রম্য রচনার দিকপাল সৈয়দ মুজতবা আলী
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ এএম

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক, ছোট গল্পকার, অনুবাদক, রম্যরচয়িতা সৈয়দ মুজতবা আলী ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর অবিভক্ত ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস ছিল হবিগঞ্জে। পিতা সৈয়দ সিকান্দার আলী একজন উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা ছিলেন। পিতার চাকরি সূত্রে মুজতবা আলী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেন। প্রাথমিক, মাধ্যমিক পড়া শেষ করে তিনি ১৯২১ সালে শান্তিনিকেতনে ভর্তি হন। বিশ্ব ভারতীয় প্রথম দিকের ছাত্র সৈয়দ মুজতবা আলী সেখানে আরবী, ইংরেজী, ফার্সী, উর্দু, হিন্দী, গুজরাটি, ফরাসি, জার্মান, ইতালিসহ নানা ভাষা শিক্ষা লাভ করেন। ১৯২৬ সালে এখান থেকে বিএ ডিগ্রী অর্জন করেন। এরপর আলীগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। অতঃপর দর্শনশাস্ত্র পড়ার জন্য বৃত্তি নিয়ে জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে যান। তুলনামুলক ধর্মতত্ত্বে গবেষণার জন্য তিনি ডি.ফিল লাভ করেন ১৯৩২ খ্রিষ্টাব্দে। ১৯৩৪-৩৫ সালে তিনি মিশরে বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
সৈয়দ মুজতবা আলী শান্তিনিকেতন পড়ার সময় লেখালেখি শুরু করেন। পরবর্তীতে সত্যপীর, ওমর খৈয়াম, টেকচাঁদ, প্রিয়দর্শী প্রভৃতি ছন্দনামে দেশ, আনন্দবাজার, বসুমতি, মোহাম্মদীসহ বিভিন্ন পত্রিকায় কলাম লিখতেন। বহু দেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকে ভ্রমণকাহিনীও লিখতেন। তিনি ভ্রমণকাহিনীর জন্য সর্বমহলে জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও লেখেন ছোটগল্প, উপন্যাস, রম্যরচনা। বিভিন্ন ভাষা থেকে শ্লোক রূপকের যর্থাথ ব্যবহার, হাস্যরস, সৃষ্টিতে পারদর্শিতা এবং এর মধ্যে দিয়ে গভীর জীবনবোধ ফুটিয়ে তোলার ক্ষমতা তাকে বাংলা সাহিত্যে এক বিশেষ মর্যাদায় আসনে বসিয়েছে। তিনি শতাব্দীর শ্রেষ্ঠ বাঙ্গালী সাহিত্যিকদের অন্যতম হিসাবে পরিচিত লাভ করেন। তার রচিত বইয়ের সংখ্যা ৩০টি, তার মধ্যে ভ্রমণকাহিনী- দেশে বিদেশে ১৯৪৯, জলে ডাঙ্গায় ১৯৬০, উপন্যাস, উপন্যাস-অবিশ্বাস ১৯৫৪, শবনম ১৯৬০, শহরইয়ার ১৯৬৯, ছোটগল্প-চাচা কাহিনী ১৯৫২, টুনি মেম ১৯৬৪ রম্যরচনা- পঞ্চতন্ত্র ১৯৫২, ময়ুরকণ্ঠী ১৯৫২ গল্পমালা-রাজা উজির, ধূপছায়া, বেচে থাক সর্দি-কাশি, পুরশ্চ, পাদটীকা, তীর্থহীনা, কর্ণেল, রাক্ষসী, বিধবা বিাহ, ক্যাফে-দে-জেনি, মা জননী, বেল তুলে দু-দু‘বার, স্বয়ংবরা, রসগোল্লা (ইংরেজী) উল্লেখযোগ্য। সৈয়দ মুজতবা আলী ১৯৪৯ সালে নরসিং দাস পুরস্কার লাভ করেন। ১৯৬১ সালে আনন্দ পুরস্কার। সাহিত্যেক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার ২০০৫ সালে তাঁকে মরনোত্তর একুশে পদকে ভূষিত করেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে দেশ বিদেশের বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
বলা বাহুল্য, রম্য রচনায় সৈয়দ মুজতবা আলীর ভাষাভঙ্গিকে এখন পর্যন্ত অন্য কোনো বাংলা সাহিত্যিকের পক্ষে সুষ্ঠুভাবে অনুকরণ বা অনুসরণ করা সম্ভব হয়নি। কারণ তাঁর এ ভাষাভঙ্গি বা ‘স্টাইল’ সম্পূর্ণ ভিন্ন জাতের ভিন্ন স্বাদের। তিনি বহুভাষাবিদ ছিলেন বলেই তাঁর রচনায় প্রবেশ করেছে বহুভাষার অজস্র শব্দ, ভাষাভঙ্গি, বানান,উচ্চারণ, বাগধারা, প্রবাদ-প্রবচন। বিভিন্ন ভাষার শব্দ, শব্দাংশ ইত্যাদি জুড়ে তিনি কত যে জোড়কমল শব্দ সৃষ্টি করেছেন তাঁর সীমা-পরিসীমা নেই। একই বাক্যে অবলীলাক্রমে তিনি, বাংলা, উর্দু, আরবি, ফার্সি, ফরাসি, ইংরেজি শব্দকে পাশাপাশি বসিয়ে প্রাণের কথা বলতে পারতেন। এমনকি, একই বাক্যে সাধু-চলিত ভাষা অর্থাৎ তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি ইত্যাদি নানা শব্দকে পাশাপাশি বসিয়ে দেয়ার অদ্ভূত দক্ষতা ছিল তাঁর । অথচ বাক্যগুলোতে গুরুচন্ডালী দোষ ঘটেছে বলে মনেই হয় না। সাধু গদ্যের তৎসম শব্দের পাশে তিনি অনায়াসেই সিলেট-ঢাকা-ময়ময়সিংহ- বরিশালের উপভাষার শব্দকেও জুড়ে দিয়ে তাঁর রচনাশৈলীকে সর্বশ্রেণীর পাঠকের কাছে আকর্ষণীয় করে তুলতে পারতেন। সর্বোপরি ছিল তাঁর বৈঠকিঢঙে, হাস্য কৌতুক ও অম্লমধুর রঙ্গ-ব্যঙ্গের মাধ্যমে কথা বলার পটুতা। কথা বলতে বলতে হঠাৎ তাতে এমন এক নাটকীয় চমক সৃষ্টি করতেন যা অনায়াসেই পাঠকদেরকে বিস্ময়ে অভিভুত করে দিত।
মুজতবা আলীর বহু রচনাতেই তিনি অজস্রবার ‘গুল’ শব্দটির ব্যবহার করেছেন। শব্দটির অর্থ ধাক্কা দেওয়া বা অপরকে ঠকানোর জন্যে বানিয়ে কিছূ বলা। এভাবে কত সময়ে কত কথাই বানিয়ে বানিয়ে বলে তিনি শ্রোতাদের/পাঠকদেরকে মুগ্ধ করে প্রশংসা কুড়িয়েছেন। বুদ্ধিদীপ্ত হাস্যরস সৃষ্টি করে পাঠক/শ্রোতাদের আনন্দ দানের জন্য তিনি নিজের নামকরণ করেছেন ‘গুলম্গীর’। সম্্রাট আলমগীরের নাম সাদৃশ্যে তিনি এ ‘গুলম্গীর ’ শব্দটির উদ্ভাবন করেছেন। যে সমস্ত দুষ্টু ছেলেরা রক-এ বসে আড্ডা মারে তাদেরকে রকবাজ বলে সবাই জানে। কিন্তু বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনীব্যক্তি ‘রকফেলার’-এর নামানুসারে রকবাজ ছেলেদের নামও ‘রকফেলার’ রেখে তিনি অনাবিল হাস্যরস সৃষ্টি করেছেন। ছোট্ট শিশু ও কিশোরদের বোঝাতে তিনি বহু স্থানে ব্যবহার করেছেন ‘আন্ডা-বাচ্চা’ শব্দটি। ‘স্ত্রী-ছেলে-মেয়ে’ বোঝাতে তিনি যখন লেখেন ‘বিবি-বাচ্চা-বাচ্চি’ তখন স্বভাবতই আমরা করুণ রস রসিক বাঙালি পাঠকরাও আর কিন্তু না, হেসে থাকতে পারে না। এদিকে ‘মামলেড’, ‘মমলেড’ কিংবা ‘অমলেট’ শব্দ নিয়েও কি তিনি কম রসিকতা করেছেন? ‘অবিশ্বাস্য’ উপন্যাস থেকে কয়েকটি বাক্য এ প্রসঙ্গে তুলে ধরছি, ‘ও-বেলি বললে, ‘ডিম দিয়ে মামলেড কী করে হয় হে? মামলেড তো হয় কমলালেবুর খোসা দিয়ে।’ তখন সোম ও ও-বেলিকে বলে ‘আজ্ঞে মামলেড নয় মমলেড!’ ও-বেলি বলে ‘ও! আমলেট।’ তখন সোম বলে- ‘আজ্ঞে না। অমলেট হয় বিলেতে বিলিতি ডিম দিয়ে। দেশি ডিমে হয় মমলেট।’
‘পঞ্চতন্ত্র’ মুজতবা আলীর বিখ্যাত রম্যরচনা গ্রন্থ। গ্রন্থটির প্রতিটি রচনাই আমাদের মুগ্ধ করে। বৈঠকি ঢঙে, রঙ্গ-ব্যঙ্গ-কৌতুক রসের সমাবেশে, রম্য কথার যাদু দিয়ে অতি সহজেই তিনি পাঠক শ্রোতাকে আকর্ষণ করতে পেরেছেন। ‘বইকেনা’ রচনাটি এ প্রসঙ্গে মনে পড়ছে। এখানে তিনি বাঙালি পাঠকদের বই পড়ার প্রবল আগ্রহের কথা যেমন বলেছেন তেমনি বলেছেন বই কেনার প্রতি তাদের প্রবল অনাগ্রহের কথা। শুধূ তাই নয়, অম্লমধূর রঙ্গ-ব্যঙ্গ ও নাটকীয় চমকের মাধ্যমে তিনি বাঙালি পাঠকের বই না-কেনার কারণটি যখন জানিয়েছেন তখন তাতে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে।
এ রচনায় লেখক বলতে চেয়েছেন যে, মাছির মাথার চারদিকে অসংখ্য চোখ আছে বলে মাছি একই সময়ে সমস্ত পৃথিবীটা দেখতে পায়। তাই গুণী ও জ্ঞানী আনতোল ফ্রাঁস নাকি এ বলে দুঃখ করতেন, ‘হায়, আমার মাথার চতুর্দিকে যদি মাছির মত চোখ বসানো থাকত তাহলে আচক্রবাল বিস্তৃত এ সুন্দরী ধরণী সম্পূর্ণ সৌন্দর্য এক সঙ্গেই দেখতে পেতুম।’ কিন্তু ফ্রাঁস এটাও বলেছিলেন যে, মাথার চতুর্দিকে চোখ বাড়াতে না পারলেও কিন্তু মানুষ বই বড়ার মধ্য দিয়ে তার মনের চোখ বাড়াতে পারে। সুতরাং বই পড়ার জন্য বই কেনার প্রবৃত্তি। মনের চোখ বাড়ানোর প্রয়োজনীয়তা দেখাতে গিয়ে নাকি বারট্রান্ড রাসেল বলেছিলেন-‘সংসারে জ্বালা-যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়।’
দাম বেড়ে যাওয়ায় বই কেনা যাচ্ছে না, এ অভিমত মেনে নিতে পারেননি মুজতবা আলি। তাই তিনি কিছুটা খোঁচা দিয়ে বলেছেন- ‘জ্ঞান তৃষ্ণা তার প্রবল, কিন্তু বই কেনার বেলা সে অবলা। আবার কোনো কোনো বেশরম বলে, বাঙালির পয়সার অভাব।’ বটে। কোথায় দাঁড়িয়ে বলছে লোকটা এ কথা? ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে না সিনেমার টিকিট কাটার ‘কিউ’ থেকে।’ পরিশেষে তিনি অম্লমধুর ব্যঙ্গের খোঁচা মারলেন আরব্য উপন্যাসের এ বিখ্যাত গল্পটির মাধ্যমে-‘এক রাজা তাঁর হেকিমের একখানা বই বাগাতে না পেরে তাঁকে খুন করেন। বই হস্তগত হল। রাজা বাহ্যজ্ঞান হারিয়ে বইখানা পড়ছেন। কিন্তু পাতায় পাতায় এমনি জুড়ে গিয়েছে যে, রাজা বার বার আঙুল দিয়ে মুখ থেকে থুথু নিয়ে জোড়া ছাড়িয়ে পাতা উল্টাচ্ছেন। এদিকে হেকিম আপন মৃত্যুর জন্যে তৈরি ছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থাও করে গিয়েছিলেন। তিনি প্রতিটি পাতায় পাতায় কোণের দিকে মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ। রাজার আঙুল সে বিষ মেখে নিয়ে যাচ্ছে মুখে। রাজাকে প্রতিহিংসার খবরটিও হেকিম রেখে গিয়েছিলেন কিতাবের শেষ পাতায়। সেটি পড়ার সঙ্গে সঙ্গে রাজা বিষবাণের ঘায়ে ঢলে পড়লেন। বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয়, সে যেন গল্পটা জানে, আর মরার ভয়ে বই কেনা, বই পড়া ছেড়ে দিয়েছে।’
এভাবে বিচিত্র বিষয় ও ভাবানুসারে উপযুক্ত ভাষা ব্যবহারের মাধ্যমে মুজতবা আলি তাঁর রচনাগুলোকে বেশ রসালো ও উপভোগ্য করে তুলতে সক্ষম হয়েছেন। যে কোন বিষয়েই রম্যরচনা রচিত হতে পারে। কিন্তু তাকে কালোত্তীর্ণ সাহিত্য রূপে প্রতিষ্ঠিত করতে হলে প্রয়োজন সূক্ষ্ম রসদৃষ্টি, বুদ্ধির প্রাচুর্য, এবং পরিবেশনার একটি হৃদয়গ্রাহী ভঙ্গি। বলা বাহুল্য, উক্ত বৈশিষ্ট্যগুলো মুজতবা আলির সম্পূর্ণ আয়ত্তে ছিল। সর্বোপুরি তাঁর ছিল রস- প্রগাঢ় জীবনদৃষ্টি আর সে জীবনদৃষ্টিই ছিল তাঁর পরম রমনীয় রম্যরচনা সৃষ্টির মূল চাবিকাঠি।
সৈয়দ মুজতবা আলী আজ আর আমাদের মধ্যে নেই। ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

রাশিয়ার পক্ষে যুদ্ধে গেছে শত বাংলাদেশি

ইন্দুরকানীতে ডায়রিয়া রোগীর প্রকোপ হাসপাতালে কলেরা স্যালাইন সংকট

গাজায় মানবিক বিপর্যয় নিয়ে জাতিসংঘের উদ্বেগ, অবরোধ তুলে নেওয়ার আহ্বান

এসএসসি পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা, কোচিং-ফটোকপি বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা

এশিয়ার শেয়ারবাজারে বড় ধস, তেলের দামেও পতন

গাজা ইস্যুতে সিসি ও ম্যাখোঁর সঙ্গে জর্দানের রাজার বৈঠক আজ

ঐকমত্য কমিশনের সংলাপ ফের শুরু আজ

সকালে ব্রিদিং এক্সারসাইজের উপকারিতা

মতলব দক্ষিণ থানার এসআই জীবন চৌধুরীর বেতন বন্ধের নির্দেশ

সাবেক এমপি কেরামত আলী গ্রেফতার

নীলফামারীর উত্তরা ইপিজেডে মেশিন বিস্ফোরণে ২জন শ্রমিক দগ্ধ

ট্রাম্পের সাথে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে ছুটলেন নেতানিয়াহু

বিক্ষোভে উত্তাল মণিপুর, নেতার বাড়িতে আগুন দিলো জনতা

ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন আজ শুরু

ইয়েমেনে সর্বশেষ মার্কিন বিমান হামলায় নিহত ৪

মধ্যপ্রাচ্যের ৬ দেশকে হুমকি ইরানের, যুদ্ধের শঙ্কা

রাজধানীর বংশালে আগুন, নিহত ১, আহত ৭

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে আজ ধর্মঘট

দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩

ঈদকে কেন্দ্র করে কৃষি নির্ভর বরিশাল অঞ্চলের অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার