কে এই মিস ইউনিভার্সে যাওয়া সউদী সুন্দরী ?
২৮ মার্চ ২০২৪, ০৯:৩২ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ০৯:৩২ এএম
চলতি বছরের মিস ইউনিভার্স আসর উজ্জ্বল হয়ে থাকবে ইতিহাসের পাতায়। কারণ অত্যন্ত রক্ষণশীল দেশ সউদী আরব থেকে এই প্রথমবার কোনও সুন্দরীকে দেখা যাবে বিশ্বসুন্দরীদের মঞ্চে। বোরখা-আবায়ার বদলে বিকিনিতে র্যাম্পে হাঁটতে দেখা যাবে ২৭ বছর বয়সী রুমি আলকাহতানিকে। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এ প্রতিযোগিতায় সউদী আরবের পতাকা নিয়ে অংশ নেয়ার বিষয়ে নিজেই ঘোষণা দিয়েছেন তিনি। এতে মিস ইউনিভার্সের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথমবার সউদী আরবের নাম যুক্ত হতে যাচ্ছে।
সোমবার (২৫ মার্চ) সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামে রুমি আলকাহতানি জানিয়েছেন, তিনি সউদী আরবের প্রথম প্রতিযোগী হিসেবে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন। এই ঘোষণার সঙ্গে, রুমি বেশ তার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে তাকে সম্পূর্ণভাবে ‘বিউটি কুইন’ রূপে দেখা যাচ্ছে। তার পরনে রয়েছে একটি স্ট্র্যাপলেস সিকুইন্ড গাউন। মাথায় রয়েছে একটি টিয়ারা এবং গায়ে রয়েছে বিউটি কুইনের স্যাশে। আর হাতে রয়েছে সউদী আরবের জাতীয় পতাকা।
রুমি আলকাহতানি সউদীর রাজধানী রিয়াদের বাসিন্দা। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এই প্রথমবার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন তিনি। তবে, বিশ্বব্যাপী সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে তিনি একেবারেই নতুন নন। এর আগেও তিনি বেশ কয়েকটি সুন্দরীদের আসর মাতিয়েছেন। সবশেষে কয়েক সপ্তাহ আগেই মালয়েশিয়ায় অনুষ্ঠিত মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ান প্রতিযোগিতার মঞ্চে দেখা গেছে তাকে। এছাড়া, আরও বহু আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। লাইমলাইটে থাকাটা, বলা যেতে পারে তার অভ্যাস।
ইনস্টাগ্রামেও নিয়মিত সৌন্দর্য এবং ফ্যাশন বিষয়ক কনটেন্ট পোস্ট করেন তিনি। সেখানে তার ১০ লক্ষের বেশি ফলোয়ার রয়েছ। সৌন্দর্য ও ফ্যাশন ছাড়াও, সউদী আরবের পপ কালচারকেও মাঝেমধ্যে সামনে আনেন রুমি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে মধ্যমণি হয়ে থাকেন।
পেশায় মডেল রুমি অনলাইন ইনফ্লুয়েন্সর হিসেবেও জনপ্রিয়। বিশ্ব সংস্কৃতি সম্পর্কে জানা ও সউদী সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেয়াই তার লক্ষ্য। মিস সউদী আরবের মুকুট পরার পাশাপাশি তিনি মিস মিডল ইস্ট, মিস আরব ওয়ার্ল্ড পিস ২০২১ এবং মিস ওমেনের খেতাবও জিতেছেন।
রুমি সউদী আরবে জন্ম নেন এবং বেড়ে ওঠেন। খুব অল্প বয়সে ফ্যাশন মডেল হিসেবে তার যাত্রা শুরু হয়। তিনি সউদী আরবে তার ডিগ্রি সম্পন্ন করেন এবং ফ্যাশন মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেন এবং সময়ে সময়ে কয়েক ডজন সৌন্দর্য এবং ফ্যাশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রুমির জন্য মিস ইউনিভার্স আসর শুধুই অংশ নেয়ার জন্য নয়, তার লক্ষ্য হল একজন সাংস্কৃতিক দূত হিসেবে কাজ করা, তার প্ল্যাটফর্মের মাধ্যমে মুসলিম নারীদের অনুপ্রাণিত করা এবং বিশ্বকে সউদীর সংস্কৃতির সাথে পরিচিত করা।
রুমি ঘুরে বেড়াতে পছন্দ করেন। সংযুক্ত আরব আমিরাত থেকে মিশর, ইতালি থেকে তুরস্ক, এমন কি এশিয়া ঘুরে বেড়িয়েছেন তিনি। সৌন্দর্য প্রতিযোগিতায় তার সাফল্যের মাধ্যমে বিশ্ব অন্বেষণের সুযোগ পেয়েছেন। সম্প্রতি তিনি দুবাইয়ের বুর্জ খলিফার ছাদে শ্বাসরুদ্ধকর এক ফটোসেশনে অংশ নিয়ে সাড়া জাগিয়েছেন। পরিবারের সঙ্গে সব সময় ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন রুমি আল কাহতানি। তিনি নিয়মিতভাবে তার অন্য দুই বোন রাজান এবং গেদাইয়ের ছবি তার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেন। রাজান নিজেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। তবে গেদাই তুলনামূলকভাবে কম আসেন নেট দুনিয়াতে।
উল্লেখ্য, রক্ষণশীল মুসলিম দেশ হিসেবে পরিচিত সউদী আরব। তবে ক্রাউন প্রিন্স মোহম্মদ বিন সালমন তার দেশকে ধীরে ধীরে সেই মোড়ক থেকে বের করে আনছেন। সেলক্ষ্যে বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন তিনি। মাঠে বসে নারীদের খেলা দেখার অনুমতি, গাড়ি চালানোর অনুমতিসহ আরও অনেক পদক্ষেপ নিয়েছেন তিনি। আর প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়াও সেই ধারাবাহিকতারই অংশ বলে ধারণা করা হচ্ছে।
-এসআই
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব
সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার
বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা
ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ