মানুষের সামনে গেলে ফেসবুকের চেয়ে বেশি ভালোবাসা পাই -পূর্ণিমা
ফেসবুকে কোটি ফলোয়ার্সের মাইলফলক ¯পর্শ করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার ফেসবুক পেজের ফলোয়ার্স এখন ১ কোটি ছাড়িয়েছে। পূর্ণিমার মতে, এগুলো নেহায়েত ফলোয়ার্স নয়, এক কোটি মানুষের ভালোবাসা। এগুলো আসলে অর্গানিক ভালোবাসা। তিনি বলেন, আমার অনুসারীরা সবসময়ে পাশে থাকে। সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানাই। পুরোটাই অর্গানিক ফলোয়ার্স। যেটাকে আমি অর্গানিক ভালোবাসা বলতে চাই। যখন পেজটি ওপেন করি, তখন জানতাম না এতদূর আসবে।...