দশ বছর শাহনাজ খুশিকে কেউ দাওয়াত করেনি!
২১ মার্চ ২০২৫, ১০:৪১ এএম | আপডেট: ২১ মার্চ ২০২৫, ১০:৪৭ এএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশির মঞ্চেই অভিনয়ের হাতেখড়ি। দীর্ঘ নাটকের ক্যারিয়ারে অনেক হিট নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি।
প্রায়শই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের ভালো-মন্দ অনুভূতি শেয়ার করেন। নিজের অনুভূতি ও ফেলে আসা জীবনের গল্পগুলো তুলে ধরেন সুনিপুণ লেখনিতে। কিছু কিছু লেখা তার অনুরাগীদের সঙ্গেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। একটা সময় ছিল যখন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হতো না খুশিকে, এবার সে কথাই তুলে ধরলেন ফেসবুকের পাতায়।
অভিনেত্রী জানান, প্রায় দশ বছর তাকে কোনো অনুষ্ঠানে দাওয়াত করা হয়নি। কেন করা হয়নি তাও জানিয়েছেন। গত সোমবার (১৭ মার্চ) রাত ৭টা ২০ মিনিটে নিজের সামাজিক মাধ্যম ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া এক স্ট্যাটাসে অতীত জীবনের এ কথা তুলে ধরেছেন শাহনাজ খুশি।
এসময় তিনি লেখেন, ‘আমার তারুণ্যের গুরুত্বপূর্ণ সময়ে, প্রায় ১০ বছর পর্যন্ত আমাকে পার্টিতে ইনভাইট (অনুষ্ঠানে দাওয়াত) করলে ২ সন্তান সঙ্গে করে যাব এ জন্য, বাস্তবিক অর্থে সবার প্রাইভেসির কথা চিন্তা করেই হয়তো বেশির ভাগ বান্ধব ও কলিগ সার্কেল দাওয়াতে আমাকে অ্যাভোয়েড (এড়িয়ে) করে গেছে। পরে তাদের বিস্তর ফটো দেখে জেনেছি তাদের আনন্দের কথা।’
তিনি লিখেছেন, ‘পাঁচ তারকা হোটেল লবির দাওয়াতের প্রশ্নই আসে না। কারণ সেখানে মাথাপিছু চড়া মূল্য। আমি কিন্তু এতে রাগ বা দুঃখিত হইনি, বরং হেসেছি।পরের ১০ বছর সন্তানদের স্কুল, কোচিং ও কলেজের এ পরীক্ষা, সে পরীক্ষার জন্য কেউ ডাকলেও যেতে পারিনি। তখন ওদের বেসিক এডুকেশন গড়ে দেয়ার সময়। ইচ্ছা করলেও কঠিনভাবে সে ইচ্ছে দমন করেছি।’
সময়ের পরিক্রমায় পরিবর্তন এসেছে খুশির জীবনে। এই নিয়ে অভিনেত্রী লিখেছেন, “এখন সন্তানদের তারুণ্য। কোনো ইনভাইটেশন বা কোনো উৎসবে তাদের সঙ্গে গেলে, ঠাট্টার ছলে সেখানকার ইয়ার দোস্ত বলে বসে, ‘ওরা বড় হয়েছে আপা, ওদের এখনো পাহারা দিতে হবে নাকি? আরে ছাড়েন তো এবার।’ আমিও হাসি, কিন্তু চোখের পেছনের নোনা পানিটা বারবার গিলতে হয়। বুকের ভেতরে একটা কষ্ট হাতুড়ি পেটা করতে থাকে।”
যদিও একটি প্রশ্নের উত্তর আজও খুঁজে পাননি তিনি। এ প্রসঙ্গে লিখেছেন, ‘একটা প্রশ্ন আমার দিগন্তজুড়ে কেবল ঘুরপাক খায় এখন- আমার তাহলে কোন কাল/ কোন সময়? আমি তাহলে কোথায় যাব? সেদিন আমার তারুণ্যকে ধমকে সরিয়ে দিয়ে, সন্তানের পেছনে পেছনে দৌড়াতে গিয়ে আর পেছন ফেরার সময় যে করতে পারলাম না, সে দোষটা আমি কাকে দেব?’
প্রসঙ্গত, শাহনাজ খুশি তার অভিনয় জীবনের সূচনা করেছিলেন নব্বইয়ের দশকের দিকে। পরবর্তী সময়ে মঞ্চ ও টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন এ অভিনেত্রী। তিনি ভবের হাট, সাকিন সারিসুরি, হারকিপ্টে, গরুচোর, হারাধনের একটি বাগান, পাল বাড়িসহ একাধিক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। ব্যক্তি জীবনে বৃন্দাবন দাশকে বিয়ে করেন এ অভিনেত্রী। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

আখাউড়ায় গণহত্যা দিবসে শিশুরা শুনলো মুক্তিযুদ্ধের গল্প

ঈদে নিরাপত্তা জোরদারে ১৫ নির্দেশনা, বাড়ানো হবে টহল

বকশীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার

দিল্লিতে নেই হাসিনা, অবশেষে জানা গেলো তার বর্তমান অবস্থান!

আপিল বিভাগের দুই বিচারপতি শপথ নিয়েছেন

সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরাইলের হামলা, উত্তেজনা চরমে

নুরের বিরুদ্ধে সাবেক সমন্বয়কের মামলা

মাগুরায় কালোজিরা চাষ জনপ্রিয়তা অর্জন করেছে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এই ঈদে নতুন চ্যানেল দিয়ে চলবে না ফেরি

ফুলবাড়ীতে ধু-ধু বালু চরে অজ্ঞাত মরদেহের সন্ধান

এখন কেমন আছেন তামিম

সুন্দরবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, চলছে তল্লাশি

নবাবগঞ্জের পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পলাতক আসামি পুনরায় গ্রেফতার

মারা গেছেন শেখ হাসিনা! গুজব নাকি সত্য?

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড ঘোষণা

দেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি : ড. মুহাম্মদ ইউনূস

সাতজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

তুরস্ক ছাড়া ইউরোপীয় নিরাপত্তা সম্ভব নয়: এরদোয়ান

জুলাই-আগস্টে শহীদ সাগরের স্বজনদের জন্য তারেক রহমানের ঈদ উপহার

৩ সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদল নেতা