এই প্রথম শিল্পকলায় শুরু হলো ‘লালন স্মরণোৎসব'।
১৮ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪, ০৪:১২ পিএম
প্রথমবারের মতো গান বন্দনা এবং তাত্ত্বিক বিশ্লেষণে তিনদিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘লালন স্মরণোৎসব'। যেখানে প্রথম দিনের অনুষ্ঠানে গুরু বন্দনা, তত্ত্ব ও পদ পরিবেশনের মাধ্যমে স্মরণ করা হয় প্রিয় সাঁইয়ের দর্শনকে।
১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে 'আশাসিন্ধু তীরে' শীর্ষক পর্ব সূচনার মধ্যে দিয়ে যাত্রা শুরু হয় এ উৎসবের। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ।
বক্তব্য প্রদানকালে মুরশিদ বলেন,'দেশভাগের কারনে সৃষ্ট বিভাজনের বেশ প্রভাব পরেছিল সুফিবাদ চর্চায়। ১৯৪৭ সালে উপমহাদেশ বিভাজিত হলে আমরা দেখলাম সুফিবাদ বা লালন ধারার বিকাশ হতে দেওয়া হয় নাই। পশ্চিমবঙ্গ যেমন এদেশের ইসলাম সত্তা, মুসলিম সত্তা বোঝেনি, তেমনই পশ্চিম পাকিস্তানও বোঝেনি বাঙালি সত্তা। সে কারণেই আমাদের যুদ্ধ করতে হয়েছে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। সভাপতির বক্তব্যে জামিল আহমেদ বলেন, 'একরৈখিক জাতীয়তাবাদের ফ্যাসিবাদ থেকে ভাবগত মুক্তির বিভিন্ন চিহ্ন আমরা লালন থেকে পেতে পারি। জাতিভেদ পন্থার বিপরীতে লালন সাঁইজির সাধনার উপায় ছিল শিল্পকলা। শ্রেণিকেন্দ্রিক রাজনীতির বাইরে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তি দিতে সক্ষম লালন সাঁইজির দর্শন।'
এসময় জামিল আহমেদ শিল্পকলা এবং সংস্কৃতি চর্চাকে সামনের দিকে এগিয়ে নিতে সংস্কৃতি খাতে জাতীয় বাজেটের অন্তত ৩ শতাংশ বরাদ্দ রাখার দাবি জানান।
উৎসবের প্রসঙ্গে শিল্পকলার জনসংযোগ বিভাগ জানিয়েছে, উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ৬টায় নন্দনমঞ্চে 'মানুষ ভজলে সোনার মানুষ হবি' শিরোনামে সাধুমেলার আয়োজন থাকবে।
যেখানে স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। যেখানে থাকবে দেশের বিভিন্ন জেলা আগত নবীন-প্রবীণ বাউল শিল্পীদের দলীয় ও একক গান পরিবেশনা।
অনুষ্ঠানের তৃতীয় দিন (১৯ অক্টোবর), শনিবার বিকাল ৪টায় নাট্যশালার সেমিনার কক্ষে ১ম পর্বে ‘জাতিসত্তার প্রশ্ন এবং বাউল-ফকির পরিবেশনার রাজনীতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ও গবেষক আল মামুন।
এছাড়াও আলোচনা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম; লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ, নাট্যকার, লেখক ও গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শাহমান মৈশান। অনুষ্ঠানের ২য় পর্বে সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত হবে ‘ধরো মানুষ রূপ নেহারে’ শীর্ষক অনুষ্ঠান। যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন