ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

শীতে প্রবীণদের বাড়তি যত্ন নিতে হবে

Daily Inqilab মুহাম্মদ আনোয়ার শাহাদাত

১৮ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪, ১২:০৫ এএম

দেশে এখন তীব্র শীত ও শৈত প্রবাহ চলছে। শীতের প্রকোপ আরো বাড়বে এবং ঠান্ডাজনিত কারণে রোগ-ব্যাধির প্রকোপও বাড়তে থাকবে। বিশেষ করে, পরিবারের প্রবীণ সদস্যদের এই সময়ে রোগ-ব্যাধির কষ্ট বেড়ে যায় এবং প্রয়োজন হয় অতিরিক্ত সেবা-যতেœর। এমনিতে প্রবীণদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে কম তার উপর শীতের তীব্রতা এবং পারিপার্শ্বিক অবস্থা তাদেরকে খুব কষ্টে ফেলে দেয়। তাই আমাদের উচিত পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি শীতের সময় অত্যন্ত যতœবান হওয়া এবং সর্বাত্মক সেবা দেয়া। তাদের জন্য উপযুক্ত শীতবস্ত্রের ব্যবস্থা করা, তাদের শয়নকক্ষ উষ্ণ রাখা এবং ব্যবহারের জন্য গরম পানির ব্যবস্থা করে দেয়া খুবই জরুরি। সামর্থ্যানুযায়ী বিভিন্ন স্বাস্থ্যকর খাবার ও ফল-ফলাদির ব্যবস্থা করা। শ্বাসকষ্ট, জয়েন্টের ব্যাথা, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত আমাদের প্রবীণদের সমস্যা শীতকালে আরো প্রকট হয়ে যায়। এই সময় তাঁদের নিবিড় পরিচর্যার দরকার, যা পরিবারের অন্যান্য সদস্যদের থেকে ওনারা আশা করেন এবং এটি আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। যে মানুষটি সারাজীবন আমাদের জন্য এত ত্যাগ করলেন তাঁর জন্য যদি আমরা এতটুকুও করতে না পারি তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ আর কে আছে এই জগতে।

অনেক পরিবারেই দেখা যায় বৃদ্ধ মা-বাবা কিংবা দাদা-দাদী অত্যন্ত অবহেলার শিকার হয়ে থাকেন। নিজেদের আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে পরিবারে প্রবীণ সদস্যের প্রতি কারো তেমন দায়িত্বানুভূতি কিংবা সেবা-যতœ করার মানসিকতা নেই, যা অত্যন্ত অমানবিক। তাঁদের যতেœর ব্যাপারে কেমন যেন উদাসীন। আমরা যে যার মতো ব্যস্ত আর পরিবারের প্রবীণ মানুষটি হয়তো শীতে কাতরাচ্ছে, ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে তাঁর প্রিয় সন্তানটির দিকে আর ভাবছে হয়তো এখনই জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন, আপনার কিছু লাগবে কি অথবা শীতে আপনার কোন কষ্ট হচ্ছে না তো? অথচ আমরা আমাদের প্রবীণ আপনজনদের দায়িত্ব না নিয়ে, তাদের সেবা-যতœ না করে অমানবিকতার পরিচয় দিয়ে থাকি অনেক সময়। যাদের পরিবারে প্রবীণ সদস্য রয়েছে তারা এই শীতের সময় একটু মানবিক হোন। চেষ্টা করুন, আপনার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে প্রবীণদের সেবা করার এবং শীতকালীন কষ্ট লাঘব করার। আপনার ঘরে, পাড়ায় কিংবা সমাজে অনেক প্রবীণ এই সময়ে এক টুকরো শীতকাপড়ের জন্য অনেক কষ্টে আছেন তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিন।

করুণা নয় বরং শ্রদ্ধা ভরা ভালোবাসর মাধ্যমে প্রবীণদের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে। প্রবীণরা পরিবার, সমাজ বা রাষ্ট্রের বোঝা নয় বরং অমূল্য সম্পদ। তাঁদের অমূল্য শ্রম, মেধা আর অভিজ্ঞতায় আমাদের আজকের এই উন্নত জীবন বা সমাজ ব্যবস্থা। প্রবীণ যেই ধর্ম, বর্ণ বা গোত্রেরই হোক না কেন তাঁর যথাযথ সম্মান ও সেবা পাওয়ার অধিকার রয়েছে। প্রবীণদের বৃদ্ধাশ্রমে পাঠানোর নাম সেবা নয়, বরং এটি মানবতার নিলর্জ্জ পরাজয়! যে প্রবীণকে আজ আপনি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিজের উপর অর্পিত দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছেন সেই তাঁরাই আপনাকে আজকের এই অবস্থানে নিয়ে আসার জন্য কলুর বলদের মতো খেটে গেছেন। তাই পরিবারের প্রবীণ সদস্যটির ব্যাপারে সকলের ঐকান্তিক মনযোগ বাঞ্ছনীয়। আপনার অবহলোর কারণে এই শীতের মৌসুমে যেন আপনার পরিবারের বা নিকটআত্মীয়দের কোন প্রবীণ কষ্ট না পায় সে ব্যাপারে সর্বোত চেষ্টা করা আমাদের উচিত।

যে মানুষটি তারুণ্যে বা যৌবনে পৃথিবীময় বিচরণ করেছেন বৃদ্ধ বয়সে এসে তিনি নিজের দেখাশুনা করতে অক্ষম হয়ে পড়েন। অথচ আজকের এই প্রবীণ ব্যক্তিটিই একদিন পরিবারের প্রধান হর্তা-কর্তা ছিলেন। আমরা ভুলে যাই এই প্রবীণরাই আমাদের জন্মদাতা, তাঁরাই আমাদের প্রতিপালন করেছেন। গড়ে তুলেছেন বাসযোগ্য এই সুন্দর পৃথিবী, সমাজ, সভ্যতা আর সংস্কৃতি। প্রবীণদের যথাযথ সম্মান ও সেবা-যতœ করা শুধু যে আপনার নৈতিক ও মানবিক দায়িত্ব তা কিন্তু নয় বরং এটি মহান প্রভুর নির্দেশও বটে। মহাগ্রন্থ আল-কোরানে মহান আল্লাহ বলেন, ‘আর তোমার রব আদেশ করেছেন যে তোমরা তাঁকে ছাড়া অন্য কারো উপাসনা কর না আর তোমাদের পিতা-মাতার সাথে সদাচারণ কর। তাদের একজন অথবা উভয়ে তেমাার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের প্রতি বিরক্তিসূচক উহ! শব্দটিও কর না এবং তাদেরকে ধমক দিওনা; তাদের সাথে কথা বল বিন¤্রতার সাথে। তাদের জন্য সদয়ভাবে ন¤্রতার বাহু প্রসারিত কর এবং বল, হে আমার রব! তুমি তাদের প্রতি দয়া কর যেভাবে তারা আমাকে শৈশবে দয়াবশে প্রতিপালন করেছেন।’ (সূরা বনি ইসরাঈল) । অপরদিকে হাদিস শরীফে প্রিয়নবী (সা.) বলেন, ‘প্রবীণদের সঙ্গেই তোমাদের কল্যাণ, বরকত রয়েছে।’ (সহিহ ইবনে হিব্বান)। তাই আসুন প্রবীণদের শীতকালীন কষ্ট লাঘবে আমরা সকলে আরো মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করি।

লেখক: প্রাবন্ধিক, সৌদি আরব প্রবাসী


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশ অফিসার নিহত অপর এক ঘটনায় নিহত ২

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশ অফিসার নিহত অপর এক ঘটনায় নিহত ২

আখাউড়ায় রেলওয়ের জায়গা থাকা ৪০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আখাউড়ায় রেলওয়ের জায়গা থাকা ৪০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা মামলায় আরও একজনসহ গ্রেপ্তার ৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা মামলায় আরও একজনসহ গ্রেপ্তার ৬

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

সাধ্যের বাইরে গিয়ে মা-বাবার চাহিদা পূরণ করা প্রসঙ্গে?

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

আগামী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসলামি দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

জাইসের লেন্সের জয়জয়কার, স্মার্টফোনেও দুর্দান্ত

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

সাগর-রুনি হত্যার বিচারের প্রাথমিক স্তর পরিষ্কার করা দরকার : শামসুজ্জামান দুদু

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের পিছনে রাখার সুযোগ নেই : আমিনুল হক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের বৈঠক

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

যশোরে সাবেক এমপি, এসপিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তরে নিষেধাজ্ঞা চাওয়া রিটের আদেশ আগামী রোববার

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

গণহত্যাকারী আ.লীগের সঙ্গে আলোচনা নয় : আসিফ নজরুল

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নোবিপ্রবি শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

সিল্ক রোড উৎসবে ইরানের ‘মেলোডি’

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বেনজির ও আজিজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

৬ ব্যাংকের এমডি নিয়োগ বাতিল

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে

১৪৩ কোটি ডলার রেমিট্যান্স এলো সেপ্টেম্বরের ১৭ দিনে