ভুয়া গার্মেন্ট কারখানা মালিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে

Daily Inqilab ইনকিলাব

১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

আগামী ৯ মার্চ গার্মেন্ট ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ’র নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ১৮ জানুয়ারি প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচনি বোর্ড। নির্বাচনের তফশিল অনুযায়ী, সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে ভোটার তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় থাকা কয়েকজন সদস্যর বিষয়ে সন্দেহ হলে নির্বাচনে দুটি পক্ষের একটি পক্ষ আপত্তি জানিয়ে নির্বাচনি আপিল বোর্ডে আপত্তিপত্র জমা দিয়েছে। এ পক্ষ ৪২৯টি প্রতিষ্ঠানের নামে টিআইএন আছে কিনা তা পরীক্ষা করার দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, সদ্য প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকায় থাকা ৪২৯ জনের কর প্রদানের তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে পাওয়া যায়নি। এ থেকে বোঝা যায়, নামসর্বস্ব কারখানার নামে সংগঠনটিতে ভুয়া ভোটার রয়েছে। অথচ কারখানা বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) না থাকলেও এসব গার্মেন্ট কারখানা সরকারের নানা সুযোগ-সুবিধা নিচ্ছে। প্রকৃত গার্মেন্ট প্রতিষ্ঠানের মালিকরা মনে করছেন, নামসর্বস্ব এসব কারখানামালিকের কারণে পুরো খাতটির বদনাম হচ্ছে। তারা ভুয়া কাগজপত্র তৈরি করে নানা ধরনের জালিয়াতি করে বেড়াচ্ছে। অনেক সময় বিজিএমইএ এসব প্রতিষ্ঠানের অনুকূলে ইউজার্স ডিক্লারেশনের কাগজপত্রসহ নানা ডক্যুমেন্ট সরবরাহ করে তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এ সুযোগে ভুয়া কারখানা মালিকরা বিজিএমইএ’র সদস্য পরিচয় দিয়ে নানা সুবিধা ভোগ করছে।

দেশের প্রধান রফতানি খাত পোশাক শিল্প মালিকদের সংগঠনে নামসর্বস্ব কারখানা মালিকদের সদস্য থাকা অত্যন্ত ভয়াবহ ঘটনা। এ সংগঠনে এমন ভুয়া সদস্য থাকার বিষয়টি আশ্চর্যজনক হলেও বাস্তবে তাই দেখা যাচ্ছে। এসব সদস্যর কারণে আন্তর্জাতিক পর্যায়ে খাতটির যে বদনাম হচ্ছে, তাতে সন্দেহ নেই। কারখানার নামগন্ধ না থাকলেও কিংবা সাইনবোর্ড সর্বস্ব হয়েও তারা এ খাত দাবড়ে বেড়াচ্ছে। এর ফলে প্রকৃত ব্যবসায়ীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। বলার অপেক্ষা রাখে না, বিজিএমইএ-তে বরাবরই সরকারি দলীয় সমর্থকদের আধিপত্য বেশি। সরকারের অনুকূল্যে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ নির্বাচিত হয়ে থাকে। এতে প্রকৃত নেতৃত্বে অনেক সময় ঘাটতি দেখা দেয়। বছরের পর বছর ধরে সংগঠনের এ ধরনের নেতৃত্ব নিজেদের ভোটার বাড়াতে নামসর্বস্ব কিংবা অন্যকোনো কারখানা দেখানো ব্যক্তিদের সংগঠনের সদস্য করে আসছে। এ সংখ্যা এখন চার শতাধিক। শুধু ভোটের সময় তারা আবির্ভূত হয়। এসব ভুয়া ভোটারদের কাছে প্রকৃত ভোটার ও প্রার্থীরা জিম্মি হয়ে পড়ে। তারা বিপুল অর্থের বিনিময়ে ভোট বেচাকেনায় লিপ্ত হয়। অন্যদিকে, সরকার সমর্থক হওয়ায় এসব ভুয়া গার্মেন্ট মালিক ব্যাংক লোন থেকে শুরু করে এ খাতের নানা সুবিধা ভোগ করছে। এতে প্রকৃত গার্মেন্ট মালিকরা বঞ্চিত হচ্ছে। এদের কারণে তারা পদে পদে সমস্যার সম্মুখীন হচ্ছে। এটা কল্পনাও করা যায় না, একজন গার্মেন্ট ব্যবসায়ীর ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) নেই। অথচ সে বিজিএমইএ’র মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠনের সদস্য। এমন শত শত ভুয়া কারখানা মালিকের কারণে দেশে-বিদেশে সংগঠনটির শুধু বদনাম হচ্ছে না, গার্মেন্ট খাত নিয়ে বিদেশি বায়ারদের কাছে যেমন নেতিবাচক বার্তা যাচ্ছে, তেমনি আস্থার ঘাটতিও দেখা দিচ্ছে। এ কথা বললে অত্যুক্তি হবে না, দেশে ডলারের যে সংকট চলছে, তাতে এসব ভুয়া গার্মেন্ট মালিকেরও দায় রয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এ ধরনের ভুঁইফোড় ও ভুয়া কারখানার মালিকরা আমদানি-রফতানির নামে দেশ থেকে অর্থপাচার ও দুর্নীতি করে অর্থনীতির অপূরণীয় ক্ষতি করে চলেছে। এফবিসিসিআইসহ ব্যবসায়ীদের অন্যান্য সংগঠনেও এ ধরনের ভুয়া ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের সদস্য থাকা অস্বাভাবিক নয়। এজন্য সংগঠনের নেতৃবৃন্দ দায়ী। তাদের অনেকে নির্বাচনে জেতার জন্য প্রভাব খাটিয়ে ভুয়া ভোটার করে থাকে।

ব্যবাসায়িক সংগঠনগুলোতে সরকার দলীয় লোজনের আধিপত্য বেশি। সরকার সমর্থকরাই সবসময় নেতৃত্বে থাকে। বিজিএমইএ-ও এর বাইরে নয়। বিভিন্ন সময়ে সংগঠনটির ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। এবার নির্বাচনকে সামনে রেখে ভুয়া ও নামসর্বস্ব কারখানা মালিকের নাম প্রকাশিত হয়েছে, যা সংঠনটির কার্যক্রমকে বিতর্কিত করে তুলেছে। দেশের পোশাক খাতের বদনামও তাদের জন্য হচ্ছে। প্রকৃত কারখানা মালিকরা মনে করেন, সংঠনের উচিৎ এসব নামসর্বস্ব ও উচ্ছিষ্টভোগীদের সদস্যপদ অবিলম্বে বাতিল করা। শুধু সদস্যপদ বাতিল করলেই হবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাদের অপকর্মের দায়ভার পুরো গার্মেন্ট খাতের উপর পড়ছে। একজন প্রকৃত গার্মেন্ট ব্যবসায়ী ও একজন ভুয়া গার্মেন্ট ব্যবসায়ীর মর্যাদা এক হতে পারে না। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ভুয়া গার্মেন্ট কারখানা মালিকদের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। বিজিএমইএ’র যেসব নেতৃবৃন্দ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য শুধু ভোটার হিসেবে তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাদেরকে এ ধরনের অপকর্ম থেকে বের হয়ে আসতে হবে। তা নাহলে, এর দায় তারা এড়াতে পারবেন না। সংগঠন থেকে আগাছাসদৃশ এবং দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর এসব ভুয়া কারখানা মালিকদের বের করে দিয়ে সংগঠনকে প্রকৃত কারখানা মালিকদের সংগঠনে পরিণত করতে হবে।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

যুদ্ধাস্ত্র হিসেবে রোবটের ব্যবহার বাড়ছে

যুদ্ধাস্ত্র হিসেবে রোবটের ব্যবহার বাড়ছে

এশিয়ার ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও নেই বুয়েট-ঢাকা বিশ্ববিদ্যালয়

এশিয়ার ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও নেই বুয়েট-ঢাকা বিশ্ববিদ্যালয়

অর্থ পাচার : চ্যাংপেং ঝাও এখন পৃথিবীর সবচেয়ে ধনী বন্দী

অর্থ পাচার : চ্যাংপেং ঝাও এখন পৃথিবীর সবচেয়ে ধনী বন্দী

দলের পারফরম্যান্সে খুশি নন আনচেলত্তি

দলের পারফরম্যান্সে খুশি নন আনচেলত্তি

তিউনিসিয়া থেকে ফিরছে আট বাংলাদেশির লাশ

তিউনিসিয়া থেকে ফিরছে আট বাংলাদেশির লাশ

বেগম জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

বেগম জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে সক্ষম আমিই একমাত্র ব্যক্তি : ডোনাল্ড ট্রাম্প

তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে সক্ষম আমিই একমাত্র ব্যক্তি : ডোনাল্ড ট্রাম্প

হংকংয়ে টানা ১০ হাজার বজ্রপাত!

হংকংয়ে টানা ১০ হাজার বজ্রপাত!

হাসপাতালে ভর্তি করা হয়েছে খালেদা জিয়াকে

হাসপাতালে ভর্তি করা হয়েছে খালেদা জিয়াকে

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বিকেলে

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার

এপ্রিলে পাকিস্তানেজুড়ে ঝড়-বৃষ্টি, নিহত ১৪৩

এপ্রিলে পাকিস্তানেজুড়ে ঝড়-বৃষ্টি, নিহত ১৪৩

ফুলক্রুগের গোলে ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে দিল বরুশিয়া ডর্টমুন্ড

ফুলক্রুগের গোলে ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে দিল বরুশিয়া ডর্টমুন্ড

জোড়া গোলে নাসেরকে ফাইনালে তুললেন রোনালদো

জোড়া গোলে নাসেরকে ফাইনালে তুললেন রোনালদো

ফেরার আগে মুস্তাফিজের 'মেডেন'ও জেতাতে পারলনা চেন্নাইকে

ফেরার আগে মুস্তাফিজের 'মেডেন'ও জেতাতে পারলনা চেন্নাইকে

কলাপাড়ায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২

কলাপাড়ায় পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২

আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে : স্পিকার

আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে : স্পিকার

কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ছাত্রীনিবাসের সামনে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড

মানবপাচার-অবৈধভাবে মরদেহ দাফন, সবকিছু বিবেচনায় নেবে ডিবি

মানবপাচার-অবৈধভাবে মরদেহ দাফন, সবকিছু বিবেচনায় নেবে ডিবি

হারাম রিজিক খেয়ে ইবাদত কবুল হবেনা-পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা আব্দুল হাই নদবী

হারাম রিজিক খেয়ে ইবাদত কবুল হবেনা-পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা আব্দুল হাই নদবী