকাবেলায় একটি আন্তর্জাতিক ঘোষণাপত্র গৃহীত হয়েছে, যা বিশ্বে প্রথম। তাতে ২৭টি দেশ ও ইইউ স্বাক্ষর করেছে। স্বাক্ষরকারী দেশগুলোর অন্যতম হচ্ছে, ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চিলি, চীন, ইইউ, যুক্তরাজ্য ইত্যাদি। এর পর উক্ত ঘোষণাপত্রকে আরো কিছু দেশ সমর্থন করতে পারে।উপরন্তু এআই বিরোধী তৎপরতা অনেক বৃদ্ধি পেতে পারে।

অপরদিকে, আইএলও গত আগস্টে বলেছে, এআই চাকরির জন্য হুমকি নয়, বরং পরিপূরক হতে পারে। এআই কারও চাকরি দখল করে নেবে না। জেনারেটিভ এআই নিয়ে করা এক গবেষণাপত্রে আইএলও এসব বলেছে। সংস্থাটি আরো বলেছে, মোট কর্মসংস্থানে এআই’র স্বয়ংক্রিয় প্রভাব আছে ধনী দেশগুলোয় ৫.৫% এবং নিম্ন আয়ের দেশগুলোয় মাত্র শূন্য দশমিক ৪ শতাংশের কাছাকাছি। এছাড়া, উন্নয়নশীল দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ সুবিধা দিতে পারে এআই। এছাড়া, জেনেভায় আইটিইউর সদর দপ্তরে ‘এআই ফর গুড গ্লোবাল সামিট-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে গত ৬-৭ জুলাই । তাতে সংস্থাটির মহাসচিব ডোরিন বগড্যান মার্টিন বলেন, এআইকে সঙ্গে নিয়ে আমাদের যেমন দায়িত্বশীল ভবিষ্যৎ গড়তে হবে, তেমনি সেই প্রক্রিয়ার সঙ্গে আমাদের যুক্ত হতে হবে। সম্প্রতি দুবাইয়ে অ্যাসেমব্লি ফর জেনারেটিভ ‘এআই’ শিরোনামে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক বিশেষজ্ঞ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তাতে বিশেষজ্ঞরা বলেন, এআই চাকরিকে বাদ দিচ্ছে না, বরং তা রূপান্তর করছে। ফলে ভবিষ্যতে প্রয়োজনীয় অবকাঠামো ও প্রচুর সুদক্ষ জনশক্তির প্রয়োজন হবে। সর্বোপরি গত ৭ জুলাই, ২৩ জেনেভায় এআই’র একটি ফোরামে রোবটরা বলেছে, মানুষের কাছ থেকে তারা কোনো কর্মসংস্থান কেড়ে নেবে না। এমনকি মানবজাতির বিরুদ্ধে বিদ্রোহও করবে না। তবে তারা নিজেদের সংখ্যা বাড়াতে চায়। বিশ্বজুড়ে যেসব সমস্যা আছে তা সমাধানে সহায়তা করতে চায়।

যা’হোক, এআই সভ্যতা ধ্বংসকারীই হোক কিংবা সভ্যতার অলংকারই হোক, আধুনিক যুগে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ এবং ব্যবহার রোধ করা সম্ভব নয়। তাই এসব বেড়েই চলবে ধরিত্রী ও গ্রহ-নক্ষত্রে। দ্বিতীয়ত: এআই অধিক জনসংখ্যার দেশগুলোতে সমস্যা হলেও জনসংখ্যা ও দক্ষ লোকের ব্যাপক ঘাটতির দেশগুলোতে এর প্রয়োজনীয়তা অপরিহার্য। তেমনি মুনাফালোভীরাও এআই’র ব্যবহার অব্যাহত রাখবে অধিক মুনাফার জন্য। তৎপ্রেক্ষিতে অধিক জনসংখ্যার দেশগুলোও বাজার প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এআই ব্যবহার করতে বাধ্য হবে। তেমনি যুদ্ধে বিজয়ের উন্মাদনায় মত্তরাও এআই’র ব্যবহার অব্যাহত রাখবে। অর্থাৎ সার্বিক দিক বিবেচনায় এআই’র অগ্রগতি ঠেকানো কঠিন। তাই এআই’র অগ্রগতিকে ঠেকানোর চেষ্টা না করে এর থেকে সৃষ্ট সুবিধা কাজে লাগানোর দিকে অধিক গুরুত্ব দেওয়া দরকার। স্মরণীয় যে, এআইকে উদ্ভাবন করেছে মানুষ। উপরন্তু এআইয়ের কার্যক্রমকে ধ্বংসও করার ক্ষমতা রয়েছে মানুষের। তাই এআইয়ের চেয়ে মানুষই সেরা, যার প্রকৃষ্ট উদাহরণ: সম্প্রতি আমেরিকার ব্রিগহ্যাম ইয়ং ইউনিভার্সিটির গবেষকেরা অ্যাকাউন্টেন্সির একটি পরীক্ষা নেন। তাতে ১৮৬টি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও বিশেষজ্ঞেরা সহায়তা করেন। পরীক্ষায় চ্যাট জিপিটি ও সাধারণ ছাত্রছাত্রীরা অংশ নেন। পরীক্ষার ফলাফল হচ্ছে, চ্যাট জিপিটির প্রাপ্ত নম্বর ৪৭.৪%, আর ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের গড় ৭৬.৭%। তাই এআই’র অগ্রগতি নিয়ে কোনো দুঃশ্চিন্তা না করে এর সুফলের সদ্ব্যবহারের দিকে গুরুত্বারোপ করা দরকার।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট।
[email protected]


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

সিটি ব্যাংক আনল অভূতপূর্ব ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

শেখ হাসিনার কোনো ক্ষমা নেই, জবাব তাকে দিতেই হবে : মির্জা ফখরুল

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে

ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে