ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১

আইনি ব্যবস্থা নিলেন অভিনেত্রী চমক

Daily Inqilab বিনোদন ডেস্ক

১৩ আগস্ট ২০২৩, ০১:২০ পিএম | আপডেট: ১৩ আগস্ট ২০২৩, ০১:২০ পিএম

বেশ কয়েকদিন ধরেই শুটিং সেটের একটি ঘটনাকে কেন্দ্র করে খবরের শিরোনামে রয়েছেন ছোট পর্দার দুই অভিনয়শিল্পী রুকাইয়া জাহান চমক ও আরশ খান। পাল্টাপাল্টি অভিযোগে দ্বন্দ্বে জড়িয়েছেন তারা। চমক ও আরশ উভয়ই অভিনয়শিল্পী সংঘকে বিষয়টি অবগত করেছেন। তাদের পাল্টাপাল্টি অভিযোগের সত্যতা ও চলমান সংকট কোন পথে এগিয়ে যাচ্ছে? এসব প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে সবার মাথায়। ঠিক তখনই জানা গেল, অভিনেতা আরশ খান ও পরিচালক আদিব হাসানের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চমক।

 

এ প্রসঙ্গে চমক বলেন, বিষয়টি এখন ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘের কাছে বিচারাধীন। তাই জিডির বিষয়ে বিস্তারিত এখনই কিছু বলব না। তবে খুব শিগগিরই আপনারা জানতে পারবেন।

 

গত ৪ আগস্ট (শুক্রবার) উত্তরার একটি শুটিং বাড়িতে আদিব হাসান পরিচালিত ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নাটকের দ্বিতীয় দিনের শুটিংয়ে চমক ও আদিব হাসানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শুটিং বন্ধ হয়ে যায়। বিষয়টি এখন ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘের কাছে বিচারাধীন। চমকের অভিযোগ এসব ঘটনার মূল ইন্ধন দাতা সহশিল্পী-বন্ধু আরশ খান। আরশের ব্যক্তিগত স্বার্থ হাসিল না হওয়ায় তার বিরুদ্ধে মিথ্যাচার করছেন অভিনেতা। বিষয়টি নিয়ে সবাই কথা বললেও পুরো সপ্তাহজুড়ে চুপ ছিলেন অভিনেত্রী চমক।

 

তবে নিজের ক্যারিয়ার এবং আত্মসম্মানের কথা ভেবে এবার মুখ খুললেন তিনিও। অকপটে জানিয়েছেন সহশিল্পী-বন্ধুর কাছ থেকে বিভিন্ন হয়রানি সম্পর্কে। এর বিচার চেয়ে লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি করেছেন তিনি। বিষয়টি নিয়ে চুপ থাকার কারণ জানিয়ে চমক বলেন, আসলে এতদিন অনেক বিষয় নিয়েই খোলাসা করে কথা বলতে পারছিলাম না। কারণ, ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ থেকে কথা বলতে নিষেধ ছিল। যে কারণে চুপ ছিলাম। তাদের কাছে আমি লিখিত অভিযোগ দিয়েছি। দু-একদিনের মধ্যে বিষয়টি নিয়ে তাদের বসার কথা রয়েছে। এতদিন এই দিনটির অপেক্ষায় ছিলাম। কিন্তু এখনো যদি চুপ থাকি তাহলে সবার আমার প্রতি নেতিবাচক ধারণা তৈরি হবে। একপ্রকার বাধ্য হয়েই কথা বলতে হচ্ছে। প্রতিনিয়ত আমাকে নিয়ে সংবাদমাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে যেটা আমার ক্যারিয়ারের জন্য বড় ধরনের হুমকি। যার কারণে আর চুপ থাকার সুযোগ নেই।

 

আরশের নামে অভিযোগ এনে তিনি বলেন, আরশ আমার খুব ভালো বন্ধু ছিল এবং তার সঙ্গে বেশ কিছু কাজও করেছি। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে আরশ আমার কাছে বেশি কিছু দাবি করে বসে। এর মধ্যে আমি ইন্ডাস্ট্রির বেশ কিছু নায়িকার কাছ থেকে তার চারিত্রিক বৈশিষ্ট্যের কথা জানতে পারি। জানার পর বন্ধুত্বের বেশি যে সম্পর্ক সে গড়তে চেয়েছিল তাতে আমি রাজি হইনি। এরপর আমি তাকে জানাই, যদি সে এভাবে আমাকে হ্যারেজ করতে থাকে তাহলে আমি তার সঙ্গে আর কাজ করব না। এরপর আরশ আমাকে জানায়, সে আমার সঙ্গে প্রফেশনালি কাজ করবে, এ ধরনের কথা আর বলবে না।

 

চমক আরও বলেন, আরশের সঙ্গে এরপর বেশকিছু কাজের প্রস্তাব আসে আমার কাছে। তখন পরিচালকদের জানাই একসঙ্গে এত বেশি কাজ করতে চাই না। মাসে এক-দুটি কাজ করতে চাই। এতে আমার প্রতি তার ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভ থেকে এ ধরনের বিষয় চলে এসেছে।

 

আরশের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, সম্পর্কে না জড়ানোর ক্ষোভে তাকে শুটিং সেটে অনাকাঙ্ক্ষিতভাবে টাচ করা হতো। ফোন করে বিরক্ত করা হতো। এ ঘটনার সঙ্গে নাটকটির পরিচালকও জড়িত রয়েছেন বলে দাবি করেন চমক।

অভিনেত্রী জানান, আরশ ও আদিব পরস্পর খুব ভালো বন্ধু। আরশের ইন্ধনেই নির্মাতা তার কাছে ৩ লাখ ৮০ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে তার লোকজন এসে টাকা আদায় করবে বলেও হুমকি দেয়।

 

যোগ করে চমক বলেন, আরশ বলেছেন আগের দিন শুটিং শেষে তাকে কেন আমি নামিয়ে দিয়েছি। রাতের বেলা যদি একজন প্রডাকশন বয়কেও নামিয়ে দিতে হয় নামিয়ে দিতাম। এটা শুধু আরশ বলে নয়। তাছাড়া আমার বাসার পাশেই আরশের বাসা। সেদিন গাড়ি থেকে নামার সময়ও আরশ বলতেছিল- চমক তুমি আমার ‘অলিখিত প্রেমিকা’। তখন আমি বলেছিলাম তোমার আমার বন্ধুত্বের সম্পর্কের জন্যই কাজটি করতে রাজি হয়েছিলাম। এর বাইরে কিছু হলে কিন্তু কাজ করব না। আমাকে মানসিকভাবে বিব্রত করার জন্যই এগুলো সে করেছে। সেটে বিভিন্ন আকার ইঙ্গিতে কথা বলা টাচ করতে ছিল। যেগুলো আমি এড়িয়ে যাচ্ছিলাম কাজ শেষ করার জন্য। দ্বিতীয় দিন সকালে আরশ ফোন দিচ্ছিল। তখন আমি বললাম- তুমি নিজেই সেটে না এসে কেন কল দিলে? সেটে ডাকার দায়িত্ব তোমার না। এসব কথা নিয়ে সে ক্ষেপে যায়।

 

চমক আরও বলেন, শুটিং সেটে আমি পুলিশ ডেকেছি ব্যক্তিগত নিরাপত্তার জন্য। কাউকে হেনস্থা করার জন্য নয়। পুলিশ যখন সেট থেকে আমাকে নিয়ে বের হওয়ার চেষ্টা করেছে, তারা আমাকে বের হতে দেয়নি। জিম্মি করে রেখেছিল।

 

অভিনেত্রী বলেন, আরশের ব্যক্তিগত ইগো থেকে এটা শুরু হয়েছে। সেটা কেউ বুঝতে চাইল না। পেছনের গল্পটি কেউই জানে না। পরিচালককে আরশ ইন্ধন দেয় তখন পরিচালক আমাকে অপমানমূলক কথা বলতে শুরু করে। তখন আমি বললাম এ ধরণের কথা বললে কাজটি করতে পারব না। তখন সে বলে সেট থেকে যেতে হলে ৩ লাখ ৮০ হাজার টাকা দিয়ে যেতে হবে। কার এত বড় সাহস সেট থেকে বেরিয়ে যাবে। আমি একটি ফোন দিলে উত্তরার সব পোলাপান চলে আসবে। তখন নিজের নিরাপত্তার কথা ভেবে প্রশাসনের সহযোগিতা চাই।

 

চমক প্রশ্ন তুলেছেন নির্মাতার অসুস্থতা নিয়েও। তিনি বলেন, আমি জানতে চাই এই অল্প সময়ে আদিব হাসান কোন হাসপাতালে গিয়েছিল এবং ডাক্তার কি বলেছে। যদিও সে বিষয়টি পরিষ্কার করে কিছু বলেনি। আর কিভাবেই এই অল্প সময়ে সুস্থ হয়ে সেটে আসে। এটি হওয়ার কারণে সেটের সবাই আমার ওপর ক্ষেপে যায়। সেটের সব মানুষকে উসকে দিয়ে আমার বিপরীতে নিয়ে গেছে আরশ। ব্যক্তিগত আক্রোশ থেকে এই কাজটি করেছে। পুরো ঘটনা নিয়ে লিখিত জানিয়েছি এবং এ নিয়ে সাধারণ ডায়েরি করেছি।

 

চমক জানিয়েছেন, মাসুম বাশার আঙ্কেল আর আমাকে ঘিরে যে বিষয়গুলো আসছে তা ভয়ংকর মিথ্যাচার। মাসুম বাশারের মেয়ে বলেছে আমি নাকি সেটে ধ্বংসযজ্ঞ চালিয়েছি তাহলে পুলিশ আসার পর তারা কেন তাদের বলেনি। তখন কেন চুপ ছিল? পুলিশ মানুষের বন্ধু। আমি তো কোনো সন্ত্রাস ডাকিনি। নিজের নিরাপত্তার জন্য তাদেরে এনেছি। এটা নিয়ে তারা বড় ইস্যু করছে। মাসুম আঙ্কেল বলেছেন পুলিশ ডেকে নাকি তাকে অপমান করা হয়েছে। এটা মিথ্যাচার। তারা আমাকে আটকাতে চেয়েছিল অথচ সংবাদমাধ্যমে বলেছে আটকানো হয়নি। এটাই তো বড় মিথ্যাচার। পুলিশ আমাকে নিয়ে বের হতে চেয়েছিল তারা বের হতে দেয়নি।

 

শুটিংয়ের প্রথম দিনের কথা উল্লেখ করে চমক বলেন, এর আগের দিন বাহিরের ১২ জনের মতো গুন্ডা টাইপের লোক সেটে এনে আড্ডা দেয় পরিচালক। এটি কি একটি সেটে শোভন?

পরেরদিন এ নিয়ে হুমকি দেওয়া হয়। তারপরও কি আমি চুপ থাকব? ছুটির দিন শিল্পী সংঘ আমার ডাকে দ্রুত সাড়া দিয়ে এসে রক্ষা করেছেন। এটা অনেক বড় কিছু। এই সময়টা আমি হুমকিতে ছিলাম। ভয়-ভীতি থেকে পুলিশ ডেকেছিলাম।

 

মাসুম বাশার আঙ্কেল পেছনের গল্প জানে না উল্লেখ করে চমক বলেন, যতটুকু তিনি দেখেছেন এবং পরিচালকের অসুস্থতার নাটকের কারণে তিনি আমার ওপর ক্ষেপে যান। আমার শুধু পরিচালকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে অন্য কারো সঙ্গে নয়। বাজে কথা বলার জন্য আমি উত্তেজিত হয়েছিলাম এটা মানছি। কিন্তু মাসুম বাশার আংকেলের সঙ্গে খারাপ আচারণ করিনি। তখন উভয়ের সঙ্গেই তার চেঁচামেচি হয়।

 

এই অভিনেত্রী বলেন, তিনি বয়স্ক একজন লোক তার সামনে যদি উচ্চ স্বরে কথা বলা হয় সেটিও একধরনের বেয়াদবি। এটার জন্য আমি সরি। কিন্তু তাকে মারতে গিয়েছি এটা বড় একটা মিথ্যাচার।


বিভাগ : বিনোদন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা