পাঁচ প্রজন্মের অভিনেত্রীদের নিয়ে ঈদের নাটক তোমাদের গল্প
ঈদ উপলক্ষে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন নাটক ‘তোমাদের গল্প’। এতে পাঁচ প্রজন্মের পাঁচ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু ও শিল্পী সরকার অপুকে দেখা যাবে। গত পাঁচ দিন ধরে নরসিংদীতে নাটকটির শুটিং হয়েছে। নাটকে বিভিন্ন প্রজন্মের অভিনেতাদের মধ্যে থাকছেন ফারহান আহমেদ জোভান, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।...