স্থগিত হওয়া ‘জাল’ এর কনসার্ট নিয়ে সর্বশেষ যা জানা গেল
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় শুরু হওয়ার কথা ছিল কনসার্ট ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’। কনসার্টে পাকিস্তানের ব্যান্ড ‘জাল’ এর সঙ্গে পারফর্ম করার কথা দেশের তিন ব্যান্ড অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন। তবে বৃষ্টির কারণে শেষ মুহূর্তে কনসার্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেন আয়োজকেরা। ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের কনসার্টটি পরে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে।
শুক্রবার...