ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১

ভারত ও শেখ হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে হবে

Daily Inqilab ইনকিলাব

০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ছাত্র-জনতার সমর্থিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁরা দেশের এক ক্রান্তিকাল এবং ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়েই দেশ পরিচালনার কাজ শুরু করেছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরপরই ভারতের আশ্রয়ে থাকা স্বৈরাচার শেখ হাসিনা নানা ষড়যন্ত্র শুরু করে, এখনও করে যাচ্ছেন। তার রেখে যাওয়া দোসরদের দিয়ে একের পর এক বিশৃঙ্খলা ও দাবি-দাওয়ার আন্দোলনের নামে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অস্থিতিশীল করে তোলার অপচেষ্টা চালি যাচ্ছে। সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারিদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন, সংখ্যালঘু কার্ড প্লে, জুডিশিয়ারি ক্যু, আনসারদের দিয়ে আন্দোলন করিয়ে সরকারকে অস্থির ও নাজুক করে তোলার ভয়াবহ চক্রান্ত চলেছে। সর্বশেষ গাজীপুর ও আশুলিয়ায় গার্মেন্ট শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে আন্দোলন ও ভাঙচুর করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব চক্রান্ত ও ষড়যন্ত্র যে ভারতের আশ্রয়ে থাকা হাসিনা ও মোদির যৌথ প্রযোজনায় হচ্ছে, তা নিয়ে সন্দেহ ও সংশয়ের অবকাশ নেই। মোদি শেখ হাসিনাকে আগলে রেখে দেশে তার নেতাকর্মী ও দোসরদের দিয়ে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার কাজে তৎপর রয়েছেন। ভারতে বসেই শেখ হাসিনা, ষড়যন্ত্রমূলক কথাবার্তা অনবরত বলে যাচ্ছেন। ড. মুহাম্মদ ইউনূস এ প্রেক্ষিতে যথার্থভাবেই বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে না পর্যন্ত তাকে চুপ থাকতে হবে। তাঁর এ হুঁশিয়ারি সময়োপযোগী এবং সাধুবাদযোগ্য।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অত্যন্ত বিচক্ষণতা ও দৃঢ়তার সাথে ষড়যন্ত্র ও চক্রান্তমূলক নানা আন্দোলন মোকাবেলা করেছে ও করে যাচ্ছে। শেখ হাসিনা ও মোদি এখন দেশের প্রধানতম রফতানি খাত গার্মেন্টকে অস্থিতিশীল করে তোলার চক্রান্ত করছে। গতকাল প্রকাশিত ট্যাবলয়েড পত্রিকা মানবজমিনের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ খাতকে অস্থিতিশীল করে তোলার চক্রান্তের কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বহিরাগত সন্ত্রাসীরা আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন গার্মেন্টে গিয়ে শ্রমিকদের বেতন বাড়ানোর ‘এখনই সময়’ বলে তাদের আন্দোলনে নামাতে উসকানি দিয়েছে। শ্রমিকরা এসবের কিছুই জানত না বলে তারা জানিয়েছে। অন্তর্বর্তী সরকার দক্ষতার সাথে গাজীপুরের আন্দোলন মোকাবেলা করেছে। সেখানের শ্রমিকরা কাজে ফিরে গেছে। আশুলিয়ায় গতকাল পর্যন্ত কিছু বিক্ষোভ চলেছে। যৌথ বাহিনীর অভিযানে কয়েকজন আটক হয়েছে। এরা হামলা ও বিশৃংখলা সৃষ্টির হোতা ছিল বলে জানা গেছে। এই দুই অঞ্চলে গার্মেন্ট খাত অশান্ত করে তোলার ক্ষেত্রে সেখানের সাবেক মেয়র ও এমপিরা মুখ্য ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। তারা শেখ হাসিনা ও মোদির ষড়যন্ত্র বাস্তবায়নে নেমেছে। স্বৈরাচার শেখ হাসিনার আমলে বিভিন্ন সময়ে শ্রমিকদের দিয়ে আন্দোলন করিয়ে গার্মেন্ট খাত ধ্বংস করার চক্রান্তের কথা সকলেরই জানা। সেক্ষেত্রেও ভারতের দালাল হিসেবে পরিচিত শেখ হাসিনার লোকজনের মদত ছিল। শেখ হাসিনার ভারতের কথার বাইরে যাওয়ার তাকদ ছিল না। নিজের নাক কেটে হলেও ভারতের স্বার্থ রক্ষায় তার ভূমিকা ছিল অবিচল। কারণ, গার্মেন্ট খাতের বিস্তৃতি সংকুচিত বা ধ্বংস হলে বাংলাদেশের ক্রেতারা ভারতের দিকে চলে যাবে। এতে ভারতের স্বার্থ রক্ষা হবে। সে সময় গার্মেন্টখাতের উদ্যোক্তারা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তাতে কর্ণপাত করা হয়নি। এতে শত শত গার্মেন্ট কারখানা বন্ধ হয়ে যায়। এবার অন্তর্বর্তী সরকারকে বিপাকে ফেলার জন্য নতুন করে মোদি-হাসিনা জোট গার্মেন্ট খাতকে অশান্ত করে তুলতে মত্ত হয়ে উঠেছে। তবে এতে যে লাভ হবে না, তা নিশ্চিত করে বলা যায়। মোদি-হাসিনার ষড়যন্ত্রের মধ্যেই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ পুরো পশ্চিমাবিশ্ব এখন ইউনূসের পক্ষে দাঁড়িয়ে বিপুল সমর্থন ও অভিনন্দিত করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বের ১০৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি, ৯২ জন নোবেলজয়ী, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতা এক যৌথ চিঠিতে তাঁকে অভিনন্দন জানিয়েছে। ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকেই বিশ্বের পরাশক্তি ও ধনী দেশগুলোর সমর্থন পেয়ে আসছেন। তারা দৃঢ় আশা ব্যক্ত করে বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির একটি দেশে পরিণত করতে পারবেন। এতদিন বর্হিবিশ্বে বাংলাদেশ যে ইমেজ সংকটে ভুগছিল, তা রাতারাতিই ইতিবাচক হয়ে গেছে। ড. ইউনূস দায়িত্ব নেয়ার পর থেকে দেশের অর্থনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে। চট্টগ্রাম বন্দর সচল হওয়ার মধ্য দিয়ে আমদানি-রফতানি বৃদ্ধি, রেমিট্যান্সের রেকর্ড প্রবাহসহ অর্থনীতির সূচকগুলো ধীরে ধীরে বাড়ছে। শেখ হাসিনা দেশকে অর্থনীতিতো বটেই, সবদিক দিয়ে ফোকলা করে গেছেন। মাত্র একমাস বয়সী অন্তর্বর্তী সরকার রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে অর্থনীতির যে সংস্কার শুরু করেছে, তাতে স্বৈরাচার শেখ হাসিনার তথাকথিত উন্নয়নের রোল মডেল থেকে বাংলাদেশ বিশ্বে সত্যিকারের রোল মডেলের দিকে যাত্রা শুরু করেছে।

আমরা বারবার বলেছি, স্বৈরাচার শেখ হাসিনা দেশকে যে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছেন, সেখান থেকে পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। সব খাত সংস্কার করে দেশকে সমৃদ্ধির পথে আনতে সময় লাগবে। এর মধ্যে মোদি-হাসিনার যৌথ ষড়যন্ত্র চলছে, সামনেও হয়তো চলবে। একদিকে সংস্কার, অন্যদিকে ষড়যন্ত্র মোকাবেলা করা সহজ কাজ নয়। তবে যতই দিন যাচ্ছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশকে সঠিক ট্র্যাকে তোলার দৃশ্যমান কাজ করে যাচ্ছে। গার্মেন্ট খাতে যে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে, আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার অচিরেই এর নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তির মুখোমুখি করবে। সংশ্লিষ্ট এলাকায় সেনাবাহিনীকে সার্বক্ষণিকভাবে নিয়োজিত রেখে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। শুধু সেখানেই নয়, দেশের সর্বত্র সেনাবাহিনীকে পূর্ণ শক্তিতে নিয়োজিত করতে হবে। যেখানেই চক্রান্তকারিরা বিভিন্ন উসিলায় অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করবে, সেখানে জিরো টলারেন্স দেখাতে হবে।

 


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা