এখন কেমন আছেন তামিম

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৫ মার্চ ২০২৫, ১২:৩৮ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৫, ১২:৪৭ পিএম

ছবি: ফেসবুক

গতকাল থেকেই কঠিন সময় পার করছেন তামিম ইকবাল এবং তার পরিবার ও ঘনিষ্ঠজনেরা। উদ্বেগের বাইরে নেই দেশ-বিদেশে থাকা তার লক্ষ-কোটি ভক্ত-সমর্থকরাও। হৃদরোগে আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও সবার মনে তাই এখনও একটাই প্রশ্ন, কেমন আছেন তামিম?

পরিবারের ঘণিষ্ঠজন এবং বিভিন্ন বিশ্বস্থ সূত্র থেকে জানা যাচ্ছে, তামিম এখন অনেকটাই ভালো আছেন। পরিবারের সঙ্গে কথা বলছেন, হাসছেন, মজাও করছেন। তবে ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছে, তামিম উন্নতির দিকে থাকলেও এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন।

মঙ্গলবার সকালে সিসিইউ থেকে বের হয়ে উপস্থিত সংবাদকর্মীদের কিছুটা স্বস্তির খবর দেন তামিমের হার্টে স্টেন্ট বসানোর প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকা চিকিৎসক মনিরুজ্জামান মারুফ।

“তামিম এখন ভালো আছেন। ভালো ব্যাপার হলো, তিনি অল্প অল্প হাঁটাচলা করছেন, হাসিখুশি আছেন। অল্প কিছুক্ষণের জন্য তাকে কেবিনে দেওয়া হয়েছিল। পরিবারের সঙ্গে দেখা করে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।”

এখনও পর্যবেক্ষনেই আছেন তামিম। তবে সোমবার সকাল থেকে তাকে নিয়ে যে ঝড় বয়ে গেছে সেই তুলনায় এখন স্বস্তির শ্বাস ফেলাই যায়। সার্বিক বিবেচনায় বলা যায়, আল্লাহপাকের অশেষ রহমত এবং অসুস্থ হয়ে পড়ার পর থেকে প্রতিটা পদক্ষেপে যে মানুষগুলো ছিলেন তাদের সঠিক ও কার্যকর সিদ্ধান্তর কারণেই তামিমকে মৃত্যুর দুয়ার থেকে ফেরানো সম্ভব হয়েছে।

এই মানুষগুলোর মধ্যে যেমন ছিলেন ডাক্তারদের দল, তেমনই তেমনি মোহামেডানের ট্রেনার, বিকেএসপির চিকিৎসক থেকে শুরু করে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, ম্যাচ রেফারি, সবাই দারুণ আন্তরিকতা, অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। যে কারণে সকলের প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তামিমের পরিবার।

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস করতে নেমেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম। ড্রেসিংরুমে ফিরে অস্বস্তি অনুভব করেন। ফিল্ডিং করেন এক ওভার। সবার পরামর্শে যান পাশেই কেপিজে হাসপাতালে।

প্রাথমিকভাবে কোনো সমস্যা ধরা পড়েনি। তবে তামিম চেয়েছিলেন ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করাবেন। সেই মোতাবেক নিজেই হেলিকপ্টারের ব্যবস্থা করেন। হেলিকপ্টার চলেও আসে বিকেএসপির মাঠে। কিন্তু তাতে চড়ার আগেই হঠাৎই অবস্থা মারাত্মক খারাপের দিকে মোড় নেয়। অচেতন হয়ে পড়া তামিমের মুখ দিয়ে ফেনাও বের হতে শুরু করে। তামিমকে নিয়ে তখন আক্ষরিক অর্থেই চলছে যমে-মানুষে টানাটানি।

তখন সবার পরামর্শে আবার তামিমকে নেওয়া হয় কেপিজে হাসপাতালে। ঝড়ের বেগে তাকে হাসপাতালে নিয়ে আসেন অ্যাম্বুলেন্স ড্রাইভার। প্রতিটি মিনিট যখন মহামূল্য তখন চালকের এমন ভূমিকার চিকিৎসকরা ও সেখানে উপস্থিত সবাই দারুণ প্রশংসা করেছেন।

আর পথিমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেছেন মোহামেডানে ট্রেনার ইয়াকুব চৌধুরি ডালিম। তিনি টানা সিপিআর দিয়ে গেছেন তামিমকে, বুকে পাঞ্চ করেছেন বারবার। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ২৫০-৩০০ সিপিআর চেস্ট কমপ্রেশন করার পর তামিমের নিথর দেহে একটু সাড়া মেলে। এক পর্যায়ে তামিমের মুখ দিয়ে যখন ফেনা পড়তে শুরু করে, তখন তিনি ‘মাউথ টু মাউথ রিসাসিটেশন’ দিয়ে গেছেন ক্রমাগত।

কেপিজে হাসপাতালের চিকিৎসক পরে তামিমের পরিবারের সদস্যদেরকে বলেছেন, ডালিম ওই কাজগুলি নিখুঁতভাবে করতে না পারলে তামিমকে বাঁচানো যেত না।

হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল। যে কারণে চিকিৎসক দল নিচেই অপেক্ষা করছিলেন। এরপর দ্রুত নিয়ে যাওয়া হয় ভেতরে। তারপর তো এনজিওগ্রাম করিয়ে, হার্টে রিং পরানো হলো। হার্টে রিং পরানোর সিদ্ধান্ত দেন তার বড়ভাই নাফিস ইকবাল।

হৃৎরোগবিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মারুফ ও সেখানকার প্রশিক্ষিত দল দ্রুততম সময়ে দারুণ দক্ষতায় এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও স্টেন্টিং সম্পন্ন করতে পেরেছেন। পরে তামিমের ব্যাপারে খোঁজ নিতে যান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অভিজ্ঞ ও সিনিয়র একজন অধ্যাপক। সবকিছু জেনে, শুনে ও খতিয়ে দেখে পরে তিনি  ডা. মনিরুজ্জামানকে বলেছেন, “তুমি ও তোমার দল যা করেছো, সেটাকে মিরাকল বললেও কম বলা হয়…।”

তামিমের বাবা মারা যান ২০০০ সালে, হৃদরোগে আক্রান্ত হয়েই। যে কারণে তামিমকে নিয়ে ছিল বেশি ভয়। তবে শেষ পর্যন্ত সেই ভয় অনেকটা কাটিয়ে ওঠা গেছে বলেও মনে হচ্ছে। এখর পুরোপুরি সুস্থ হয়ে ফেরার পালা। সেই অক্ষোতেই আছেন সবাই।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

টিভিতে দেখুন
সেই মিয়ানমারেই নারী বাছাই
ব্রাজিলে দরিভালের দিন শেষ!
পাকিস্তানকে স্বস্তি দিয়ে ল্যাথামের ‘বিদায়’
রাফিনিয়াকে ‘জবাব’, আর্জেন্টিনাকে মেসির অভিনন্দন
আরও
X

আরও পড়ুন

দেশের সব সমস্যা সংসদেই সমাধান হতে হবে : আমীর খসরু

দেশের সব সমস্যা সংসদেই সমাধান হতে হবে : আমীর খসরু

পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার ও রায় কার্যকরের দাবিতে মানববন্ধন

পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার ও রায় কার্যকরের দাবিতে মানববন্ধন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউট আন্দোলন ছড়িয়ে দিতে হবে

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউট আন্দোলন ছড়িয়ে দিতে হবে

দেশ ও দশের মঙ্গলে আল্লাহর একত্ববাদ ও আমলের ওপর ধর্মপ্রাণ মুসলমানদের দৃঢ় থাকতে হবে

দেশ ও দশের মঙ্গলে আল্লাহর একত্ববাদ ও আমলের ওপর ধর্মপ্রাণ মুসলমানদের দৃঢ় থাকতে হবে

মোরেলগঞ্জের সেই ২৮ ইঞ্চির মিলির বাড়িতে ঈদ উপহার নিয়ে হাজির উপজেলা প্রশাসন

মোরেলগঞ্জের সেই ২৮ ইঞ্চির মিলির বাড়িতে ঈদ উপহার নিয়ে হাজির উপজেলা প্রশাসন

শহীদ জিয়া শিক্ষাবৃত্তি পেলেন মেধাবীরা

শহীদ জিয়া শিক্ষাবৃত্তি পেলেন মেধাবীরা

কর্ণফুলীতে হাতির উৎপাত বন্ধে ফের সড়ক অবরোধ

কর্ণফুলীতে হাতির উৎপাত বন্ধে ফের সড়ক অবরোধ

বেনাপোলে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোলে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

মিথ্যাচার গুজব আর ষড়যন্ত্র আওয়ামী লীগের মূলমন্ত্র : হাসান সরকার

মিথ্যাচার গুজব আর ষড়যন্ত্র আওয়ামী লীগের মূলমন্ত্র : হাসান সরকার

আ.লীগের নেতাকর্মীরা শরণার্থী মুক্তিযোদ্ধা আর বিএনপি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা : খায়রুল কবির খোকন

আ.লীগের নেতাকর্মীরা শরণার্থী মুক্তিযোদ্ধা আর বিএনপি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা : খায়রুল কবির খোকন

সুইসাইড ড্রোন পরীক্ষায় তদারকি করলেন কিম

সুইসাইড ড্রোন পরীক্ষায় তদারকি করলেন কিম

হামাসবিরোধী বড় বিক্ষোভ গাজায়

হামাসবিরোধী বড় বিক্ষোভ গাজায়

তুর্কি শিক্ষার্থীকে তুলে নিল মার্কিন পুলিশ

তুর্কি শিক্ষার্থীকে তুলে নিল মার্কিন পুলিশ

পাকিস্তানে নিহত ১৩

পাকিস্তানে নিহত ১৩

সৈন্য নিখোঁজ

সৈন্য নিখোঁজ

স্বাধীনতা দিবসে ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা

স্বাধীনতা দিবসে ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা সভা

তারেক রহমানের অর্থনৈতিক উন্নয়ন পলিসি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের পাইলট প্রকল্প

তারেক রহমানের অর্থনৈতিক উন্নয়ন পলিসি নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের পাইলট প্রকল্প

বিশিষ্টজনদের সম্মানে 'কমলনগর প্রেসক্লাবের' ইফতার

বিশিষ্টজনদের সম্মানে 'কমলনগর প্রেসক্লাবের' ইফতার

নাঙ্গলকোটে পুকুরে ডুবে খালাতো ২ ভাই-বোনের মৃত্যু

নাঙ্গলকোটে পুকুরে ডুবে খালাতো ২ ভাই-বোনের মৃত্যু

শিক্ষক নিবন্ধনে নারী কোটা

শিক্ষক নিবন্ধনে নারী কোটা