‘হিন্দি নয়, তামিলে কথা বলো’, স্ত্রীকে এ আর রহমান
তামিল ভাষাতেই কথা বলতে সবচেয়ে বেশি পছন্দ করেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান। তাই সুযোগ পেলে তামিল ছাড়া রহমানের মুখে অন্য কোনো ভাষা একেবারেই নয়। আর হিন্দিকে তো দরকারে একপাশে সরিয়ে রাখতে পারলেই বেঁচে যান।
তবে এবার শুধু নিজে নয়, বরং স্ত্রী সায়রা বানুকেও তামিল ভাষায় কথা বলতে অনুরোধ করলেন রহমান। এই বিশেষ ক্লিপটি এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল...