হঠাৎ বৃষ্টি’র ২৫ বছর পূর্তিতে চিত্রনাট্য ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে বই প্রকাশ
২১ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম
বাসু চ্যাটার্জি পরিচালিত ও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত রোমান্টিক চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’র ২৫ বছর পূর্তিতে ইমপ্রেস টেলিফিল্ম-চ্যানেল আইয়ের উদ্যোগে চিত্রনাট্য ও অন্যান্য প্রসঙ্গ এর একটি বই প্রকাশিত হয়েছে। গত শনিবার (১৮ নভেম্বর) চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আয়োজন করা হয় এক প্রকাশনা অনুষ্ঠান। গান, কথামালা আর স্মৃতিচারণে প্রকাশনা অনুষ্ঠানটি হয়ে উঠে আনন্দঘন ও প্রাণবন্ত। বইটিতে আছে বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমা’র মূল চিত্রনাট্য, সিনেমার স্থিরচিত্র, পোস্টার এবং শিল্পী-কলাকুশলীদের অভিজ্ঞতার কথা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘হঠাৎ বৃষ্টি’র প্রযোজক হাবিবুর রহমান খান, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, ‘হঠাৎ বৃষ্টি’র মূল চরিত্র চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, বইটির সম্পাদক ছটকু আহমেদ, চলচ্চিত্র সাংবাদিক আব্দুর রহমান, নির্মাতা মতিন রহমান, মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা শহিদুল আলম সাচ্চু, চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু, আবদুস সামাদ খোকন প্রমুখ। অনুষ্ঠানে ‘হঠাৎ বৃষ্টি’র মতো বহু কালজয়ী ছবি প্রযোজনা করার জন্য চ্যানেল আইয়ের পক্ষ থেকে সম্মানিত করা হয় প্রযোজক হাবিবুর রহমান খানকে। তাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এ সময় তার হাতে স্মারক তুলে দেন ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানে হাবিবুর রহমান খান ‘হঠাৎ বৃষ্টি’ নির্মাণের পেছনের কাহিনী তুলে ধরেন। কীভাবে এই সিনেমায় চিত্রনায়ক ফেরদৌসকে যুক্ত করলেন, সে গল্পও এদিন সন্ধ্যায় শোনালেন এই প্রযোজক। অনুষ্ঠানে ‘হঠাৎ বৃষ্টি’র নায়ক ফেরদৌস বলেন, এই সিনেমার সাথে প্রত্যেকের অনেক স্মৃতি। আজকে যে বইটি প্রকাশিত হয়েছে, তাতে আমার কিছু স্মৃতি লিখেছি। তিনি বলেন, এই বইটি প্রকাশের নেপথ্যের মানুষ সাগর ভাই। ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটিকে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নিয়ে এসে সারাবিশ্বের মানুষের কাছে পৌঁছে দেয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অনুষ্ঠানের শেষের দিকে ‘হঠাৎ বৃষ্টি’ এবং এই ছবির প্রযোজক হাবিবুর রহমান খান এর সাথে পরিচয়ের সূত্রপাত কীভাবে হলো, সে বিষয়ে স্মৃতিচারণ করেন প্রখ্যাত শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। জানান, বাংলাদেশ টেলিভিশনে কীভাবে প্রথমবার কোনো নতুন ছবির ‘প্রিমিয়ার’ করেছিলেন, সেই গল্পও। প্রকাশিত বইটিতে ‘হঠাৎ বৃষ্টি’র পূর্ণাঙ্গ চিত্রনাট্য ছাড়াও লিখেছেন বাসুদেব চ্যাটার্জী মেয়ে, জুন মালিহা, প্রিয়াংকা, শ্রীলেখা মিত্র এবং নচিকেতাসহ অনেকে। উল্লেখ্য, ১৯৯৮ সালে মুক্তি প্রাপ্ত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এই ‘হঠাৎ বৃষ্টি’ ছবিটি প্রথমে মুক্তি পায় বিটিভিতে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সে ছবিতে ফেরদৌসের নায়িকা ছিলেন কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস