কলাপাড়ায় লক্ষীপ্যাঁচা উদ্ধারের পর অবমুক্ত
পটুয়াখালীর কলাপাড়ায় একটি লক্ষীপ্যাচা উদ্ধারের পর অবমুক্ত করেছে এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। গতকাল সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমীরাবাদ গ্রাম থেকে আবুল বশার মুন্সী (৫৫) নামের এক ব্যক্তি এ প্যাঁচাটি উদ্ধার করেন। পরে প্রাথমিক শিক্ষা শেষে রাত নয়টায় প্যাঁচাটি ওই এলাকায় অবমুক্ত করা হয়। লম্বা পাখনা, ফ্যাকাশে ও হৃদয় আকৃতি মুখের গড়ন এবং বর্গাকৃতির লেজ প্রধান বিশিষ্ট এ...