সকলের ভোটাধিকার নিশ্চিত করতে হবে
০৪ জানুয়ারি ২০২৫, ১২:২৬ এএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ১২:২৬ এএম
ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট ক্ষমতা থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এবং এখন তিনি সেখানেই বসবাস করছেন। এর মাধ্যমে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের একটানা সাড়ে ১৫ বছরের দোর্দ- প্রভাবের শাসনের অবসান হয়। গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সরকার এখন দেশ সংস্কার এবং একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য কাজ করছেন। এদিকে ৫ সেপ্টেম্বর শেখ হাসিনার নিয়োগকৃত সিইসি কাজী হাবিবুল আউয়াল এবং তার দল পদত্যাগ করেন। পরবর্তীতে ২৯ অক্টোবর সরকার কর্তৃক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম, পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স¤পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপিকা জিন্নাতুন নিছা তাহমিদা বেগমকে সদস্য করে ইসি গঠনে ছয় সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠিত হয়। এই সার্চ কমিটি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নতুন ইসি গঠনের জন্য বিভিন্ন ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে জমা দেন। পরবর্তীতে রাষ্ট্রপতির আদেশক্রমে ২১ নভেম্বর সিইসি এবং ইসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয় এবং ২৪ নভেম্বর তারা শপথ গ্রহণ করেন। এভাবে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়।
ভোটাধিকার একজন মানুষের সাংবিধানিক অধিকার হলেও, বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনসমূহে মানুষ ভোট দিতে পারেনি। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং সংসদ নির্বাচনসহ কোনো নির্বাচনেই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এসব নির্বাচনে ভোটের নামে ¯্রফে একটি তামাশা করা হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় এসব ভোটের প্রতি জনগণের তেমন একটা আগ্রহ ছিল না। ফলে অধিকাংশ ভোটারই ভোট প্রদান করতে ভোটকেন্দ্রে যাননি। তাছাড়া এসব নির্বাচনে আওয়ামী লীগের কর্মীবাহিনী ব্যালট বাক্স ছিনতাই করেছে, জাল ভোট মেরে ব্যালেট বাক্স ভর্তি করেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে এবং নিজেদের ইচ্ছামত ফলাফল ঘোষণা করে নিজেদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে। সরকারের প্রশাসন এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বরাবরই এসব কাজে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তা দিয়েছে। আর নির্বাচন কমিশন এই নির্বাচনী ফলাফলকে অনুমোদন করেছে এবং এর মাধ্যমে এসব নির্বাচনকে বৈধতা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্বাচনের প্রতি মানুষের আস্থা এবং আগ্রহ এতটাই কমে যায় যে, স্বযং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীই তাদের দলীয় প্রার্থীকে ভোট দেয়ার জন্য ভোটকেন্দ্রে যায়নি এবং ভোট দেয়নি। এখন নবনিযুক্ত নির্বাচন কমিশনকে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং নির্বাচনের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। সুতরাং নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করতে হবে।
আওয়ামী লীগের শাসনামলে এদেশে তিনটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম সংসদ নির্বাচন। তৎকালীন সিইসি ছিলেন কাজী রকীব উদ্দিন আহমদ। বিএনপি-জামায়াত জোট সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। সেবার ১৫৩টি আসনে বিনা ভোটে এমপি নির্বাচিত হয়। বাকী আসনগুলোতে নামকাওয়াস্তে নির্বাচন হয়। বিরোধীদল বিহীন এই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয় এবং পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হয়। পাঁচ বছর পর ২০১৮ সালের ২৯ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তৎকালীন সিইসি ছিলেন কে এম নুরুল হুদা। সেই নির্বাচনে বিএনপি-জামায়াত জোট অংশগ্রহণ করে। সেবারের ভোট আগের রাত্রে স¤পন্ন হয়। সরকার দলীয় কর্মীবাহিনী প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে বিপুল পরিমাণে ব্যালট পেপারে সিল মেরে ব্যলেট বাক্স ভর্তি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয় নিশ্চিত করে। এই ভোট ইতিহাসে নিশি রাতের ভোট হিসেবে পরিচয় লাভ করে। নিশি রাতের এই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয় এবং ক্ষমতায় অধিষ্ঠিত হয়। পাঁচ বছর পর ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সময়ে সিইসি ছিলেন কাজী হাবিবুল আউয়াল। এই নির্বাচনে বিএনপি-জামায়াত জোট অংশগ্রহণ করে নাই এবং নির্বাচন বয়কট করে। আওয়ামী লীগ এবার নতুন ফর্মুলা প্রণয়ন করে। আওয়ামী লীগের বিরাট সংখ্যক প্রার্থী স্বতন্ত্র হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করে। স্বতন্ত্র প্রার্থীরা ছিলেন আওয়ামী লীগের ডামি প্রার্থী। ডামি-আমির নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করে। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং পরবর্তীতে এই সংসদ ভেঙ্গে দেয়া হয়। এই তিনটি সংসদ নির্বাচনের প্রতিটিই জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এবং প্রতিবারই তারা সংসদে বিরোধী দল হয়েছে।
আওয়ামী লীগের শাসনামলে অনুষ্ঠিত তিনটি সংসদ নির্বাচনই ইতিহাসে প্রহসনের নির্বাচন হিসেবে চিহ্নিত হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য যেসব নির্বাচন হয়েছে, তাও ছিল প্রহসনের নির্বাচন। এসব নির্বাচনের কোনটাতেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়নি অর্থাৎ জনগণ নির্বাচনে অংশগ্রহণ করেনি। এসব নির্বাচনে ভোটের নামে ভোট কারচুপি হয়েছে। জনগণের ভোট প্রয়োগের হার ছিল একেবারেই কম। এক কথায় আওয়ামী লীগ তাদের শাসনামলে শুধু ভোট চুরিই করেনি, বরং পুরো নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করেছে। এখন জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে। তার জন্য পুরো নির্বাচনী ব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে। নতুন নির্বাচন কমিশনকে এই গুরুদায়িত্ব পালন করতে হবে। ভোটের প্রতি দেশের জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। তার জন্য স্বচ্ছ, স্বতঃস্ফূর্ত এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। প্রতিটি মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। একজন মানুষের সামাজিক অবস্থান যাই হোক না কেন, নির্ভয়ে এবং নিঃসংকোচে তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবেÑ এই মীলনীতিকে প্রতিষ্ঠা করতে হবে। ভোটের মাঠে সকল প্রার্থীর ভয়হীন প্রচারণা নিশ্চিত করতে হবে। নির্বাচনে জোর করে ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই এবং জাল ভোট প্রদান চিরতরে বন্ধ করতে হবে। ভোট গণনায় কারচুপি বন্ধ করতে হবে। কেউ যদি কারো ভোটাধিকার হরণ করে অথবা হরণের চেষ্টা করে এবং জাল ভোট প্রদান করে অথবা প্রদানের চেষ্টা করে, তবে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এজন্য নির্বাচন বিধিতে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে এবং নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে। তরুণ প্রজন্মসহ অনেকেই মানুষ এখনো ভোটার হয়নি। তাদের ভোটার করার উদ্যোগ নিতে হবে এবং নির্বাচনের আগে সকল প্রাপ্তবয়স্ক মানুষকে ভোটার করতে হবে। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এদেশের প্রায় এক কোটি মানুষ প্রবাসে কাজ করে এবং বসবাস করে। এসব মানুষের অধিকাংশই প্রাপ্ত বয়স্ক এবং তারা সবাই ভোটার। এই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সেই সচল এদেশের অর্থনীতির চাকা। কিন্তু ভোটের সময় বিদেশে অবস্থানের কারণে তারা ভোট দিতে পারেন না। আমরা সকল প্রবাসীদের ভোটাধিকার এবং ভোটের সুযোগ চাই। এজন্য নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে।
লেখক: প্রকৌশলী ও উন্নয়ন গবেষক।
[email protected]
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
অবৈধভাবে’ চাঁদনী চক বিজনেস ফোরামের কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ
টেকনাফের গভীর অরণ্যে এক বন্য হাতির বাচ্চা প্রসবের সময় মা হাতির মৃত্যু, শাবক উদ্ধার
ইলিয়াসের লাইভ টকশোতে ১৫ই আগস্ট সম্পর্কে যা বললেন মেজর ডালিম বীর বিক্রম
ময়মনসিংহ প্রেসক্লাব ফ্যাসিস্ট মুক্ত হয়েছে কি?
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা খালেদা জিয়ার
খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নেতাদের আলোচনা, যা বললেন মির্জা ফখরুল
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক সিইসি আবদুর রউফ
এটি আসলে একটি ভিন্ন জগৎ, এখানে অনেক চ্যালেঞ্জ : ড. ইউনূস
অবৈধভাবে’ চাঁদনী চক বিজনেস ফোরামের কমিটি ভেঙে প্রশাসক নিয়োগ
৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সংষ্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করলে এদেশের মানুষ কোন ভাবেই মেনে নিবেনা : আমিনুল হক
কবরে লুকানো ছিল অস্ত্র, আটক ১
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার
সামাজিক মাধ্যমে ভাইরাল রোজার আবেগঘন স্ট্যাটাস
ভারতে নয় জজদের প্রশিক্ষণের জন্য বিজ্ঞ মুফতিদের কাছে পাঠান
এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের আয়োজনে অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত
আড়ানী পৌরসভায় গণ-অভ্যুত্থানের ছবির উপর জয় বাংলা স্লোগান- ছাত্রজনতাসহ সকলের নিন্দা ও ক্ষোভ
এবারের আন্দোলনের ঘোষক ও রূপকার তারেক রহমান : আজাদ
নালিতাবাড়ীতে গর্তে পড়ে শিশুর মৃত্যু