স্বামীকে জুতা মারলেন অঙ্কিতা
বিগত বছর বলিউডের জনপ্রিয় শো ‘বিগ বস্ ১৭’-এর সেটে থাকাকালীন সময়েই অশান্তি লেগেই থাকত অঙ্কিতা লোখাণ্ডে ও তার স্বামী ভিকি জৈনের মধ্যে। ভিকিকে প্রকাশ্যে অপমান করা থেকে তার চরিত্রে কাঁদা ছেটানো— কোন কিছুই বাদ রাখেননি অঙ্কিতা।
এক্ষেত্রে পিছিয়ে থাকেননি অভিনেত্রীর স্বামীও। তিনিও অঙ্কিতার উদ্দেশে কটূক্তি করে গেছেন একের পর এক। এমনকি প্রকাশ্যে স্ত্রীকে করেছেন অপমান। সে সময় ভিকির বিরুদ্ধে এমনও অভিযোগ...