বক্স অফিসে ‘মিশন ইম্পসিবল’কে ফিকে করে দিয়েছে ‘বার্বেনহাইমার’
২৫ জুলাই ২০২৩, ০৮:২৬ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ১২:০৩ এএম
গত ১২ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ক্রিস্টোফার ম্যাকোয়েরির পরিচালনায় টম ক্রুজ অভিনীত ‘মিশন : ইম্পসিবল- ডেড রেকনিং পার্ট ওয়ান’ বলা যায়, একচ্ছত্র আধিপত্য ছিল অ্যাকশন-থ্রিলারটির বক্স-অফিসে। এরপর গত ২১ জুলাই একসঙ্গে মুক্তি পায় ক্রিস্টোফার নোলান পরিচালিত বায়োপিক ‘ওপেনহাইমার’ এবং গ্রেটা গেরিগ পরিচালিত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ‘বার্বি’। মুক্তি পর থেকে ‘মিশন : ইম্পসিবল’-এর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় ফিল্ম দুটি। দৃশ্যত বক্স-অফিসের দৃশ্যপট আমূল বদলে যেতে থাকে। ‘মিশন : ইম্পসিবল’-এর বাজার কিছুটা হলেও পড়ে যায়। ‘মিশন : ইম্পসিবল’-এর বিপরীতে দুটি ফিল্মকে জড়িয়ে নাম দেয়া হয় ‘বার্বেনহাইমার’। মিশন : ইম্পসিবল- ডেড রেকনিং পার্ট ওয়ান’ একটি সরল অ্যাকশন ফিল্ম। ‘বার্বি’ও তেমন জটিল নয়। এ দুটির বিপরীতে ‘ওপেনহাইমার’ কিন্তু এতটা সহজ নয় যেহেতু এটি ইতিহাসভিত্তিক বায়োপিক আর নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান তাই এতে প্রচুর সিনেমাটিক উপাদান রয়েছে, তাই এটি নিয়ে রীতিমতো বিশ্বজুড়ে দর্শকের মাঝে একধরনের উন্মাদনা সৃষ্টি করেছে। আমাদের দেশেও সিনেমাটি একই দিনে মুক্তি পেয়েছে। বিশ্বজুড়ে দর্শকের ঢেউ বাংলাদেশেও আছড়ে পড়েছে। সিনেপ্লেক্সগুলোতে দর্শকের উপচে পড়া ভিড়। টিকেটের জন্য অনেকটা হাহাকার সৃষ্টি হয়েছে। অগ্রিম টিকেট মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ ‘বার্বি’ সিনেমাটি দর্শকের মাঝে এতটাই সাড়া ফেলেছে যে, তা বিশ্বজুড়ে নতুন বক্স অফিসে নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে। সিনেমা দেখে চলচ্চিত্র বোদ্ধাদের কেউ কেউ আলোচনা করতে গিয়ে বলেছেন, ওপেনহাইমার বড় বেশি তথ্যে ভরপুর এবং জটিল করে তুলে ধরেছেন ক্রিস্টোফার নোলান। তবে সিনেমাটির প্রশংসাতে প্রায় সবাই পঞ্চমুখ। আর তারই প্রভাব পড়েছে বক্স অফিসে। পরমাণু বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের কাহিনীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তুলে ধরেছেন নোলান। শুধু হিরোশিমা বা নাগাসাকির বিস্ফোরণ নয়, ইতিহাসের নানা ঘটনা নিয়ে এক সুন্দর কাহিনী রচনা করেছেন নোলান। বক্স-অফিসের বিচারে প্রথমেই আনতে হয় ‘মিশন : ইম্পসিবল- ডেড রেকনিং পার্ট ওয়ান’কে। ফিল্মটি ২৯০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত হয়েছে এবং এ পর্যন্ত আয় করেছে ৩৭৫ মিলিয়ন ডলার। এরপর আসে কিলিয়ান মার্ফি, এমিলি ব্লান্ট এবং ম্যাট ডেমন অভিনীত ‘ওপেনহাইমার’। ১০০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত ফিল্মটি আয় করেছে ১৭৫ মিলিয়ন ডলার। শেষে আসে ‘বার্বি’; মারগো রবি এবং রায়েন গজলিং অভিনীত ফিল্মটি নির্মিত হয়েছে ১৩৫ মিলিয়ন ডলারে এবং এ পর্যন্ত আয় করেছে ৩৩৭ মিলিয়ন ডলার। তবে দর্শকের যে উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে, তা যে আয়ের দিক থেকে আরও এগিয়ে যাবে, তা অনুমান করা যায়। আয়ে ‘বার্বি’ এগিয়ে আছে এবং আরও এগোবে তা ঠিক। তবে তিনটি ফিল্মের মধ্যে কোনটি শেষ পর্যন্ত ক্লাসিক হবে তা বলবে ভবিষ্যৎ। পরিচালনার কথা বিবেচনা করলে অবশ্যই ‘ওপেনহাইমার’কে প্রথমে রাখতে হবে। ‘মিশন : ইম্পসিবল- ডেড রেকনিং পার্ট ওয়ান’কেও বাদ দেয়া যাবে না।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ধার্মিক জামাই পেলে শোবিজ ছাড়বেন প্রিয়াঙ্কা, শেষ ইচ্ছা হাফেজ হওয়া
আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা
রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত
চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার
নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা