নতুন ধারাবাহিক ফুল বাহার
দীপ্ত টিভিতে শিঘ্রই প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘ফুল বাহার’। এটি যৌথভাবে রচনা করেছেন মাতিয়া বানু শুকু ও রাজিবুল ইসলাম রাজিব। পরিচালনা করেছেন যুবরাজ খান। এর নাম দুই চরিত্র ফুল-এ সাজু খাদেম এবং বাহারে আহসান হাবিব নাসিম অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ, মুনমুন আহমেদ, নাদের চৌধুরী, সানজিদা প্রীতি, ইফফাত আরা তিথি, মাইমুনা মম, নুসরাত জান্নাত রুহী, জোজন,...