চলমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান জানলেন চঞ্চল চৌধুরী
১০ আগস্ট ২০২৪, ১২:০৪ পিএম | আপডেট: ১০ আগস্ট ২০২৪, ১২:০৪ পিএম
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সরকার পতনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সারাদেশের মানুষ। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবরও পাওয়া যায়। এ পরিস্থিতিতে শোবিজ অঙ্গনের অনেক তারকা বৈষ্যমবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে ও সংখ্যালঘুদের বাড়িতে হামলার প্রতিবাদে সরব হয়েছেন। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতীয় একটি গণমাধ্যম এ অভিনেতার বক্তব্য প্রকাশ করেছে। এবার এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন চঞ্চল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কথা জানিয়ে শুক্রবার (৯ আগস্ট) একটি বিবৃতি লিখেছেন চঞ্চল চৌধুরী। বিবৃতিতে তিনি জানিয়েছেন, মুখ না খুলেও তার রেহাই মেলেনি। তার মুখে কথা বসিয়ে নানা জায়গায় ভুয়ো বিবৃতি প্রকাশ করা হচ্ছে। সেই বিবৃতির সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। চঞ্চল জানান, বিষয়গুলি অত্যন্ত স্পর্শকাতর এবং রাজনৈতিক। তিনি এ সব নিয়ে কথা বলতে আগ্রহী নন। একই সুর তার এ দিনের বক্তব্যেও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, “আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোনও বিদেশি অথবা দেশি পত্র-পত্রিকা বা সমাজমাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়। কারণ, এখনও পর্যন্ত আমি কোনও পত্র-পত্রিকা বা সমাজমাধ্যমে এই বিষয়ে কোনও বক্তব্য রাখিনি।”
চঞ্চল আরও জানিয়েছেন, তার মা খুবই অসুস্থ। ফলে, সমাজমাধ্যমে ইদানীং সে ভাবে সক্রিয় নন তিনি। সরাসরি কোনও মন্তব্য না করলেও, শান্তির বার্তা দিয়েছেন তিনি। “দেশে শান্তি বিরাজ করুক। সকলের মঙ্গল হোক”, নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি এ কথাও লিখেছেন পর্দার ‘মৃণাল সেন’।
এরআগে গত ১৭ জুলাই ছাত্রহত্যার প্রতিবাদে তিনি লিখেছিলেন, ‘গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝড়িয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? বিষয়টা হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বর্হিভূত! আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না! শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝড়ে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!’
এরপর চলমান আন্দোলন নিয়ে চঞ্চলকে আর কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি। তাই অনেকেই ধারণা করছেন সরকারের পক্ষ থেকে চঞ্চলকে চুপ থাকার জন্য চাপ দেওয়া হয়েছিল। আ. লীগের উদ্যোগে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমানের ভূমিকায় অভিনয় করা চঞ্চল হয়ে উঠেছিলেন সরকারের বেশ ঘনিষ্ঠ। তবে সবসময়ই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই অভিনেতা।
উল্লেখ্য, চঞ্চল চৌধুরীকে সর্বশেষ দেখা গেছে ‘তুফান’ সিনেমায় পুলিশের গোয়েন্দা চরিত্রে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘পদাতিক’। এতে তিনি অভিনয় করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনের ভূমিকায়। ছবিটি নির্মাণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রকার সৃজিত মুখোপাধ্যায়। চলতি মাসের ১৫ তারিখ ছবিটি ভারতে মুক্তি পাবে। একই দিনে ছবিটি বাংলাদেশেও মুক্তির কথা ছিল।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা হান্নানের চিকিৎসায় সহায়তা দিলেন মজনু
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ