কনসার্টে হামলা করছে কারা প্রশ্ন 'নেমেসিসের'
২০ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
দেশের স্বনামধন্য ব্যান্ড 'নেমেসিস' প্রতিষ্ঠার ২৫ টি বসন্ত পার করেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতি বছরই কনসার্ট আয়োজন করে থাকে ব্যান্ডটি। চিরাচরিত রীতি মোতাবেক গতকাল ঢাকার হাতির ঝিলের অ্যাম্ফিথিয়েটারে ‘গণ জোয়ার’ শিরোনামে কনসার্টে গাওয়ার কথা ছিল ব্যান্ডটির যার আয়োজক ছিলেন ম্যাভিক্স গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান। তবে অনুষ্ঠানের পূর্বে স্থান পরিবর্তনের কথা বলে আয়োজক টিম।
হঠাৎ কেন স্থান পরিবর্তন হলো এ বিষয়ে জানা যায়, হাতিরঝিলে নয় বরং অ্যাম্ফিথিয়েটারের কনসার্টটি অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে। কনসার্টটিতে পারফর্ম করার কথা ছিল ব্যান্ড নেমেসিস, ক্রিপটিক ফেইট, অ্যাভয়েড রাফা, বে অব বেঙ্গল, কাকতাল, কনক্লুশনসহ আরও অনেকগুলো ব্যান্ড দলের। হতাশার বিষয় হলো অনুষ্ঠান চলাকালে বিশৃঙ্খলার কারনে পণ্ড হয়ে যায় কনসার্টটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনটাই জানিয়েছেন ব্যান্ডটির সদস্য জোহাদ রোজা চৌধুরী।
শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় ব্যান্ড দল নেমেসিস। দেশ-বিদেশের বহু মঞ্চে সুনাম রয়েছে ব্যান্ডটির। দুঃখজনক বিষয় হলো গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় বেশ বিব্রত তারা। যে ধরনের আচরন প্রত্যক্ষ করেছে ব্যান্ডটি তা পেশাদার সংগীতে কখনও ঘটেনি বলে জানায় তারা।
কনসার্টটির আয়োজকরা বলেন, 'শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বৈরশাসকের পতন, আকস্মিক বন্যাসহ নানা ঘটনায় কঠিন সময় পার করছে দেশবাসী। সংগত কারণেই সংগীতের বড় কোনো আয়োজন এত দিন সম্ভব হয়নি। মাঝে যে কয়েকটি কনসার্ট হয়েছে, তা বানভাসি মানুষদের ত্রাণ সংগ্রহ ও পুনর্বাসনের জন্য। আশার কথা হলো, এখন দেশের পরিস্থিতি স্বাভাবিক। মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। সব মিলিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সংগীত পিপাসুদের জন্য তারা এই কনসার্টের আয়োজন করেছে।'
সংগীত প্রেমীদের কাছে ‘গণজোয়ার’ একটি স্মরণীয় আয়োজন হয়ে থাকার কথা কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।
এ বিষয়ে জোহাদ তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আজকের কনসার্ট ভালোই হচ্ছিল। ক্রিপটিক ফেইট স্টেজে, হঠাৎ করে ২০-৩০ জনের দল মুক্তিযুদ্ধ জাদুঘরের ফটক ভেঙে ভেতরে ঢুকে যায়। তারপর কী হলো, আপনারা বুঝতেই পারছেন। কনসার্টটি বাতিল হলে গেল। আমরা নেমেসিস, অ্যাভয়েড রাফা শোতে পারফর্ম করতে পারলাম না।’ আগেও বেশকিছু কনসার্টে এমন ঘটনা ঘটেছে এ নিয়ে তিনি লিখেছেন, ‘বিগত বেশ কয়েকটি কনসার্টে এই একটি জিনিসই হচ্ছে। এরা কারা? এরা কি আসলেই গান শুনতে আসে নাকি খুবই পূর্বপরিকল্পনা করে শো পণ্ড করতে কর্মকাণ্ড চালায়?’
দর্শক এবং আয়োজকদের উদ্দেশ্যে লিখেছেন, ‘খুব খারাপ লাগছে আয়োজকদের জন্য, তারা যথেষ্ট ব্যবস্থা নিয়েছিল যেন এ রকম কিছু না ঘটে। খারাপ লাগছে তাদের জন্য, যারা টিকিট কেটে শো দেখতে পারেনি।’
এছাড়াও তিনি বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘এটা কী শুরু হলো? ২৫ বছর ধরে গানবাজনা করছি, জীবনে এ রকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি হইনি। আর এই ২০২৪ সালে এসে এসব অভিজ্ঞতা হচ্ছে? সবচেয়ে দুঃখজনক আর হতাশার ব্যাপার হচ্ছে যে যারা এগুলো করছে, করে পার পেয়ে যাচ্ছে। কোনো ধরনের প্রতিকার নেই। সামনে কী হবে জানি না, তবে এটা জানি যে খুব তাড়াতাড়ি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আজ কনসার্টে হামলা দিচ্ছে, কাল যেকোনো আয়োজনে হামলা দিতে পারে।'
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
বঙ্গোপসাগরে নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণ, ভেস্তে যাচ্ছে উৎপাদন
‘জুলাই বিপ্লবের’ মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে : সিইসি
ছাগলনাইয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন
বাগেরহাটে এ্যাথলেটিক প্রতিযোগীতা ও গ্রামীন খেলা অনুষ্ঠিত
গাজা পুনর্গঠনে কার হাতে থাকবে প্রশাসনিক দায়িত্ব ?
রামগড়ে ভ্রাম্যমাণ আদালতের ৫টি ইটভাটায় জরিমানা
এখনো দেশে সাড়ে ৩৩ হাজার অবৈধ বিদেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা
কম মূল্যে জমি বিক্রি না করায় দাউদকান্দিতে ছাত্রদলের নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
মুক্ত তিন ইসরাইলি জিম্মিকে যে ‘উপহারের ব্যাগ’ দিলো হামাস
জেরায় অবশেষে দোষ স্বীকার সাইফের হামলাকারীর
ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা
বনানীতে সড়কে সিএনজি চালকদের বিক্ষোভ, রাস্তা বন্ধ
বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান
গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২
ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ
আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!
গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ
গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম