ঈদে নিরাপত্তা জোরদারে ১৫ নির্দেশনা, বাড়ানো হবে টহল
২৫ মার্চ ২০২৫, ০১:২৫ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০১:২৬ পিএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ দফা নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপদ যাতায়াত, আইনশৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনের জন্য এসব পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের টহলও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক -২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. জিয়াউল হক মীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা প্রকাশ করা হয়। ঈদের সময় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুরি-ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে। বিশেষ চেকপোস্ট বসানো হবে, নগদ টাকা স্থানান্তরে মানি এস্কর্ট ব্যবস্থা রাখা হবে এবং জাল টাকা শনাক্তে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।
রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ শহর ও স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হবে। ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে পোশাকধারী পুলিশের পাশাপাশি নারী পুলিশ ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন করা হবে। রাতের বেলা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং সব মার্কেট সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চ, ফেরি ও বাস টার্মিনালে অনিয়ম বন্ধে বিশেষ নজরদারি থাকবে। যানজট এড়াতে মহাসড়কের গুরুত্বপূর্ণ ১৫৫টি স্পটে আইপি ক্যামেরা বসানো হবে এবং প্রয়োজনে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।
ঈদের আগে ও পরে ৭ দিন সড়কে যানবাহন থামানো যাবে না, তবে জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণকক্ষের অনুমতি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। নৌ ও স্থলবন্দর দিয়ে নির্মাণ সামগ্রী পরিবহন ও বাল্কহেড চলাচল ঈদের আগে-পরে ৫ দিন বন্ধ থাকবে।
অ্যাকসিডেন্ট স্পটগুলোতে দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে ফায়ার সার্ভিস, রেসকিউ টিম, ডুবুরি ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে কোস্টগার্ডের সহায়তা নেওয়া হবে। যমুনা ও পদ্মা সেতুসহ যানজটপ্রবণ এলাকায় রেকার ব্যবস্থাও রাখা হবে।
ঈদের সময় সার্বিক আইনশৃঙ্খলা নিশ্চিত করতে কেন্দ্রীয় কন্ট্রোল রুম ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সঙ্গে সমন্বয় করে মনিটরিং করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের এ পদক্ষেপ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয় নিশ্চিত করা হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

পদ্মা সেতুদিয়ে নির্বিঘ্নে বাড়ী ফিরছে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষ

'ঈদের ছুটি' নাড়ির টানে আপন ঠিকানায় ফিরছে শিক্ষার্থীরা

বীরগঞ্জে ঈদের ছুটিতেও বেচাকেনা জমজমাট, ভিড় বাড়ছে ফুটপাতে
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজ খেলবে জিম্বাবুয়ে

একেক সময় একেক বক্তব্য দিয়ে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে : রিজভী

ইউক্রেনে শান্তিবাহিনী পাঠাতে উদ্যোগী ফ্রান্স ও ব্রিটেন!

পিএসএলে খেলতে বাধা নেই লিটন-রিশাদ-নাহিদের

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম

সহজ জয়ের পরও ক্ষুব্ধ বার্সা কোচ

ইয়েমেনে গৃহযুদ্ধে মানবিক সংকট, ৫০ হাজারের বেশি হতাহত

কালিয়াকৈরে-চন্দ্রা মহাসড়কে যানবাহনের চলাচল ধীরগতি

রাজবাড়ীতে হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ক্ষয়ক্ষতি ব্যাংককেও

মতলবের মেঘনা নদীতে অভিযানে ৫শ' কেজি জাটকা ইলিশ জব্দ

ক্যান্সার চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় কর্মসূচি বাতিল করলেন রাজা চার্লস

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

দাউদকান্দিতে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ৩৪ শিশুকে পুরস্কৃত

দৌলতপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রামীণ ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা

ডব্লিউটিওতে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বাতিল

পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের নজিরবিহীন বৈষম্যের প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি