অভিযোগ,অনুরাগ, ভালোবাসা অকস্মাৎ কেমন ছিল সেইসব দিন, প্লিজ প্রাক্তনের খবর নিন:
৩১ অক্টোবর ২০২৪, ০২:৫৫ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০৫:০৯ পিএম
"প্রেম একবারই এসেছিল নিরবে,আমারই এ দুয়ার প্রান্তে
সে তো হায় মৃদু পায় এসেছিল, পারি নি তো জানতে"
কেমন আছেন আপনার প্রিয় মানুষটা? শত বাধা ডিঙ্গিয়ে যাকে আপন করে রাখতে চেয়েছিলেন আজ সময়ের পরিক্রমায় সে হয়তো অন্য কারোর সঙ্গে বেঁধেছে ঘর। জীবনের যে মূল্যবান সময়টা দিয়েছিলেন তাকে হয়তো সে ভুলেই গেছে সে কথা। হয়তো আর প্রযোজন নেই আপনাকে। কিন্তু প্রেমিক মন কি আদৌও ভুলতে পারে প্রিয় মানুষটিকে হারানোর বেদনা! একসাথে ছুটে চলা, হাতে হাত রেখে কথা বলা সবই কেবল স্মৃতির দেয়ালিকা হয়ে রয়ে গেছে আপনার জীবনে।
পহেলা বৈশাখে রঙ্গিন পোশাকে ক্যাম্পাসের এপাশ থেকে ওপাশ দাপিয়ে বেড়ানো মানুষটি হয়তো ক্ষণজন্মা নীল পদ্মের মতো আপনার বেদনাকে আরও কিছুটা গাঢ় নীল করে চলে গিয়েছে অন্য কারোর হাত ধরে। তবুও প্রেমিক মন কি ভুলতে পারে সেইসব আদুরে অভিমান। হয়তো কবি সুফিয়া কামাল অক্ষরে অক্ষরে টের পেয়েছিল প্রিয়জন হারানোর যন্ত্রনা।
“ওগো কবি, অভিমান করেছ কি তাই?
যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।”
নশ্বর এই পৃথিবীতে কোন কিছুই স্থায়ী নয় তবুও কি সেই অসহ্য যন্ত্রনা আপনাকে পীড়া দেয় না! কত ফাগুন, কৃষ্ণচূড়া, রক্তগোলাপ আহা জীবনে কতই না বৈচিত্র্য ছিল। এখনও পাখি গান, জোনাকি জ্বলে ধরায়, মাঝি ঠিকই নৌকায় পাল বাঁধে কিন্তু বৈশাখী সেই ঝড় আগের মতো প্রকম্পিত করেনা আপনার তুষারিত হৃদয়কে।
হেমন্তের স্বচ্ছ শিশিরে কারো নূপুরের ধ্বনি এখনও কানে প্রতিধ্বনিত হয় তবু দেখা হয়না প্রিয় মানুষটির সাথে। সাত জনমের হিসাব না হয় তোলাই রইলো, এই জনম যে বৃথা গেল প্রিয়তমার অপেক্ষায়। এ যে কেবল অপেক্ষা এবং তারপর শুধু অপেক্ষাই। হয়তো আপনি জানেন আর কখনও ফিরবে না প্রিয়তমা আপনার হয়ে। সে এখন অলীক মানুষ। ধুয়ে মুছে ফেলেছে তার জীবনে আপনার সকল অস্তীত্ব। তবুও প্রেমিক মন কিছুতেই শান্ত হয়না। সে বিশ্বাস করে শেষ বারের মতো হলেও একটি বার দেখতে পাবে প্রিয় মানুষটির মুখ। কে জানে হয়তো দেয়ালের ওপাশ থেকে সেও আপনার নাম জপে যায়। হয়তো বসন্তের দিনে উদাস হয়ে বসে থাকে আর অতীতের স্মৃতি রোমন্থন করে।
চাইলেই কি আমরা ভুলে যেতে পারি তার সাথে কাটানো মূহুর্তগুলো। উত্তরটি সম্ভবত না,আমরা পারিনা। কেননা মানুষের স্মৃতিও অনেকটা মোবাইলের র্যাম-রোমের মতো। দীর্ঘদিন যাদের সাথে সময় কাটিয়েছেন চাইলেই তাকে ভুলতে পারবেন না আপনি। বরং সে স্মৃতিতে কিছুটা ধুলো জমে যাবে সময়ের সাথে সাথে নতুন মানুষের আগমন ঘটবে।
কিন্তু হঠাৎ কোন একটি স্মৃতি পুনরায় আপনার সেইসব দিনগুলো মনে করিয়েই দেবে। তাই শ্রেয় মানিয়ে নিতে শিখুন। আপনিও ভালো থাকুন তাকেও ভালো থাকতে দিন একই আকাশের নীচে। প্রাপ্তি পূর্ণতার বেড়াজালকে টপকে অপ্রাপ্তিতেই তৃপ্তি ধরে রাখুন। কেননা যে প্রেমে যন্ত্রনা নেই তা প্রেমই নয় বরং মোহ। প্রিয় মূহুর্তগুলোকে আবারও একবার স্মরণ করুন পরম যত্নে।
৩০ শে অক্টোবর যুক্তরাষ্ট্রে পালিত হয় “ন্যাশনাল টেক্সট ইয়োর এক্স ডে” পালন করা হয়। তবে বিশ্বায়নের এই সময়ে এককভাবে কোন দেশের কিছুই থাকে না। ভিন্ন দেশের সংস্কৃতিকে উদযাপন করতে পারেন আপনিও। খোঁজ নিতে পারেন আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া প্রিয় মানুষটির। তাকে উৎসর্গ করে লিখতে পারেন গান,কবিতা কিংবা বিশেষ কোন স্মৃতি। সেখানে না হয় স্থান না দিলেন কোন খারাপ অনুভূতির। বরং শুভকামনা জানাতে পারেন তার অনাগত দিনগুলোর জন্য।
উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে যু্ক্তরাষ্ট্রে এই দিবসটি পালিত হয়ে আসছে। তবে ততটা উদযাপন করার মতো ছিল না। ছিল না প্রযুক্তি বর্তমান সময়ের মতো এতো উন্নত। তবে ১৯৯২ সালের ৩রা ডিসেম্বর এসএমএস যুগান্তকারী মেসেজিং পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে সহজতর হয়ে গিয়েছে দূর-দূরান্তে নিজের মনের অনুভূতিগুলো জানিয়ে প্রিয় মানুষটিকে টেক্সট করা।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: ট্রাম্প
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মাহাদীকে বহিস্কার
ইন্দুরকানীতে বিএনপির মিছিলে প্রকাশ্যে গুলির মামলায় মাদ্রাসা সুপার গ্রেফতার
এবার দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল উত্তর কোরিয়া
পূর্বে নামে ফিরল ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল
ফরিদপুরে দালালের খপ্পরে পড়ে নিঃস্ব লিবিয়া ফেরত আসাদ: মামলা করায় পাল্টা হুমকি
শেখ হাসিনা এই দেশে যেন আর রাজনীতি করতে না পারে: ফারুক
অভিনব প্রচারণা, এবার পরিচ্ছন্নতাকর্মী সাজলেন ট্রাম্প
বিশাল ব্যবধানে হেরে ধবলধোলাই হলো বাংলাদেশ
ঈশ্বরগঞ্জে আলোচিত জিয়ারুল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২
যশোরের ঘরের মেঝেতে পড়েছিল গৃহবধূর রক্তাক্ত মরদেহ
নোবিপ্রবি ছাত্রের আকস্মিক মৃত্যুর ঘটনায় উপাচার্যের মতবিনিময়
মেগা প্রকল্প বাস্তবায়নে মেগা চুরি হয়েছে : দেবপ্রিয় ভট্টাচার্য
মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, দুই পোশাকশ্রমিক গুলিবিদ্ধ
চৌদ্দগ্রামে খাবার হোটেলের আড়ালে মাদক বিক্রি, আটক ৭
সড়কের পাশে থাকা ডাস্টবিন থেকে বর্জ্যরে দুর্গন্ধ ছড়ায়- খুলনায় গোলটেবিল বৈঠকে বক্তারা
সপরিবারে সাবেক এমপি হাবিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ছেলের নামে কানাডায় বাড়ি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ
কুয়াকাটায় অটোভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ-আহত-৪
ঈশ্বরগঞ্জে জিয়ারুল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২
গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে ধীরে ধীরে বয়ে চলা গরুর গাড়ি আটঘরিয়ায় এখন চোখে পড়ে না