যে কারণে রাখির নামে মামলা করলেন তনুশ্রী
১৪ অক্টোবর ২০২৩, ১১:১০ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩, ১১:১০ এএম
বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের কাজ-ই যেন ঝামেলা পাকানো। শার্লিন চোপড়া, স্বামী আদিলের পর এবার তিনি ঝামেলা পাকিয়েছেন বলিউড লাস্যময়ী তনুশ্রী দত্তের সঙ্গে। তনুও চুপ থাকার পাত্রী নন। দিয়েছেন রাখির নামে মামলা ঠুকে। তিনি ওশিওয়ারা পুলিশ স্টেশনে রাখির নামে মামলা করেন। তনুশ্রীর অভিযোগ, তাকে মানসিকভাবে হেনস্থা করেছেন রাখি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
থানা থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তনুশ্রী। তিনি বলেন, ‘‘আমি এখানে রাখি সাওয়ান্তের নামে অভিযোগ করতে এসেছি। ২০১৮ সালে মি টু মুভমেন্টের সময় উনি যেভাবে আমায় মানসিক হেনস্তা করেছিল সেটার জন্য আমি এ অভিযোগ করলাম। নানা কারণের জন্য একাধিক পেনাল কোডে ওর নামে মামলা করেছি।’’
তনুশ্রী এদিন তার বক্তব্যে আরও জানান, ‘‘উনি আমাকে নিয়ে যা যা মন্তব্য করেছেন, সেগুলোর প্রত্যেকটার রেকর্ড বানিয়েছি আমরা। এবার ওকে আর ছাড়ব না। ওর নামে এই মামলা করলাম, এবার লড়াই শুরু হলো। জলদি উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে, আমি পুলিশকে সবটা জানিয়েছি।’’
কী নিয়ে তনুশ্রী ও রাখির ঝামেলা হয়েছিল? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘হর্ন ওকে প্লিজ ছবির সময় ওরা রাখিকে সরিয়ে আমায় নিয়েছিল। এর পর নানা পাটেকরের জন্য আবার রাখিকে ছবিতে নেওয়া হয় আমাকে বাদ দিয়ে। এটা পুরোপুরি একটা প্ল্যান ছিল যাতে ওরা আমার নাম ব্যবহার করে পাবলিসিটি পেতে পারে। আমার সব চেক বাউন্স করিয়ে দিয়েছিল ওরা। গোটাটাই একটা প্ল্যান ছিল, আর রাখি এইটার অংশ ছিল।’’
অভিনেত্রীর কথায়, ‘‘রাখির জন্য আমি অনেক মানসিক ও শারীরিক ট্রমার মধ্য দিয়ে গেছি। উনি আমার নামে যা যা বলেছিলেন, সেগুলো আমি নিতে পারিনি। প্রতি বছর রাখি কোনো না কোনো নতুন টপিক নিয়ে হাজির হন লাইম লাইটে থাকার জন্য। ওর জন্যই আমার বদনাম হয়েছে, রেপুটেশন খারাপ হয়েছে। ওর জন্যই আমার বিয়ে হয়নি।’’
কিন্তু ২০১৮ সালের ঘটনার জন্য এখন কেন এফআইআর করলেন তিনি? তনুশ্রীর কথায়, ‘‘আমি নানা পাটেকরের নামে ২০০৮ এবং ২০১৮ সালে কেস করেছি। ২০১৮ সালে রাখি ওর নোংরা এবং সস্তা মানের ভিডিও বানিয়ে আমায় অসুস্থ করে দিয়েছিলেন। আমি এবার ফিরে এসেছি। এবার আমি পদক্ষেপ নেব এবং দেখব যাতে উনি ওর সব কাজের জন্য শাস্তি পান।’’
তনুশ্রী তার বক্তব্যে জানান যে, তিনি রাখি সাওয়ান্তের বানানো ভিডিও দেখে রোজ কাঁদতেন। তার মতে, গোটা ইন্ডাস্ট্রির সামনে রাখি তার ইমেজ নষ্ট করে দিয়েছেন। ওর মিথ্যে অভিযোগের জন্য আমেরিকায় গিয়ে কাজের চেষ্টা করতে হয় তনুশ্রীকে। এমনটাই দাবি করেন তিনি।
উল্লেখ্য, তনু-রাখির দ্বন্দ্ব মূলত মি টু নিয়ে। এর আগে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে মি টুর অভিযোগ এনেছিলেন তনুশ্রী। তার অভিযোগে নড়ে উঠেছিল বলিউড। সেসময় তার বিরুদ্ধে সরব হয়েছিলেন রাখি। নোংরাভাবে আক্রমণ করেছিলেন। তার জেরেই মামলা করেছেন তনুশ্রী।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন