পলকের মন খারাপেই ডাক পড়তো নুসরাত ফারিয়ার
`আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে` কিংবা `স্যাটেলাইটে পানি ঢুকে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে`। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দেশব্যাপী নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে এমন হাস্যকর কথাই বলেছিলে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী, ফ্যাসিস্ট সরকারের অন্যতম মুখপাত্র জুনাইদ আহমেদ পলক। তার মন খারাপ মানেই বিরাট আয়োজন। ।
যেন পলকের মন খারাপের মহৌষধ ছিলেন তিনি। কখনও মেজাজ হারালেই ভাগ্য খুলে যেত অভিনেত্রী নুসরাত...