ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

এনআইডি জালিয়াতি : নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে

Daily Inqilab ইনকিলাব

১২ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১২ মে ২০২৪, ১২:০৩ এএম

তথ্য পরিবর্তন করে নির্বাচন কমিশন থেকে ভুয়া এনআইডি কার্ড প্রদান করার অভিযোগে সম্প্রতি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ঢাকা মাহানগর শাখা দুইজনকে গ্রেফতার করেছে। এদের একজন নির্বাচন কমিশনের ডাটা এন্ট্রি অপারেটর। অন্যজন, নির্বাচন কমিশন থেকে এনআইডি সম্পর্কিত তথ্য যোগানদাতা। তাদের যোগসাজসে ক্লায়েন্টদের কাছ থেকে অর্থের বিনিময়ে ভুয়া এনআইডি কার্ড সরবরাহ করা হতো। শুধু এনআইডি নয়, জন্মনিবন্ধন সনদ, ইনকাম ট্যাক্সের টিআইএন সনদ ও কোভিড ভেকসিনেশনের ভুয়া কার্ডও তারা সরবরাহ করতো। হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ফেসবুকে গ্রুপ খুলে সেখানে ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করে এই অপকর্ম চালাতো। এর মাধ্যমে তারা কোটি টাকা আয় করেছে। দিনের পর দিন খোদ নির্বাচন কমিশন থেকে যদি ভুয়া এনআইডি কার্ড প্রদান করা হয় এবং তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের গোচোরিভুত না হয়, তখন বুঝতে বাকি থাকে না, এর সাথে তাদের সম্পৃক্ততা থাকা অসম্ভব নয়। সিটিটিসি’র ইনটেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশন অত্যন্ত দক্ষতার সাথে পর্যবেক্ষণ করে বিষয়টি উদ্ঘাটন এবং এর সাথে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে সিটিটিসি দেশের অপূরণীয় ক্ষতি রোধে দক্ষতার পরিচয় দিয়েছে। তাদের এ দায়িত্ব পালন প্রশংসার দাবি রাখে।

পত্রপত্রিকার সংবাদ থেকে জানা যায়, যাদের এনআইড কার্ড হারিয়ে গেছে কিংবা তথ্য পরিবর্তন করা প্রয়োজন জালিয়াত চক্র তাদের টার্গেট করে এই অপকর্ম করে বেড়াত। এনআইডি কার্ড হারিয়ে গেলে কিংবা তথ্য পরিবর্তন করতে হলে নির্বাচন কমিশনে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হয়। এ প্রক্রিয়া অনেকের কাছে জটিল ও সময়সাপেক্ষ হওয়ায় ভোগান্তিতে পড়তে হয়। তাদের এই ভোগান্তিকে পুঁজি করেই জালিয়াত চক্র অর্থের বিনিময়ে ভুয়া এনআইডি কার্ড প্রদান করে থাকে। সাধারণ মানুষের পক্ষে এটা বিশ্বাস করা খুবই স্বাভাবিক যে, নির্বাচন কমিশনে কর্মরত কেউ যখন কাজটি করে দেয়, তখন তা ভুয়া হওয়ার আশঙ্কা নেই। আবার কোনো দাগী অপরাধী, জালিয়াত চক্র বা অসৎ উদ্দেশ্যেও এনআইডি কার্ডে নাম পরিবর্তনসহ ব্যক্তিগত তথ্য পরিবর্তন করার জন্যও ভুয়া এনআইডি কার্ড সংগ্রহ করে থাকে। এর মাধ্যমে তারা যেমন পার পেয়ে যায়, তেমনি অনেকের বাড়ি, জমিজমা এবং সম্পদ হাতছাড়া হয়ে যায়। এছাড়া, নাম পরিবর্তন করে অর্থপাচারকারিরাও অর্থপাচার করে পার পেয়ে যায়। এমনকি ভুয়া এনআইডি কার্ড দিয়ে ব্যাংক থেকে অন্যের অর্থ হাতিয়ে নেয়াও অসম্ভব কিছু নয়। বলা বাহুল্য, গুরুত্বপূর্ণ কাজে এনআইডি বাধ্যতামূলক। অতি গুরুত্বপূর্ণ এই কার্ড যদি ভুয়া হয়, এবং অন্যের ব্যক্তিগত তথ্য প্রকাশ হয়ে পড়ে, তাহলে ব্যক্তির নিরাপত্তা তো বটেই, দেশের নিরাপত্তাও হুমকির মুখে পড়ে। এ দায় কোনোভাবেই নির্বাচন কমিশনের কর্মকর্তারা এড়াতে পারে না। জালিয়াত চক্র প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়ে দিনের পর দিন জালিয়াতি করে যাচ্ছে, তা তাদের চোখে পড়বে না, এটা বিশ্বাসযোগ্য হতে পারে না। এমনিতেই এনআইডি প্রদানের দায়িত্ব নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যাস্ত করা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। এ প্রেক্ষিতে, নির্বাচন কমিশন থেকেই যদি ভুয়া এনআইডি কার্ড প্রদান করা হয়, তাহলে এর পুরো দায়িত্ব তার উপরই বর্তায়। ইতোমধ্যে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে, ভুয়া এনআইডি কার্ড দিয়ে অনেক রোহিঙ্গা বিদেশ পাড়ি জমিয়েছে। অনেকে এখনো তা বহন করে চলেছে। এটা দেশের নিরাপত্তার জন্য কতটা হুমকি হয়ে রয়েছে, তা ব্যাখ্যা করে বলার অবকাশ নেই।

এনআইড জালিয়াতির সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করার অর্থ এই নয়, তা নির্মূল হয়ে গেছে। পর্যবেক্ষকদের মতে, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তা টিপস অফ আইসবার্গ বা হিমশৈলীর চূড়া মাত্র। তারা নি¤œস্তরের কর্মচারি। এর পেছনে নির্বাচন কমিশনের রাঘব-বোয়ালরা রয়েছে। তদন্ত করে তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন? নি¤œস্তরের দুজনকে গ্রেফতার করার আড়ালে তারা রয়ে গেছে। এটা অনেকটা ‘চুনোপুটি’ ধরে দুর্নীতিবাজদের ধরা হয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘আই ওয়াশ’ করার মতো। যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, দুদক তাদের ডেকে নামমাত্র জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিচ্ছে। তারা দায়মুক্তি পেয়ে যাচ্ছে। এজন্য, দুর্নীতি দমন কমিশনকে বড় দুর্নীতিবাজদের ‘সাধু’ বানানোর মেশিন বলা হয়। বিশেষজ্ঞদের মতে, ভুয়া এনআইডি জালিয়াতির পেছনে নির্বাচন কমিশনে যেসব কর্তাব্যক্তি জড়িত, তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এনআইডি কার্ড প্রদানের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন এবং সৎ কর্মকর্তা ও কর্মচারিদের দায়িত্ব প্রদান করতে হবে। সাধারণ মানুষ যাতে, ভোগান্তি ও বিড়ম্বনা ছাড়া এনআইডি কার্ড পেতে পারে, সেটা নিশ্চিত করতে হবে।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গর্ভে থাকা সন্তান মারা গেলে মা-বাবা প্রতিদান প্রসঙ্গে?

গর্ভে থাকা সন্তান মারা গেলে মা-বাবা প্রতিদান প্রসঙ্গে?

হাজীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে কিশোরসহ ৪ জনের অবস্থা গুরুত্বর : আহত ৫০

হাজীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে কিশোরসহ ৪ জনের অবস্থা গুরুত্বর : আহত ৫০

উত্তরপ্রদেশে নেকড়ের পর এবার রাজস্থানে চিতাবাঘের হামলা, দুদিনে নিহত ৩

উত্তরপ্রদেশে নেকড়ের পর এবার রাজস্থানে চিতাবাঘের হামলা, দুদিনে নিহত ৩

কলকাতায় ৪১ দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের

কলকাতায় ৪১ দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের

দুই রাজ্যে সংঘাত, ২৪ ঘণ্টা বন্ধ থাকল পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানা

দুই রাজ্যে সংঘাত, ২৪ ঘণ্টা বন্ধ থাকল পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানা

ডায়নার সঙ্গে দুমড়ে মুচড়ে গিয়েছিল দেহ, এবার ধর্ষণে অভিযুক্ত সেই ডোডির বাবা

ডায়নার সঙ্গে দুমড়ে মুচড়ে গিয়েছিল দেহ, এবার ধর্ষণে অভিযুক্ত সেই ডোডির বাবা

ভারতে 'এক দেশ এক ভোট’ আয়োজন কতটা সম্ভব হবে?

ভারতে 'এক দেশ এক ভোট’ আয়োজন কতটা সম্ভব হবে?

বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত ৯

বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত ৯

কুমিল্লায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় প্রবাসীর ওপর হামলা

কুমিল্লায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় প্রবাসীর ওপর হামলা

এবার হলিউডের সিনেমায় জ্যাকুলিন

এবার হলিউডের সিনেমায় জ্যাকুলিন

৯ বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা!

৯ বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা!

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত