ইতিহাস গড়ে কানে স্বর্ণপাম পেল জাপানের স্টুডিও জিবলি
ব্যক্তির বাইরে এবারই প্রথম কোনো প্রতিষ্ঠানকে কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম দেওয়া হলো। চার দশকের বেশি সময় ধরে সব বয়সী দর্শকদের মুগ্ধ করা অসাধারণ কিছু অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণ করায় এই সম্মাননায় ভূষিত হয়েছে জাপানের স্টুডিও জিবলি। স্টুডিও জিবলি’র তিন প্রতিষ্ঠাতা হায়াও মিয়াজাকি, ইসাও তাকাহাতা ও তোকুমা শোতেন। তাদের মধ্যে ইসাও তাকাহাতা মারা গেছেন।
পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে...