আমি বারবার হেনস্তা হয়েছি: শরীফুল রাজ
২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনির বিচ্ছেদের খবর কয়েকদিন ধরে আলোচনার শীর্ষে রয়েছে। অনেক ঘটনার পরে ভেঙে গেছে রাজ-পরীর সংসার। গত ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমনি। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী। সেই পোস্টে রাজের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও এনেছেন পরীমনি।
পরীমনির অভিযোগের বিপরীতে দেশের একটি সংবাদমাধ্যমকে রাজ বলেন, ‘আমরা কেউই কিন্তু শিশু নই। আমার স্বার্থটাই বা কিসের। আমি যেহেতু ভয়ংকর মানুষ, সেই ভয়ংকর মানুষকেই তো দেখছি বিয়ে করল, সংসার করে বাচ্চাও নিল! আমাকে ডিভোর্স দিয়েছে ভালো কথা, কিন্তু আমাকে নিয়ে মিথ্যাচার না করলে ভালো হয়। কারণ, আমারও একটা পরিবার আছে। সেখানে মা-বাবা, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সবাই আছেন। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি বিয়ের পর পরী বা বাবুকে ছাড়া অন্য কিছু ভাবিনি।’
সংসার জীবন নিয়ে রাজ জানান, এক বছর তিনি কাজ থেকে দূরে ছিলেন। কারও সঙ্গে কোনো যোগাযোগ করেননি। যতটুকু পেরেছেন স্ত্রী ও সন্তানের যত্ন করার চেষ্টা করেছেন। রাজ বলেন, ‘আমাকে নিয়ে পরীর এ ধরনের মিথ্যাচার করার সুযোগ নেই। আমি এমন কিছু করিনি, যার জন্য প্রশ্নবিদ্ধ হতে হবে। আমি বারবার হেনস্তা হয়েছি। এসব নিয়ে আর বলতেও চাই না। তবে এখন পরী যেটা চাচ্ছে, সেটার প্রতি শ্রদ্ধা আছে। সম্পূর্ণ শ্রদ্ধা আছে। এর বাইরে অন্য অভিযোগ এলে তা আমি প্রশ্রয় দিতে চাই না।’
এরআগে গত ২০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমনি লিখেছিলেন, ‘সরি বলা, না খেয়ে থাকা, পা ধরে মাফ করে দাও আর হবে না, এমনকি সুইসাইড এর মতো হুমকিতেও ব্ল্যাকমেলের শিকার হতে হয়েছে আমাকে! … সে কখনোই সম্পর্কটাকে ওউন করেনি। নিজের স্বার্থে ইউজই করে গেল প্রতিনিয়ত! আমি এমন ভয়ংকর একজন মানুষকে বার বার সুযোগ দিয়েছি।… আমার সাথে যে অন্যায়গুলো করেছে তাতে তার জেল হওয়ার কথা।’
তবে পরীমনির অভিযোগের বিপরীতে এই কয়দিন রাজ ছিলেন নিশ্চুপ। অবশেষে পরীর ডিভোর্স লেটার পাঠানোর চার দিন পর মুখ খুললেন অভিনেতা। স্বীকার করেছেন ডিভোর্স লেটার প্রাপ্তির বিষয়টি। পরীমনির বিচ্ছেদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন রাজ। পরীর এই সিদ্ধান্তকেও সম্মান জানান তিনি। এখন আইনগতভাবে এগোচ্ছে রাজ-পরীর বিচ্ছেদের কার্যক্রম।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমনি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে রাজ্য। সন্তান জন্মের বছরখানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরীর সংসার।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
পিএসজির কাছে নাটকীয় হারের পর শেষ সুযোগের অপেক্ষায় গুয়ার্দিওলা
আমি আসলে ডিরেক্টর ম্যাটেরিয়ালঃ জায়েদ খান
গ্রিন কার্ড নিয়ে যে ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন
সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি
আর কোনো ফ্যাসিবাদী সরকারকে দেশে জায়গা দেবেন না : মাহমুদুর রহমান
জিল বাংলা সুগার মিলে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৮
আটঘরিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক : বার সভাপতি ব্যারিস্টার খোকন
দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামের মতবিনিময়
ঘরে তালা দিয়ে বোনকে তাড়িয়ে দেন দুই ভাই
নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে আবার বঞ্চিত হবে জনগণ: মির্জা ফখরুল
ইবির প্রধান ফটকে বাস ভাঙচুর, সমন্বয়ক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি
বাউফলে সড়ক দুর্ঘটনায় ও লঞ্চের ধাক্কায় নিহত ২
ঝালকাঠিতে জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান রাজুর ওপর ছাত্রলীগের হামলায় প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামায়াত-শিবিরকে বস্তায় ভরে পাকিস্তানে পাঠানোর ঘোষণা দেওয়া সুন্দরগঞ্জের সেই ইউপি চেয়ারম্যান জহুরুল কারাগারে
সখিপুরে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
নোয়াখালীর সেনবাগে কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার
ভারত সফরে যাচ্ছেন বিদ্যুৎ উপদেষ্টা
হালুয়াঘাটে চোরাচালানের সময় ভারতীয় জিরা ও গরু আটক করেছে বিজিবি
‘জাতিকে একটি সুন্দর নিরপেক্ষ সংসদ নির্বাচন উপহার দিতে পারবো’