শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন জয়া আহসান
০৩ আগস্ট ২০২৪, ১১:১০ এএম | আপডেট: ০৩ আগস্ট ২০২৪, ১১:১০ এএম
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি সরব তারকারাও। আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে তারা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে শিল্পীরা এ বিক্ষোভ-সমাবেশ করেন। এবার চলমান এই আন্দোলন নিয়ে কথা বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে র্দীঘ একটি স্ট্যাটাস দিয়েছেন জয়া আহসান। এ লেখার শুরুতে তিনি বলেন, ‘নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুরঙ্গে ছুঁড়ে দিয়েছে। এত মৃত্যু এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশে বইবে কেমন করে। যে জীবন গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো, তা অমোচনীয়। কেমন করে পথ চলব আমরা। অবিশ্বাস-অনাস্থা, ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলব কি আমরা!’
এতদিন নীরব থাকার কারণ খানিকটা ব্যাখ্যা করে জয়া আহসান বলেন, ‘দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত, আমি নিশ্চুপ সপ্তাহধিকাল! কি লিখব? কি বলব? কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাত্ব আমরা একাকি পথ হাঁটছি? কি এক অমানিশা আমাদের জীবনে নেমে এলো? কেমন করে পথ চলব আমরা? কেমন করে? প্রাণগুলো চলে গেছে, বিষণ্নতা রেখে গেছে, এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম!’
সৃষ্টিকর্তার কাছে আর্জি জানিয়ে জয়া আহসান বলেন, ‘হে ঈশ্বর আলো দাও, সকলের হৃদয়ে। সকল ঘৃণা ক্রোধ ধূয়েমুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়া। হত্যা, মৃত্যু, হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যুথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমরা আমাদের মতো করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।’
জয়ার ওই পোস্টে মন্তব্যকারীদের প্রায় সবাই তার পোস্টের নিন্দা জানিয়েছেন। ইস্পতা জাহান লিখেছেন, ‘বাহবা... কি কবিতা রে!’ সাজিদ হাসান খান লিখেছেন, ‘সারহীন শব্দের সালাদ। আপনার কাছে আমাদের কোনো প্রত্যাশা নেই।’ সায়মা সুলতানা, শুধুই কি শান্তি চান? হত্যাকান্ডের বিচার চান না?’ সুমাইয়া বিনতে নার্গিস লিখেছেন, ‘পোস্টটা সুন্দর হয়েছে। এখন আবার গর্তে ঢুকে পড়ুন।’ তপু শরিফ লিখেছেন, ‘দুকূল রক্ষা করে ডিপ্লোমেটিক অবস্থান। দিনশেষে আপনি অভিনেত্রীই। শিল্পীও না। আর কিছু না। ওহ সরি, মুক্তিযোদ্ধার কন্যাও বটে।’
উল্লেখ্য, সর্বশেষ ভারতের পশ্চিমবঙ্গে ‘ডিয়ার মা’ নামে একটি সিনেমায় যুক্ত হয়েছেন জয়া আহসান। ছবিটির পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। এর আগে একই নির্মাতার হাত ধরে হিন্দি সিনেমায় অভিষেক হয় জয়ার। পঙ্কজ ত্রিপাঠির বিপরীতে ছবিটির নাম ‘কড়ক সিং’। বাংলাদেশে জয়ার সর্বশেষ ছবি ‘পেয়ারার সুবাস’।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার