হাত মেলাচ্ছে না সোনি এবং জি, চুক্তি বাতিলের চিঠি পাঠাল জাপানের সংস্থা
১০ বিলিয়ন ডলারের সংস্থা তৈরি হওয়ার কথা ছিল জি এবং সোনির সংযুক্তিকরণের মাধ্যমে। মার্জার সম্পন্ন হলে নতুন সংস্থার অধীনে থাকত ৭০টি চ্যানেল। তবে এই মার্জার আর হবে না। জাপানের সংস্থা সোনির তরফ থেকে জি-কে চুক্তি বাতিলের চিঠি পাঠানো হয়েছে বলে দাবি করা হল ব্লুমবার্গের রিপোর্টে। উল্লেখ্য, সেপ্টেম্বরের মধ্যেই এই নতুন সংস্থ স্থাপনের কথা ছিল। তবে ডেডলাইন পার হলেও সোনি এবং...