'ইরানি নির্মাতার সিনেমা অস্কারে পাঠালেন জার্মান জার্মান সরকার'
৩০ নভেম্বর ২০২৪, ১১:২৯ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ১১:২৯ এএম
সম্প্রতি সিনেমার নোবেল খ্যাত ৯৭তম অস্কার একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে লড়ছে ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফের নতুন সিনেমা ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’। তবে বিস্ময়ের বিষয় হলো ইরান নয় বরং সিনেমাটিকে মনোনয়ন দিয়েছে জার্মানি। নিজ দেশ ইরান থেকে পালিয়ে আসার পর রাজনৈতিক আশ্রয় নিয়ে আপাতত জার্মানিতেই আছেন রাসুলফ। অন্য দেশ থেকে অস্কার মনোনয়নে যাওয়াকে এই ইরানি পরিচালক বলছেন ‘অম্ল-মধুর’ অভিজ্ঞতা।
নির্মাতা রাসুলফ ইরানের অন্যতম খ্যাতিমান পরিচালক। তবে ক্যারিয়ারের শুরু থেকেই ইরান সরকারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না তার। ফলস্বরূপ, ২০১০ সালে ইরানের আরেক খ্যাতনামা পরিচালক জাফর পানাহির এবং রাসুলফ ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত হন দেশটিতে।
এছাড়াও তাঁর সিনেমা নির্মাণের ওপর দেওয়া হয় ২০ বছরের নিষেধাজ্ঞা। তাঁর বিরুদ্ধে আনা হয় সরকারবিরোধী প্রচারণার অভিযোগ। পরবর্তীতে সাজা এক বছর কমিয়ে দেওয়া হয় এবং তিনি জামিনে মুক্তি লাভ করেন।
এরপর গোপনে রাসুলফ নির্মাণ করেন ‘দেয়ার ইজ নো এভিল’। সিনেমাটি ২০২০ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে স্বর্ণ ভালুক জেতে। তবে দেশের বাইরে যাওয়ার অনুমতি না থাকায় রাসুলফ নিজে পুরস্কার গ্রহণ করতে পারেননি।
এরপর ২০২২ সালের মে মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে নির্মাণাধীন একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে পড়ে। এতে ৪১ জন নিহত হন। এ ঘটনার সমালোচনা করেন রাসুলফ। এ অপরাধে ওই বছরের জুলাই মাসে গ্রেপ্তার হন তিনি। গত বছর স্বাস্থ্যের অবনতি হলে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি পান। কিন্তু তাঁকে সরকারবিরোধী সব ধরনের প্রচারণা থেকে বিরত থাকার নির্দেশ দেয় ইরানি সরকার।
পরবর্তীতে গোপনে ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ নির্মাণ করেন রাসুলফ। ছবিটি চলতি বছর কান উৎসবে অফিশিয়াল মনোনয়ন পায়। সরকারের চাপের মুখেও কান থেকে ছবিটি প্রত্যাহার করে নেননি রাসুলফ। ফলে ইরান সরকার তাঁকে আট বছরের কারাদণ্ড দেয়। সেই সঙ্গে চাবুক মারা ও সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়।
এক পর্যায়ে গোপনে দেশ ছাড়তে বাধ্য হন এই নির্মাতা। যোগ দেন কান চলচ্চিত্র উৎসবে, পুরস্কারও জেতেন। এবার সেই সিনেমাটিকেই অস্কারের জন্য মনোনীত করেছে জার্মানি।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ৫০ বছর বয়সী এই নির্মাতা জানিয়েছেন, ইরান কখনই এ ধরনের সিনেমা অস্কারে পাঠাত না। চলতি মাসেই সীমিত পরিসরে যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পেয়েছে। লস অ্যাঞ্জেলেস ছবির প্রচারে হাজির হয়েছিলেন নির্মাতা।
জানা যায়, কয়েক বছর আগে সংঘটিত ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ সিনেমায় ইরানের বিচারব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুলফ।
সম্প্রতি জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যত কঠিন সময়ই আসুক, তিনি সিনেমা নির্মাণ চালিয়ে যাবেন। তবে এ–ও জানান, ইরান তিনি খুব মিস করেন।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডোনাল্ড ট্রাম্প নটর ডেম ক্যাথেড্রাল পুনরায় উন্মোচনে অংশ নিবেন
কোটালীপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা
ফের উত্তপ্ত ভারতের পার্লামেন্ট, অধিবেশন মুলতবি
কুরস্কে ইউক্রেনের সৈন্যদের কঠিন সংগ্রাম এবং ট্রাম্পের জন্য অপেক্ষা!
আগরতলায় বাংলাদেশ উপ-দূতাবাসে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল ও খাবার মিলবে না
কক্সবাজারে গোয়েন্দা অভিযানে ২ অস্ত্রধারী আটক
খোশরোজ কিতাব মহলের মালিক মহীউদ্দীন আহমদ আর নেই
চীনের ‘ঝুহাই এয়ারশো ২০২৪’,ভবিষ্যৎ বিমান শক্তির এক ঝলক
ভারত নিজেকে মনে করে সে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের বড়-দাদা : কবীর সুমন
‘ভারত বয়কট হোক’
ইসরায়েলকে ‘গণহত্যায় দায়ী বর্ণবাদী রাষ্ট্র’ ঘোষণা করলো মর্যাদাপূর্ণ অক্সফোর্ড ইউনিয়ন
সকালে ঝলমলে রোদ,সন্ধ্যা নামতেই শীতে কাঁপছে পঞ্চগড়
বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি
আজ ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস
সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির, ভারতকে নিয়ে বার্তা হাসনাতের
আসছে নতুন টাকা, থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি
রায়গঞ্জে ৮ ইউনিয়ন পরিষদে প্রশাসকে বরণ করে নিলেন সাধারণ মানুষ
চাঁদপুরে দুই কোটি টাকার ব্রিজে উঠতে লাগে মই দিয়ে
ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি