ঝুটি বাঁধা চুলে আফরান নিশোর নাটকীয় আগমন, জন্মদিনে ভক্তদের দিলেন বিশেষ বার্তা
গত দেড় বছরেরও বেশি সময় ধরে তেমন কোথাও দেখা যায়নি আফরান নিশোকে। চারিদিকে ঝড়ো হাওয়া,হেলিকপ্টারের ভয়াবহ শব্দ এর মধ্যেই হেলিকপ্টাররের দরজা খুলে মাটিতে পা দিলেন আফরান নিশো। জন্মদিনের এই বিশেষ ক্ষণে ঘোষণা দিলেন আবারও বড় পর্দায় আসছেন তিনি। এ সময় চমৎকার ঝুটি বাঁধা চুলে দেখা যায় নিশোকে সঙ্গে রয়েছেন বর্তমান সময়ের আলোচিত দুই নায়িকা, সুনেরাহ বিনতে কামাল ও তমা মির্জা।
দীর্ঘ...