সামরিক প্রশিক্ষণে যাচ্ছেন বিটিএসের আরো চার তারকা
০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ এএম
বিটিএস ব্যান্ডের সদস্য আরএম, জিমিন, ভি এবং জাংকুকের দক্ষিণ কোরিয়ার রীতি মেনে এখনো বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নেওয়া হয়নি। তাই প্রশিক্ষণ শুরু করতে ব্যান্ডটির এই চার সদস্য ইতিমধ্যেই নিজের নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করেছে। খবর বিবিসির। বর্তমানে ব্যান্ডটির আরও তিনজন সদস্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন। তারা হলেন জিন, জে-হোপ আর সুগা। এমতাবস্থায় প্রশিক্ষণে খুব শীঘ্রই যুক্ত হতে যাচ্ছেন বাকি চার তারকা। বিটিএস ব্যান্ডের পক্ষ থেকে কে পপ তারকাদের প্রশিক্ষণ নিরাপদে শেষ করতে ভক্তদের কাছে সমর্থন চাওয়া হয়েছে। ব্যান্ডটির সদস্যরা ২০২৫ সালে ফের একত্র হবেন। ব্যান্ডটির লেবেল বিগ হিট মিউজিকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘আমরা আমাদের ভক্তদের জানাতে চাই, আরএম, জিমিন, ভি ও জাং কুক সামরিক প্রশিক্ষণে তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু করেছে। আমরা আপনাদের অব্যাহত ভালোবাসা এবং সমর্থন চাই।’ এদিকে গত বছর সামরিক প্রশিক্ষণ শুরু করেছে ব্যান্ডটির জ্যৈষ্ঠ সদস্য জিন। আর এপ্রিল মাসে যোগ দিয়েছেন আরেক সদস্য জে-হোপ। অন্যদিকে, বিটিএস সদস্য সুগা একজন সোশ্যাল সার্ভিস এজেন্ট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন। কেননা তিনি নিয়মিত প্রশিক্ষণের জন্য যে শারীরিক যোগ্যতা, সেটি পূরণ করতে পারেননি। সামরিক প্রশিক্ষণের জন্য গত জুন মাস থেকে বিটিএস নিজেদের কার্যক্রমে বিরতি দিয়েছে। এর আগে বিটিএস সদস্যদের প্রশিক্ষণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হবে কি-না, সেটি নিয়ে বহু বিতর্ক হয়েছে। কেননা তারা কে-পপ সঙ্গীতের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় হয়ে বিলিয়ন ডলার উপার্জন করেছে এবং দেশটির ভাবমূর্তি বাড়িয়েছে। চলতি বছরের শুরুর দিকে ব্যান্ডটির এজেন্সির চেয়ারম্যান বলেন, বিটিএস সদস্যদের সামরিক প্রশিক্ষণ নিতে হচ্ছে বলে বৈশ্বিকভাবে কে-পপের যে বৃদ্ধি, সেটি বাধাগ্রস্ত হচ্ছে। দক্ষিণ কোরিয়ার অলিম্পিক জয়ী খেলোয়াড় কিংবা ক্লাসিক্যাল সংগীতের কিছু শিল্পীদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিষয়টি ক্ষেত্রবিশেষে অব্যাহতি দেওয়া হয়। তবে বিশ্ববিখ্যাত কে-পপ তারকাদের জন্য সেটি প্রযোজ্য হয়নি। ২০১৩ সালে যাত্রা শুরুর পর থেকে বিশ্বব্যাপী বিটিএসের জনপ্রিয়তা আকাশচুম্বী। কোরিয়ান পপ মিউজিককে বিশ্বজুড়ে আরও ছড়িয়ে দিতে গত সেপ্টেম্বর মাসে বিটিএসের সাত সদস্যই নিজেদের মিউজিক লেবেলের সাথে চুক্তি নবায়ন করেছেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার