প্রাণবন্ত শিল্প জগতকে উৎসাহী করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে প্ল্যাটফর্মস
১৫ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
বাংলাদেশের প্রাণবন্ত শিল্প জগতকে তুলে ধরার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ওয়েবসাইট ‘প্ল্যাটফর্মস’। শিল্পের জগতে সৃজনশীলতা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে রায়ানা হোসেন এটি প্রতিষ্ঠা করেছেন। ইতোমধ্যে দেশের শিল্পী ও শিল্প জগতে এই প্ল্যাটফর্ম নজর কেড়েছে। গত শুক্রবার গুলশান তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকিরত ভিন্ন ধারার এই প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানটি ছিল একটি ভিন্ন ধারার আয়োজন। ছিল একটি প্রদর্শনী, যাতে বাংলাদেশের বৈচিত্র্যময় ও প্রাণবন্ত শিল্প জগতের চিত্র প্রকাশ পেয়েছে। প্রদর্শনীতে বেশ কেয়কজন শিল্পীর ৫০টি শিল্পকর্ম স্থান পায়। শিল্প প্রদর্শনীর পাশাপাশি একটি যন্ত্রসঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, এতে সুরের জাদুর মাধ্যমে প্রতিভাবান শিল্পীদের শিল্পকর্ম পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, চিত্রশিল্পী মোহাম্মদ ইউনুসসহ আরও অনেকে। এছাড়া চলচ্চিত্র ও বিভিন্ন অঙ্গনের তারকরা প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। ‘প্ল্যাটফর্মস’ এমন একটি ওয়েবসাইট, যেখানে দেশের চিত্রশিল্পীরা তাদের শিল্পকর্মগুলো প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। দেশ এবং দেশের বাইরের শিল্পপ্রেমীরা চাইলেই খুব সহজেই প্ল্যাটফর্মস ওয়েবসাইট থেকে তাদের পছন্দের শিল্পকর্ম কিনতে পারবেন। প্রাথমিক অবস্থায় প্রখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদীনসহ অন্তত ২৫ জন শিল্পীর শিল্পকর্ম ওয়েবসাইটে স্থান পেয়েছে। এটি প্রতিনিয়তই বাড়তে থাকবে বলে আশা করছে প্ল্যাটফর্মস কর্তৃপক্ষ। এর প্রতিষ্ঠাতা রায়ানা হোসেন বলেন, প্ল্যাটফর্মস আমাদের অনেক কষ্টের ফসল। বাংলাদেশের শিল্পীদের কমিউনিটির জন্য এটি নিবেদিত। প্ল্যাটফর্মস-এর উদ্বোধন বাংলাদেশের শিল্প জগতের জন্য এক নতুন যুগের সূচনা করেছে। শিল্পীদের নিজেদের প্রতিভার প্রকাশ ও বিশ্বের সাথে তা শেয়ার করার মতো একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করা নিয়ে আমরা কাজ করছি। সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তার প্রকাশের মাধ্যমে বাংলাদেশের শিল্প জগতকে সমৃদ্ধ করে তোলা প্ল্যাটফর্মস-এর লক্ষ্য। তিনি বলেন, আমাদের লক্ষ্য, সব বাধা অতিক্রম করে প্রত্যেক শিল্পীর কাজ সবার সামনে তুলে ধরা। অন্তর্ভুক্তিমূলক একটি পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ও বিভিন্ন জায়গা থেকে উঠে আসা শিল্পকে আলোয় নিয়ে আসছি। শিল্পের মানুষকে একত্রিত করার ক্ষমতা এবং সংখ্যালঘু জনগোষ্ঠীসহ সবার মত প্রকাশের স্বাধীনতায় আমরা বিশ্বাস করি। কঠোর নির্বাচন পদ্ধতির মাধ্যমে শিল্পের বিশুদ্ধতা এবং গুরুত্ব বজায় রাখার ক্ষেত্রে আমরা সচেষ্ট।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন