জীবন নিয়ে আমি সুখী -ফেরদৌসী মজুমদার
গত রবিবার প্রখ্যাত অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ৮০ বছরে পা দিয়েছেন। জীবনের ৬০ বছরই তিনি অভিনয় করেছেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ নানা সম্মাননা। এখনও সময় পেলে অভিনয় করেন। স¤প্রতি `লাভ লেটার` নামে নতুন একটি মঞ্চ নাটকে অভিনয় করেছেন তিনি। আট দশকের জীবন নিয়ে ফেরদৌসী মজুমদার বলেন, একজীবনে সব পেয়েছি। যশ, খ্যাতি, সম্মান, মানুষের ভালোবাসা, সব পেয়েছি। আমার...