ফের বিয়ে করছেন অনুপম রায়, জানা গেল হবু স্ত্রীর পরিচয়
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৬ পিএম | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৬ পিএম
পুরোনো সব বিরহ-বিষাদ ভুলে নতুন শুরুর অপেক্ষায় কলকাতার নন্দিত গায়ক অনুপম রায়। ক’দিন আগে সাবেক স্ত্রীর সঙ্গে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে নিয়ে টলিউডে আলোচনায় ছিলেন এই সংগীত শিল্পী। সামাজিক যোগাযোগমাধ্যমেও হয় তুমুল আলোচনা। সেসব একটু থিতু হতেই আবার সোমবার (২৬ ফেব্রুয়ারি) থেকে অনুপমকে নিয়ে আলোচনা চলছে। কারণ, তিনি আবার বিয়ে করতে চলেছেন, পাত্রী সংগীতশিল্পী প্রস্মিতা পাল।
বহুদিন ধরেই প্রস্মিতার সঙ্গে অনুপম রায়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে অনুপম বা প্রস্মিতা দুজনের কেউই স্পষ্ট করে বলেননি কিছু। তবে, ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ভালোবাসার মাসেই সুখবর শোনালেন অনুপম-প্রস্মিতা পাল। গানের দুনিয়ায় প্রস্মিতা সকলের পরিচিত মুখ। টলিউডের একাধিক ছবিতে প্লেব্যাক করেছেন তিনি।
কিন্তু বিয়ের সিদ্ধান্ত কবে নিলেন? এই প্রশ্নে ভারতীয় সংবাদ মাধ্যমকে প্রস্মিতা বললেন, ‘বিগত এক বছর ধরে আমরা সম্পর্কে রয়েছি। তার পর মনে হলো যে, পরবর্তী পর্যায়ে আমরা এগোতে পারি। তার পরেই বিয়ের সিদ্ধান্ত নিই।’
জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন প্রস্মিতা এবং বিষয়টাকে তিনি ইতিবাচক দিক থেকেই দেখতে চাইছেন। প্রস্মিতা বললেন, ‘নতুন একটা যাত্রা শুরু করতে চলেছি। আমি খুবই আশাবাদী। আমাদের চারপাশে সকলে ভাল থাকলে আমরা ভালই থাকব।’
জানা গেছে, আগামী ২ মার্চ দুই পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে সারবেন অনুপম ও প্রস্মিতা। আলাদা করে কোনো অনুষ্ঠানের আপাতত পরিকল্পনা নেই বলেই জানালেন শিল্পী। এছাড়া বিয়ের পর কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনার কথা জানতে চাইলে প্রস্মিতা বলেন, ‘এখনও কিছুই ভাবিনি।’
প্রস্মিতা ও অনুপম একসঙ্গে ‘হাইওয়ে’ সিনেমাতে ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন। কাঠমান্ডু সিনেমার ‘মন আমার’ গানটি অনুপমের সঙ্গে একসঙ্গে গেয়েছিলেন তারা। উড়ান বাংলা ব্যান্ডেরও প্রধান প্রশ্মিতা। আবার ২০১৪ সালে সেরা কণ্ঠশিল্পীর জন্য রেডিও মিরচি মিউজিক অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হয়েছিলেন এ গায়িকা। প্রস্মিতার গাওয়া ‘সাজনা’ কিংবা ‘হতে পারে না’ গানগুলি বেশ জনপ্রিয়।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তী সঙ্গে বিয়ে হয় অনুপমের। প্রায় ছয় বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ ঘোষণা করেন তারা। কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল পিয়ার। এই বন্ধুত্ব পরবর্তী কালে এসে গড়ায় ভালোবাসার সম্পর্কে। তারপরই বিয়ের সিদ্ধান্ত নেন। তত দিনে অনুপমের প্রথম বিচ্ছেদ হয়ে গেছে। পিয়ার সঙ্গে বিয়ের পর অনুপমের পেশাদার জীবন কিংবা ব্যক্তিগত জীবনে কোনো বদল আসেনি।
একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন, সুরারোপ করেছেন অনুপম। প্রকাশিত হয়েছে কবিতার বই। অন্য দিকে, পিয়া পড়াশোনার সঙ্গে নানা সামাজিক কাজকর্মে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। এমনকি অনুপমের পরিচালনায় রবীন্দ্রনাথের গানের একক একটি অ্যালবামও প্রকাশিত হয়েছিল পিয়ার। অনুপমের সঙ্গে বিচ্ছেদ হয় ২০২১ সালে। তার বছর দুয়েকের মাথায় ফের বিয়ে করেন পিয়া। পাত্র পরমব্রত চট্টোপাধ্যায়। গত বছর নভেম্বর মাসেই সইসাবুদ করে বিয়ে সারেন তারা।
-এসআই
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
মুক্ত বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম
দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি
কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ
স্মার্টফোনের দাসত্ব থেকে মুক্তির উপায়
ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দারিদ্র্য বিমোচনে যাকাত : প্রেক্ষিত বাংলাদেশ