ফের অস্কারের সঞ্চালনার দায়িত্বে জিমি কিমেল
১৯ নভেম্বর ২০২৩, ০১:২৮ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩, ০১:২৮ পিএম

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার হলো একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। স্বাভাবিকভাবেই প্রতি বছর দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেন কার হাতে উঠবে কাঙ্ক্ষিত অস্কার। আর সেই অস্কারের অনুষ্ঠান যার কথার যাদুতে থাকে প্রাণচ্ছল তিনি হলেন উপস্থাপক। যিনি মঞ্চে দাঁড়িয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন, সেই সঞ্চালকের ভূমিকা অসামান্য। তাই প্রতি বছর অস্কার অনুষ্ঠানের সঞ্চালক কে হবেন, এ নিয়ে কৌতূহল থাকে মানুষের মনে।
বিশ্বখ্যাত কৌতুক অভিনেতা জিমি কিমেল (৫৬) ফের অস্কার পরিচালনা করতে যাচ্ছেন। আসন্ন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে এই জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালককে। আর এবার তার স্ত্রী লেখক মলি ম্যাকনার্নি সম্প্রচারের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করবেন। চতুর্থবারের মতো এই দায়িত্ব পালন করবেন তিনি। সম্প্রতি একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস এই ঘোষণা দিয়েছে।
সঞ্চালনার দায়িত্ব পেয়ে এক বিবৃতিতে কৌতুক করে কিমেল বলেছেন, ‘আমি সবসময় ঠিক চারবার অস্কার পরিচালনা করার স্বপ্ন দেখেছি।’ কিমেলের স্ত্রী মলি বলেছেন, ‘আমি বিশেষভাবে এই বছর অস্কার দলের অংশ হতে পেরে সম্মানিত। আমরা সবাই একসঙ্গে এবং কাজে ফিরে আসতে আগ্রহী।’
এদিকে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ফিল্মের সবচেয়ে বড় রাতের পরিচালনা করার জন্য জিমিকে নিয়ে অস্কারের কর্তারা রোমাঞ্চিত। একাডেমির সিইও বিল ক্রেমার এবং একাডেমির প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেছেন: ‘জিমি পরিচালনায় ফিরে আসায় এবং মলি অস্কারের জন্য নির্বাহী প্রযোজক হিসেবে ফিরে আসার বিষয়ে আমরা রোমাঞ্চিত।’
তিনি আরো বলেন, ‘তারা চলচ্চিত্রের প্রতি ভালবাসা, বিশ্বব্যাপী দর্শকদের জন্য একটি গতিশীল এবং বিনোদনমূলক অনুষ্ঠান তৈরি করার প্রতিশ্রুতি শেয়ার করেন। অবিশ্বাস্য সৃজনশীলতা এবং অংশীদারিত্বের জন্য আমাদের সাথে আবার এই যাত্রায় যাওয়ার জন্য জিমি, মলি ও তাদের দলের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।’
জানা গেছে, রাজ কাপুর এবং কেটি মুলানও অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজনা করবেন। তারাও এই দম্পতির সাথে কাজ করতে পেরে আনন্দিত তারা বলেছেন, ‘জিমি তার মানবতা এবং হাস্যরসের নিখুঁত মিশ্রণের সঙ্গে সর্বকালের সেরা অস্কার হোস্টদের একজন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং মলি আশপাশের সেরা লাইভ টিভি প্রযোজকদের একজন। শো’তে তাদের এবং দলের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত।’
উল্লেখ্য, ২০২২ সালে উইল স্মিথের চড়কাণ্ডের পর ২০২৩ সালে ক্রিস রকের স্থানে দায়িত্ব পালন করেন কিমেল। সে বছর অস্কার শো প্রায় ১৮.৭ মিলিয়ন দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা পায়। তাই এবারও কিমেলের ওপরেই আস্থা রাখছে অস্কার কর্তৃপক্ষ। এর আগে ২০১৭ ও ২০১৮ সালেও অস্কার সঞ্চালনা করেন জিমি কিমেল।
তবে এখন পর্যন্ত সর্বোচ্চসংখ্যক অস্কার সঞ্চালনার রেকর্ডে আছে বব হোপের নাম। যিনি একা বা সহ-সঞ্চালক হিসেবে ১৯বার অস্কারের মঞ্চ সামাল দিয়েছেন। তারপরই আছেন বিলি ক্রিস্টাল, যিনি ১৯৯০ থেকে ২০১২ পর্যন্ত ৯ বার অস্কার সঞ্চালনা করেছেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন

উচ্ছিষ্টভোগীদের দিয়ে একতরফা নির্বাচন করাচ্ছে সিইসি : সমমনা জোট

হলফনামা বিশ্লেষন: রাজশাহীর মন্ত্রী এমপিরা এখন সম্পদের পাহাড়ে

অবরোধের সমর্থনে শাহবাগে ছাত্রদল নেতা রাকিবের নেতৃত্বে মিছিল

বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে রাশিয়া : রুশ রাষ্ট্রদূত

পশ্চিম তীরের ইসরাইলিদের বিরুদ্ধে এবার বেলজিয়ামের ভিসা নিষেধাজ্ঞা

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা শুক্রবারই

উখিয়ার ক্যাম্প থেকে পালাতে গিয়ে ২৯ রোহিঙ্গা আটক
বৃষ্টিতে ভেসে গেল মিরপুর টেস্টের দ্বিতীয় দিন

২০০০ বছরের পুরোনো ভাস্কর্য লিবিয়াকে ফিরিয়ে দিল সুইজারল্যান্ড

স্বৈরশাসককে বিদায় করতে তীব্র আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই: এলডিপি

নৌকা গুম-খুনের প্রতীক! জনগণ ভোট দেবে না : ১২ দলীয় জোট
পেলে-নেইমারদের ক্লাব নেমে গেল দ্বিতীয় বিভাগে

সিরাজদিখানে ইট ভাটায় ডাকাতি

জিয়া সৈনিকরা কখনো সন্ত্রাসী হতে পারেনা -মিনু

শাহজাহান ওমরের সম্পদ কমেছে স্ত্রীর সম্পদ বেশী, এলাকার নেতারাও বিব্রত

হামাস নেতার বাড়ি ঘিরে ফেলেছে ইসরাইলের সেনা

যুক্তরাষ্ট্র একতরফা সিদ্ধান্ত নিতে পারবে না : কাদের

ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ৩, আহত দুই

১৬ বছর পর মুক্তি পেলেন পেরুর সাবেক প্রেসিডেন্ট

দেবহাটায় মৎস্য শিকারির লাশ উদ্ধার