ছেলের কাছে সুন্দর সময় কাটছে ববিতার
আন্তর্জাতিক খ্যাতিস¤পন্ন অভিনেত্রী ববিতা বর্তমানে কানাডায় তার ছেলে অনিকের সঙ্গে আছেন। বছরের বেশিরভাগ সময় তিনি সেখানে ছেলের সঙ্গে কাটান। সেখানে তার সুন্দর সময় কাটছে বলে জানান ববিতা। তিনি বলেন, এখানে এসেছি বেশ কিছু দিন হলো। ছেলে আমার জন্য যা যা করেছে সবই একজীবনের সেরা উপহার। এক জীবনের বড় প্রাপ্তি। ঢাকায় একা একা থাকলে ছেলের এই ভালোবাসা পেতাম না। তাই চলে...