তোমার কাছে আমি প্রয়োজন, প্রিয়জন নই–কাকে বললেন ববি?
দীর্ঘদিন আলোচনার বাইরে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি, এমনকি ছিলেন না ব্যক্তিগত কোন খবরেও। শেষমেশ আলাপে আসলেও তা সিনেমা নিয়ে নয়, ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম হলেন তিনি।
চলতি মাসে প্রেম ও গোপনে বিয়ে করেছেন এমন গুঞ্জন ঘিরে আলোচনায় আসেন ববি। প্রযোজক সাকিব সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার পর নতুন করে চাউর হয়েছে ব্যবসায়ী-প্রযোজক মির্জা আবুল বাশার-এর সঙ্গে তার প্রেম এমনকি তা নাকি গড়িয়েছে...