রকিব সংসার করেত চান, মাহির না
গত ১৬ ফেব্রুয়ারি বিচ্ছেদের ঘোষণা চিত্রনায়িকা মাহিয়া মাহি। আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও তারা আলাদা থাকছেন। তবে খুব শীঘ্রই তাদের আইনি বিচ্ছেদের প্রক্রিয়া স¤পন্ন হবে বলে মাহি জানিয়েছেন। এর মাঝেই তার স্বামী রকিব সরকার মাহির সাথে সংসার করতে চান বলে জানিয়েছেন। মাহি তা করতে নারাজ। তিনি বলেন, বিচ্ছেদ হবেই। বিচ্ছেদের একটা প্রক্রিয়া থাকে, সেই কাজ চলছে। শিঘ্রই বিচ্ছেদের চিঠি চলে যাবে...