অনুস্বর নাট্যদলের নতুন নাটকের চার প্রদর্শনী
রাজধানীর বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ২৩ আগস্ট থেকে ২৬ আগস্ট চার দিনে চারটি প্রদর্শনী হবে অনুস্বর নাট্যদলের নতুন নাটক ‘হার্মাসিস ক্লিওপেট্রা’। ২৩ আগস্ট বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হবে উদ্বোধনী মঞ্চায়ন, এরপর পরবর্তী তিন দিন একই সময়ে দেখা যাবে নাটকটির আরও তিনটি প্রদর্শনী। এটি নাট্যদলটির নবম প্রযোজনা। রাহমান চৌধুরীর লেখা নাটকটি নির্দেশনা দিচ্ছেন মোহাম্মদ বারী। তিনি...