শিল্পী জাহাঙ্গীর আলমের প্রণের গান শীর্ষক চিত্রপ্রদর্শনী
০৫ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী জাহাঙ্গীর আলমের ‘প্রাণের গান’ শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনীটি উদ্বোধন হয় গত শুক্রবার। শেষ হবে ১১ নভেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিস এ খান, (সদস্য, বোর্ড অব গভর্নরস, সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্ট), অধ্যাপক মোহাম্মদ ইউনুস, (চেয়ারম্যান, আর্ট বাংলা ফাউন্ডেশন), জেরিন মাহমুদ হোসেন, (পরিচালক, শাশা ডেনিমস লিমিটেড), অধ্যাপক ড. মলয় বালা, (ওরিয়েন্টাল আর্ট বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোজঁ। জাহাঙ্গীর ছবি আঁকেন প্রাণের টানে, সৃজনানন্দের উৎসবে মত্ত হয়ে। দীর্ঘদিন ওরিয়েন্টাল পেইন্টিং স্টুডিওর ‘রেসিডেন্স আর্টিস্ট’ হিসেবে কাজ করায় জলরং ওয়াশ পদ্ধতির একটি নিজস্ব শৈলী তৈরি করেছেন তিনি। রং মিশ্রণের পরিপক্বতা তাঁর চিত্রকলার অনন্য গুণ। তার কোনো কোনো কাজ অর্ধ-বিমূর্ত। চিত্রে রঙের পরিপক্ক বিন্যাস তার বোধের পরিপক্কতার সাথে একাত্ব করে দেখা যেতে পারে। কখনো গৌড়ীয় নৃত্য, কখনো দেশ, কখনো বাগেশ্রী, কখনো খাম্বাজ কিংবা মালকোশ রাগ; কখনো মেঘের লীলাখেলা, কখনো হেমন্তের বিকেল, কখনো মায়াবী গোধূলি, কখনো বাংলার রমণী, কখনো লীলাকীর্তন, কখনোবা পৌরাণিক উপাখ্যানের বিষয়-আখ্যান তার চিত্রে দেখা যায়। ফুল নিয়ে তিনি অনেক চিত্র আঁকেন, যা ঠিক বাস্তব ফুলের অনুরূপ নয়। এখানে রং আসে রূপের মোহনীয় বারতা নিয়ে। তাই চিত্রপটে বহুচরিত্রের উপন্যাস তৈরি হয় যেখানে গাছ, মাটি, নদী, জল ও মেঘ আলাদা চরিত্র তৈরি করে। শিল্পপ্রেমী দর্শক প্রতিটি চরিত্রের সাথে কথোপকথন করতে পারবে। বাংলার সরাচিত্রের মোটিফে করেছেন সিরিজচিত্র, যেগুলোকে বাংলার লোকচিত্রকলার নব ভাষার মিশেল রয়েছে। ভেতরের ফুল, নারী অবয়ব, গাছ ও লতাপাতা একটা কল্পিত রসায়নের বিন্যস্ত। রং লেপন প্রাচ্যরীতির ধৌত পদ্ধতির হলেও চিত্রজমিন ত্রিমাত্রিক মিশ্র রঙের খেলায় ভরপুর। প্রদর্শনীতে রয়েছে জলরং ওয়াশ পদ্ধতির কাজ। রং এর চলনে ফিগারের অবয়ব মেঘলীলার অনুরূপ। কোথাও ¯পষ্টকরণের চেষ্টা নেই, কিন্তু ফিগারগুলো (অধিকাংশই নারী ফিগার) বাস্তব রক্ত মাংসের ফিগারের মতোই উপস্থিতির জানান দেয়। তার অধিকাংশ কাজে লাল, নীল, হলুদ, কমলা এসব উজ্জ্বল রঙের সঙ্গে কালো রং ব্যবহার করেছেন একই উজ্জ্বলতায়। দাঁড়িয়ে থাকা গাছের বিস্ততি, গাছের ফাঁকফোকর ধেয়ে আস আলোর ফিনকি ও শৈশবস্মৃতির অনুভবতাড়িত আলোছায়ার স্মৃতিধৃত রূপ। নীল রঙের ছোঁয়া আছে প্রায় প্রতিটি কাজে। বর্ষা, বর্ষাস্নাত প্রকৃতি অঙ্কনে মাটির সোঁদাগন্ধ, বাতাসের রং, সঙ্গীতের সুরে একাকার। প্রদর্শনীটি সোমবার থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির
সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই
অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিবি
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল সোনালী ব্যাংক
'আমাকে নিয়ম শেখাতে আসবেননা, আপনি সব কিছুতে নিয়ম দেখান'
শতাধিক পণ্যে শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জাতীয় নাগরিক কমিটির
হাটহাজারীতে পুকুর ভরাট করায় ৫০ হাজার টাকা জরিমানা
সংখ্যালঘুদের ওপর বেশির ভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যে : পুলিশ
জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে
আ'লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না : গোলাম পরওয়ার
ব্রাহ্মণপাড়ায় যাত্রী ছাউনির অভাবে দুর্ভোগে যাত্রীরা
ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত ও ইসলামী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো গায়ে হলুদ
সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে সচেতনতামূলক সভা
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প নেই: এডিসি লুৎফুন নাহার
হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ