ফের অস্কারের সঞ্চালনার দায়িত্বে জিমি কিমেল
১৯ নভেম্বর ২০২৩, ০১:২৮ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩, ০১:২৮ পিএম
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার হলো একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। স্বাভাবিকভাবেই প্রতি বছর দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেন কার হাতে উঠবে কাঙ্ক্ষিত অস্কার। আর সেই অস্কারের অনুষ্ঠান যার কথার যাদুতে থাকে প্রাণচ্ছল তিনি হলেন উপস্থাপক। যিনি মঞ্চে দাঁড়িয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন, সেই সঞ্চালকের ভূমিকা অসামান্য। তাই প্রতি বছর অস্কার অনুষ্ঠানের সঞ্চালক কে হবেন, এ নিয়ে কৌতূহল থাকে মানুষের মনে।
বিশ্বখ্যাত কৌতুক অভিনেতা জিমি কিমেল (৫৬) ফের অস্কার পরিচালনা করতে যাচ্ছেন। আসন্ন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে এই জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালককে। আর এবার তার স্ত্রী লেখক মলি ম্যাকনার্নি সম্প্রচারের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করবেন। চতুর্থবারের মতো এই দায়িত্ব পালন করবেন তিনি। সম্প্রতি একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস এই ঘোষণা দিয়েছে।
সঞ্চালনার দায়িত্ব পেয়ে এক বিবৃতিতে কৌতুক করে কিমেল বলেছেন, ‘আমি সবসময় ঠিক চারবার অস্কার পরিচালনা করার স্বপ্ন দেখেছি।’ কিমেলের স্ত্রী মলি বলেছেন, ‘আমি বিশেষভাবে এই বছর অস্কার দলের অংশ হতে পেরে সম্মানিত। আমরা সবাই একসঙ্গে এবং কাজে ফিরে আসতে আগ্রহী।’
এদিকে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ফিল্মের সবচেয়ে বড় রাতের পরিচালনা করার জন্য জিমিকে নিয়ে অস্কারের কর্তারা রোমাঞ্চিত। একাডেমির সিইও বিল ক্রেমার এবং একাডেমির প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেছেন: ‘জিমি পরিচালনায় ফিরে আসায় এবং মলি অস্কারের জন্য নির্বাহী প্রযোজক হিসেবে ফিরে আসার বিষয়ে আমরা রোমাঞ্চিত।’
তিনি আরো বলেন, ‘তারা চলচ্চিত্রের প্রতি ভালবাসা, বিশ্বব্যাপী দর্শকদের জন্য একটি গতিশীল এবং বিনোদনমূলক অনুষ্ঠান তৈরি করার প্রতিশ্রুতি শেয়ার করেন। অবিশ্বাস্য সৃজনশীলতা এবং অংশীদারিত্বের জন্য আমাদের সাথে আবার এই যাত্রায় যাওয়ার জন্য জিমি, মলি ও তাদের দলের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।’
জানা গেছে, রাজ কাপুর এবং কেটি মুলানও অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজনা করবেন। তারাও এই দম্পতির সাথে কাজ করতে পেরে আনন্দিত তারা বলেছেন, ‘জিমি তার মানবতা এবং হাস্যরসের নিখুঁত মিশ্রণের সঙ্গে সর্বকালের সেরা অস্কার হোস্টদের একজন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং মলি আশপাশের সেরা লাইভ টিভি প্রযোজকদের একজন। শো’তে তাদের এবং দলের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত।’
উল্লেখ্য, ২০২২ সালে উইল স্মিথের চড়কাণ্ডের পর ২০২৩ সালে ক্রিস রকের স্থানে দায়িত্ব পালন করেন কিমেল। সে বছর অস্কার শো প্রায় ১৮.৭ মিলিয়ন দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা পায়। তাই এবারও কিমেলের ওপরেই আস্থা রাখছে অস্কার কর্তৃপক্ষ। এর আগে ২০১৭ ও ২০১৮ সালেও অস্কার সঞ্চালনা করেন জিমি কিমেল।
তবে এখন পর্যন্ত সর্বোচ্চসংখ্যক অস্কার সঞ্চালনার রেকর্ডে আছে বব হোপের নাম। যিনি একা বা সহ-সঞ্চালক হিসেবে ১৯বার অস্কারের মঞ্চ সামাল দিয়েছেন। তারপরই আছেন বিলি ক্রিস্টাল, যিনি ১৯৯০ থেকে ২০১২ পর্যন্ত ৯ বার অস্কার সঞ্চালনা করেছেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস