'ইরানি নির্মাতার সিনেমা অস্কারে পাঠালেন জার্মান জার্মান সরকার'
৩০ নভেম্বর ২০২৪, ১১:২৯ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ১১:২৯ এএম
সম্প্রতি সিনেমার নোবেল খ্যাত ৯৭তম অস্কার একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে লড়ছে ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফের নতুন সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’। তবে বিস্ময়ের বিষয় হলো ইরান নয় বরং সিনেমাটিকে মনোনয়ন দিয়েছে জার্মানি। নিজ দেশ ইরান থেকে পালিয়ে আসার পর রাজনৈতিক আশ্রয় নিয়ে আপাতত জার্মানিতেই আছেন রাসুলফ। অন্য দেশ থেকে অস্কার মনোনয়নে যাওয়াকে এই ইরানি পরিচালক বলছেন ‘অম্ল-মধুর’ অভিজ্ঞতা।
নির্মাতা রাসুলফ ইরানের অন্যতম খ্যাতিমান পরিচালক। তবে ক্যারিয়ারের শুরু থেকেই ইরান সরকারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না তার। ফলস্বরূপ, ২০১০ সালে ইরানের আরেক খ্যাতনামা পরিচালক জাফর পানাহির এবং রাসুলফ ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত হন দেশটিতে।
এছাড়াও তাঁর সিনেমা নির্মাণের ওপর দেওয়া হয় ২০ বছরের নিষেধাজ্ঞা। তাঁর বিরুদ্ধে আনা হয় সরকারবিরোধী প্রচারণার অভিযোগ। পরবর্তীতে সাজা এক বছর কমিয়ে দেওয়া হয় এবং তিনি জামিনে মুক্তি লাভ করেন।
এরপর গোপনে রাসুলফ নির্মাণ করেন ‘দেয়ার ইজ নো এভিল’। সিনেমাটি ২০২০ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে স্বর্ণ ভালুক জেতে। তবে দেশের বাইরে যাওয়ার অনুমতি না থাকায় রাসুলফ নিজে পুরস্কার গ্রহণ করতে পারেননি।
এরপর ২০২২ সালের মে মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে নির্মাণাধীন একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে পড়ে। এতে ৪১ জন নিহত হন। এ ঘটনার সমালোচনা করেন রাসুলফ। এ অপরাধে ওই বছরের জুলাই মাসে গ্রেপ্তার হন তিনি। গত বছর স্বাস্থ্যের অবনতি হলে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি পান। কিন্তু তাঁকে সরকারবিরোধী সব ধরনের প্রচারণা থেকে বিরত থাকার নির্দেশ দেয় ইরানি সরকার।
পরবর্তীতে গোপনে ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ নির্মাণ করেন রাসুলফ। ছবিটি চলতি বছর কান উৎসবে অফিশিয়াল মনোনয়ন পায়। সরকারের চাপের মুখেও কান থেকে ছবিটি প্রত্যাহার করে নেননি রাসুলফ। ফলে ইরান সরকার তাঁকে আট বছরের কারাদণ্ড দেয়। সেই সঙ্গে চাবুক মারা ও সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়।
এক পর্যায়ে গোপনে দেশ ছাড়তে বাধ্য হন এই নির্মাতা। যোগ দেন কান চলচ্চিত্র উৎসবে, পুরস্কারও জেতেন। এবার সেই সিনেমাটিকেই অস্কারের জন্য মনোনীত করেছে জার্মানি।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ৫০ বছর বয়সী এই নির্মাতা জানিয়েছেন, ইরান কখনই এ ধরনের সিনেমা অস্কারে পাঠাত না। চলতি মাসেই সীমিত পরিসরে যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পেয়েছে। লস অ্যাঞ্জেলেস ছবির প্রচারে হাজির হয়েছিলেন নির্মাতা।
জানা যায়, কয়েক বছর আগে সংঘটিত ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ সিনেমায় ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ।
সম্প্রতি জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যত কঠিন সময়ই আসুক, তিনি সিনেমা নির্মাণ চালিয়ে যাবেন। তবে এ–ও জানান, ইরান তিনি খুব মিস করেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল
সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন
পূর্বাচলে প্লট দুর্নীতি : দুদকের মামলায় হাসিনা-পুতুলসহ ১৬ আসামি
কোকোর দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান বড় ভূমিকা ছিল: কাজী রিপন
তারেক রহমান একজন মানবিক মানুষ: কাইয়ুম চৌধুরী
রাবির সাত হলে কুরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস, তদন্ত কমিটি গঠন
ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সউদী আরব থেকে
যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
অপরাধী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার
এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা
ব্যবসায়ীকে কোপানোয় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের
৩৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া