শহরে নিঃশ্বাস নেওয়া যায় না স্ট্যাটাসের পরদিন হাসপাতালে হিনা খান!
ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাশ্মীরের মেয়ে হিনা খান। কাজের সূত্রে থাকেন মুম্বাইয়ে। কিন্তু এ শহরে নাকি শ্বাস নেওয়া যায় না। কয়েকদিন আগেই অভিনেত্রী এ অভিযোগ করেন। বলেন- মাত্রাতিরিক্ত দূষণের কারণে মুম্বাই বাসযোগ্যতা হারাচ্ছে। এমন স্ট্যাটাসের পরদিন হাসপাতালে ভর্তি করাতে হলো ‘ইয়ে রিস্তা ক্যা কহলতা হ্যায়’ খ্যাত অভিনেত্রীকে। শুক্রবার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে একটি ছবি দেন তিনি। পরনে হাসপাতালের পোশাক। উঁচু করে...